এই মুহূর্তে দেশে আইপিএল ২০২২ চলছে। এই পয়সাবহুল লীগে বেশকছু ভারতীয় তরুণ খেলোয়াড় নিজের ঔজ্জ্বল্য ছড়াতে শুরু করে দিয়েছেন। আইপিএল এমন একটা লীগ যেখানে ঘরোয়া খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে পরিচিত পান। এই আইপিএলের কারণেই ভারতীয় দলে ঋষভ পন্থ, ঈশান কিষাণ আর সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন পাঁচজনের ব্যাপারে জানাব […]