CSK vs PBKS

আইপিলের (IPL 2022) ফের হারের যন্ত্রণা নিতে হল চেন্নাই সুপার কিংসে। এই নিয়ে পরপর তিনটে ম্যাচ হেরে গেল তারা (Chennai Super Kings)। ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) টসে জিতে যখন প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন জাদেজা (Ravindra Jdeja), তখন পাঞ্জাব কিংসের অতি বড় সমর্থকও বোধহয় ভাবতে পারেননি যে, ৫৪ রানে ম্যাচটি জিতে যাবেন তাঁরা। ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেন পাঞ্জাবের (PBKS) লিভিংস্টোন।

Definitely not,' says Dhoni when asked whether it's his final game for CSK

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে দারুণ খেললেও তারপর পরপর উইকেট খুইয়ে রানের গতি থিতিয়ে যায় পাঞ্জাবের (PBKS)। ৬০ রান করেন লিভিংস্টোন (Livingstone)। ৫’টি বাউন্ডারি ও ৫’টি দারুণ ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শিখর ধাওয়ানও (Shikhar Dhawan) ২৪ বলে ৩৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান। ভানুকা রাজাপক্ষকে দারুণ রান আউট করেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বহুদিন পর উইকেটের পিছনে দেখা গেল সেই চেনা ‘মাহি’কে। চেন্নাইয়ের (Chennai Super Kings) হয়ে আঁটোসাঁটো বোলিং করেন ক্রিস জর্ডন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

Ruturaj Gaikwad

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে যায় সিএসকে (CSK)। ১০ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানোর পর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৩৬ রানের মধ্যে পড়ে যায় ৫ উইকেট। শিবম দুবের (Shivam Dube) লড়াকু ৫৭ রানের ইনিংস না খেললে রবিবারের ম্যাচে একশো রানও পেরোত না চেন্নাই। শেষমেশ তাদের ইনিংস শেষ হল ১২৬ রানে। ১৮ ওভারে।

টানা তিন ম্যাচ হারার পর টুইটারে নেটিজেনদের কান্ডটা দেখে নিন:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *