IND vs SL: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আর মাত্র কয়েক মাস পরে অনুষ্ঠিত হতে চলেছে আগাম চিন্তা করেই ভারতীয় দল নতুন ভাবনায় দল গঠন করতে প্রস্তুতি নিয়েছিল। ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), নতুন কোচের নতুন প্ল্যানিং মাফিক শ্রীলংকার বিরুদ্ধে (IND vs SL) সাদা বলে ২ ফরমেটে সিরিজ খেলবে ভারতীয় দল।
বিগত কয়েক বছর ধরেই শ্রীলংকার বিরুদ্ধে আধিপত্য বিস্তার করেছে টিম ইন্ডিয়া। শ্রীলংকার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। ভারতীয় দলের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেবলমাত্র ছয়টি ম্যাচ বাঁকি রয়েছে। স্কোয়াড ঘোষণার আগেই বেশ কিছু সূত্রের খবরে জানা গিয়েছিল লম্বা সময় ধরে ক্রিকেট খেলার জন্য রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এবং জসপ্রীত বুমরাহ’দের (Jasprit Bumrah) মতন খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ ওঠে।
ওডিআই দলে ফিরলেন রোহিত-বিরাট
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) গম্ভীর চাননি বিরাট-রোহিতকে বসাতে। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলোয়াড়দের তিন ফরমেট খেলা উচিত এবং কেউ যদি খেলতে খেলতে চোট পায় তাহলে তাকে নিজে থেকেই সুস্থ হতে হবে। তবে সব কিছুর ঊর্ধ্বে আপাতত দল নির্বাচন করেছেন অজিত আগারকার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেতৃত্বে ফিরছেন রোহিত। দলের ভাইস ক্যাপ্টেনসি তুলে দেওয়া হয়েছে শুভমান গিলকে।
দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও খলিল আহমেদ (Khaleel Ahmed)। পাশাপশি, ওডিআই দলে এন্ট্রি নিলেন শিবম দুবে (Shivam Dube), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। প্রথম বারের জন্য দলে ডাক পেয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag) ও হার্ষিত রানা (Harshit Rana)।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (C), শুভমান গিল (VC), বিরাট কোহলি, কেএল রাহুল (WK), ঋষভ পন্থ (WK), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।