কেএস ভরত 
কেএস ভরত গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই মরশুমে বেশিরভাগ ম্যাচেই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়। আগামী মরশুমে তিনি অন্য কোন দলে চলে গেলে হয়তো প্রতি ম্যাচে সুযোগ পাবেন আর তাই বেঞ্চ গরম করার পরিবর্তে নিয়মিত খেলাটাই আখেরে লাভবান করবে ভরতকে।
Read More: রোহিত নন, এই খেলোয়াড়ের অধিনায়কত্বে সেরা পারফর্ম করবে বিরাট কোহলি – দাবি শেন ওয়াটসনের