আন্দ্রে রাসেল
নামটাই শুনলেই মাথায় আসে ঝোড়ো ইনিংসের কথা। যিনি একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যে কোনও বোলারকে আক্রমণ করে ব্যাট চালাতে পারেন। শুধু ব্যাট হাতে নয় গত কয়েকটি মরশুমে রাসেল কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ বোলার হিসেবে ধরা দিয়েছেন বিশেষত ডেথ ওভারে। ডেথ ওভারে বেশ কয়েকটি উইকেট নিয়ে বিপক্ষকে চাপে ফেলেছে রাসেল।