IPL 2022

চলতি IPL 2022-এর ৪৩ তম ম্যাচে, গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ছয় উইকেটে হারিয়ে দিল। এদিন, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু ১৭০ রান করে। জবাবে গুজরাট লক্ষ্য তাড়া করে ১৯.৩ ওভারে চার উইকেট হারিয়ে। রাহুল তেওটিয়া এবং ডেভিড মিলার আবারও গুজরাটের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। দু’জন শেষ পর্যন্ত ৪০ বলে ৭৯ রানের অপরাজিত জুটি গড়েন। তেওয়াতিয়া ২৫ বলে ৪৩ রান এবং মিলার ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।IPL 2022: গড়গড়িয়ে চলছে গুজরাট রথ, টুইটারে উচ্ছ্বাস প্রকাশ ফ্যানদের !! দেখে নিন 1

এই জয়ের সাথে গুজরাট ন’টি ম্যাচের মধ্যে আটটি জিতে প্রায় প্লে অফে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নয় ম্যাচে গুজরাটের পয়েন্ট ১৬। একই সময়ে, ১০ ম্যাচে এটি বেঙ্গালুরুর পঞ্চম হার। পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে দলটি। এ দিন গুজরাটের এই জয়ের পর টুইটারে উদ্বেল হয়ে ওঠে জনতা।

দেখে নিন ম্যাচের পর টুইটার রিঅ্যাকশান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *