এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল (Team India) রয়েছে ইংল্যান্ডে। পাঁচ টেস্টের সিরিজ খেলছে তারা। লিডস, এজবাস্টন ও লর্ডসে তিনটি ম্যাচ আয়োজিত হয়েছে ইতিমধ্যে। ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে রয়েছে বাকি দু’টি টেস্ট। ৪ অগস্ট ইংল্যান্ড সফর শেষ হওয়ার কথা টিম ইন্ডিয়ার (Team India)। এরপর অগস্টের ১৭ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) মাঠে নামার কথা ছিলো তাদের। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০’র সূচিও ঘোষণা করে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পদ্মাপারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে সেই সিরিজে অংশগ্রহণের ক্ষেত্রে বিসিসিআই-কে সবুজ সংকেত দেয় নি কেন্দ্রীয় সরকার। ফলে এক বছর স্থগিত করা হয়েছে তা। বিকল্প হিসেবে ঐ সময় সীমিত ওভারের দু’টি সিরিজের প্রস্তাব দিয়েছিলো শ্রীলঙ্কান ক্রিকেট সংস্থা। কিন্তু সূত্রের খবর তা প্রত্যাখ্যান করেছে বিসিসিআই।
Read More: WLC’এর মঞ্চে পাকিস্তানকে বয়কট হরভজন সিং থেকে শিখর ধাওয়ানের, ম্যাচ বাতিল করেই নিলেন দম !!
শ্রীলঙ্কা যাচ্ছে না ভারতীয় দল-

গত বছরের জুলাই-অগস্টে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল (Team India)। খেলেছিলো ওয়ান ডে ও টি-২০ সিরিজ। কুড়ি-বিশের লড়াইতে চরিথ আশালঙ্কাদের সহজেই হারালেও ওয়ান ডে’তে হারতে হয়েছিলো ০-২ ফলে। টাই হয় একটি ম্যাচ। এবারও টিম ইন্ডিয়ার (Team India) বাংলাদেশ সফর ভেস্তে যাওয়ার পর একই প্রস্তাব দিয়েছিলো দ্বীপরাষ্ট্রের ক্রিকেট নিয়ামক সংস্থা। প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তাও শুরু হয়েছিলো বিসিসিআই-এর অন্দরে। কিন্তু শেষমেশ ইতিবাচক সাড়া মেলে নি বিষয়টি নিয়ে। সংবাদমাধ্যম স্পোর্টস তকে প্রকাশিত এক রিপোর্টে দাবী করা হয়েছে যে শ্রীলঙ্কার প্রস্তাবে আপাতত সাড়া দিচ্ছে না ভারতীয় বোর্ড। এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ বিসিসিআই কর্তা জানিয়েছেন, “আমরা সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা খুবই ক্ষীণ।”
ইতিমধ্যে টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। শুধু ওয়ান ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অগস্টের বাংলাদেশ সফরে নীল জার্সিতে মাঠে নামার কথা ছিলো তাঁদের। কিন্তু সফর ভেস্তে যাওয়ায় নিভেছিলো সেই সম্ভাবনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) বিকল্প সিরিজের প্রস্তাব তাই আশা জাগিয়েছিলো অনুরাগীদের মধ্যে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক আঙিনায় দুই মহারথীকে দেখতে মুখিয়ে ছিলেন তাঁরা। কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা পড়শি দেশের প্রস্তাব গ্রহণ না করায় হতাশই হতে হলো তাঁদের। যদি অগস্টে অন্য কোনো বিকল্প সিরিজের ব্যবস্থা করতে না পারে বিসিসিআই তাহলে রো-কো জুটিকে মাঠে দেখতে সেই অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া সফরে মাঠে ফিরবেন তাঁরা।
এশিয়া কাপ নিয়েও রয়েছে সংশয়-

চূড়ান্ত ডামাডোল চলছে উপমহাদেশের ক্রিকেটে। ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিত হয়েছে। বেশীদূর এগোয় নি ভারত-শ্রীলঙ্কা সিরিজের আলোচনাও। এছাড়া এশিয়া কাপ নিয়েও রয়েছে সংশয়। পহলগামে সন্ত্রাসবাদী হামলার পর তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। বহুদলীয় টুর্নামেন্টেও পড়শি দেশের বিরুদ্ধে মাঠে নামতে এই মুহূর্তে রাজী নয় টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২৪ ও ২৫ জুলাই এশিয়া কাপ (Asia Cup 2025) সম্পর্কীত আলোচনা হওয়ার কথা ছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। কিন্তু সেই বৈঠকটি রয়েছে ঢাকায়। বাংলাদেশ থেকে বৈঠক না সরালে তা বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। একই অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ড’ও। এই বৈঠকও যদি ভেস্তে যায় তাহলে এশিয়া কাপ বাতিল হওয়ার সিদ্ধান্তে কার্যত সিলমোহর পড়েই যাবে। বিকল্প হিসেবে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ভাবনা রয়েছে ভারতীয় বোর্ডের।