IPL 2023: নতুন দলের খোঁজে অর্জুন তেন্ডুলকর, শচীন পুত্র'কে রিলিজ করার পথে মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2023: ভারতের টি-২০ ক্রিকেট উৎসবের ১৬তম বর্ষ শুরু হতে চলেছে ২০২৩-এ। এখন চলছে ঘর গুছিয়ে নেওয়ার পালা। আগামী ২৩শে ডিসেম্বর কেরালার কোচি’তে ভারতীয় বোর্ডের তরফে আয়োজন করা হবে এক ‘মিনি অকশন।’ গত আইপিএলের উদ্বৃত্ত অর্থ কাজে লাগিয়ে নতুন করে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার আগে আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যে বোর্ডের কাছে দলগুলোকে জানাতে হবে কোন কোন খেলোয়াড়’কে তারা ধরে রাখতে চায় আর কাদের পাঠাতে চলেছে নিলামের হাতুড়ির তলায়। ভবিষ্যতের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দলগুলো অনেক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে লক্ষ্ণৌ ছেড়ে দিচ্ছে জেসন হোল্ডার’কে। কলকাতা নাইট রাইডার্স থেকেও শিবম মাভি’র বিদায় একরকম পাকা। মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ লিস্টে থাক্র সম্ভাবনা রয়েছে কিয়েরণ পোলার্ডের(Kieron Pollard)। মুম্বই ফ্র্যাঞ্চাইজি’র আরও একটি রিলিজের সিদ্ধান্ত নিয়ে চলছে বেশ আলোচনা। শচীন (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর’কে (Arjun Tendulkar)  নিলামে পাঠাতে চলেছে মুকেশ আম্বানি’র দল। খবর তেমনই।

গত অকশনে অর্জুন’কে নিতে ঝাঁপিয়েছিলো মুম্বই-

Arjun Tendulkar | image: twitter
Arjun Tendulkar is going to be released by Mumbai Indians ahead of IPL Mini auction.

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার যাঁকে বলা হয় সেই শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। তবে বাবার মত ব্যাটার নন তিনি। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলে থাকেন তিনি। ২০২২ আইপিএলের নিলামে ২০ লক্ষ টাকা ‘বেস প্রাইস’ সহ অংশ নেন অর্জুন। তাঁকে দলে নিতে চলেছে মুম্বই মোটামুটি তেমনই খবর ছিলো। নিলামের টেবিলে তাঁকে নিতে দর হাঁকে গুজরাত টাইটান্স’ও। অবশেষে মুম্বইতেই ৩০ লক্ষ টাকার বিনিময়ে যোগ দেন অর্জুন। তাঁকে দলে রাখলেও একটি ম্যাচেও খেলার সুযোগ দেয় নি মুম্বই ফ্র্যাঞ্চাইজি। শেষ পাওয়া খবর অব্দি এম আই জার্সি গায়ে কোনো ম্যাচ খেলার আগেই দল থেকে ছুটি হতে চলেছে তাঁর। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় নাম লিখিয়েছেন অর্জুন। এখন আইপিএলে নতুন দল পেয়ে খেলার সুযোগ পান কিনা সেইদিকেই নজর সকলের।

আর কে কে থাকতে পারেন মুম্বইয়ের রিলিজ লিস্টে-

Mumbai Indians | image: twitter
Mumbai Indians will be trying to make major changes before IPL 2023.

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সফলতম দল। পাঁচ বার এই প্রতিযোগিতায় জয়লাভ করেছে তাঁরা। কিন্তু ২০২২ আইপিএলের স্মৃতিটুকু মুছে ফেলতেই চাইবেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ’রা। চরম হতাশাজনক প্রদর্শন করে লীগ তালিকার একদম শেষে অর্থাৎ ১০ নম্বরে শেষ করেছিলো তারা। সেই কারণেই আসন্ন ‘মিনি অকশন’ প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের কাছে। নতুন মরসুম শুরুর আগে দল’কে আগাগোড়া গুছিয়ে নিয়েই আরও একবার ট্রফি’র লক্ষ্যে ঝাঁপাতে চাইবে মুম্বই। বহুবছরের সম্পর্ক থাকলেও দলের স্বার্থে তারা সম্ভবত রিলিজ করতে চলেছে কিয়েরণ পোলার্ড’কে(Kieron Pollard)। এছাড়াও রিলিজের লিস্টে জায়গা হতে পারে মায়াঙ্ক মারকণ্ডে, তাইমাল মিলস, সঞ্জয় যাদব, রমনদীপ সিং, আরিয়ান জুয়াল, অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar), রাহুল বুদ্ধি, আকাশ মাধওয়াল, মুরুগণ অশ্বিনদের মত ক্রিকেটারদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *