আয়ুষ বদোনি
এই বছর আইপিএলের ১৫তম মরশুমে নতুন দল হিসেবে অভিষেক করে লখনউ সুপার জায়ান্টসের দল। এই দলের হয়েই আইপিএল ২০২২ এ অভিষেক হয় আয়ুষ বদোনির। চলতি আইপিএলে গুজরাট লায়ান্সের বিরুদ্ধে ম্যাচে যখন লখনউ নিজেদের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল, কুইন্টন ডি’কক আর মণীষ পাণ্ডের মতো ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে, সেই সময় মহম্মদ শামি, লাকি ফার্গুসনদের আগুনে পেসের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াইকে করে নিজেকে চেনান আয়ুষ। এই ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে আয়ুষ ৪টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে হাফসেঞ্চুরি করে দলকে ১৫০ রানের স্কোরে পৌঁছে দেন। দলের লোয়ার অর্ডারে দীপক হুডার সঙ্গে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন আয়ুষ। আইপিএলের অভিষেকে ৬ নম্বরে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও হন আয়ুষ। অধিনায়ক কেএল রাহুল আয়ুষের প্রশংসা করে তাকে দলের বেবি এবিও আখ্যা দেন।