২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় জয় পেতে অপেক্ষা করতে হয়েছে এগারো বছর। এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয় যেন দীর্ঘ খরা থেকে মুক্তি দিয়েছে ‘মেন ইন ব্লু’কে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ হতে চলেছে তাদের সামনে। বোর্ড সচিব জয় শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আগামীর পরিকল্পনা শুরু করে দিয়েছে বোর্ড। লক্ষ্য স্থির রয়েছে তাদের। ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অশ্বমেধের ঘোড়ার দৌড় যাতে বজায় থাকে তা সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। তার ঠিক এক বছর পর, অর্থাৎ ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ। ঘরের মাঠে ২০২৩-এ ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। কুড়ি-বিশের বিশ্বখেতাব হাতছাড়া হোক, তা চান না কর্মকর্তারা। তাই শুরু হয়ে গিয়েছে ঘুঁটি সাজানো।
Read More: অধিনায়ক রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে ছয় ভারতীয়, নজর কাড়লেন আফগানরা !!
পরবর্তী অধিনায়ক হচ্ছেন হার্দিক পান্ডিয়া-
২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা আগামী বিশ্বকাপে থাকছেন না তিনি। সেই শূন্যস্থান পূরণের জন্য নতুন কাউকে খুঁজছে টিম ইন্ডিয়া। দৌড়ে রয়েছেন শুভমান গিল (Shubman Gill), সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঋতুরাজ গায়কোয়াড়ের মত অনেকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০তে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সূর্যের। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসে অধিনায়কের ভূমিকায় ছিলেন ঋতুরাজ। আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্বভার সামলেছেন বুমরাহ। আসন্ন জিম্বাবুয়ে সফরে নেতৃত্বে অভিষেক হতে চলেছে শুভমানের। তবে তাঁদের কারও হাতেই সম্ভবত পূর্ণ সময়ের দায়িত্ব তুলে দিচ্ছে না বোর্ড।
সবকিছু ঠিক থাকলে রোহিত পরবর্তী টি-২০ অধিনায়ক হিসেবে পূর্ণ সময়ের দায়িত্ব পাচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০২২-এর আইপিএলে গুজরাত টাইটান্সের নেতা হিসেবে জাত চেনান তিনি। প্রথম সুযোগেই ফ্র্যাঞ্চাইজিকে এনে দেন ট্রফি। এরপর থেকেই বিসিসআই-এর রেডারে রয়েছেন তিনি। ২০২২-এ রোহিতের (Rohit Sharma) অনুপস্থিতিতে আয়ারল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে পাঠানো হয় তাঁকে। এরপর ঐ বছরেরই নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যায় তাঁকে। ২০২৩-এ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজেও তাঁকেই দেখা গিয়েছে নেতা হিসেবে। ১৬ ম্যাচের মধ্যে জিতেছেন ১০টিতে। আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেতাব রক্ষার ভার উঠতে চলেছে তাঁর কাঁধেই।
তারুণ্যকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছে বোর্ড-
২০০৭ থেকে মোট ৯টি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজিত হয়েছে। প্রতিটিতেই অংশ নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৬ সালেই প্রথমবার ভারতের টিম লিস্টে নাম থাকবে না তাঁর। তিনি ছাড়াও থাকছেন না বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত অভিজ্ঞ মুখেরাও। বদলে তারুণ্যেই জোর দিয়ে মাঠে নামতে চাইছে বিসিসিআই। আগামী টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য যে সম্ভাব্য এগারো বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা, সেখানে ওপেনার হিসেবে থাকছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল (Shubman Gill)। তাঁদের দুজনের বয়স বর্তমানে যথাক্রমে ২২ ও ২৪। ২০২৬ সালে তা দাঁড়াবে যথাক্রমে ২৪ ও ২৬। আরও পরিণত হয়েই দুই প্রতিভাধর তরুণ মাঠে নামবেন, আশায় অনুরাগীরা। তিনে থাকছেন ঋষভ পন্থ। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁর উপরেই আস্থা রাখতে পারে দল। এবারের মত আগামীতেও হয়ত রিজার্ভ বেঞ্চেই জায়গা হবে সঞ্জু স্যামসনের।
পছন্দের চার নম্বর পজিশন ধরে রাখতে পারেন সূর্যকুমার যাদব। টি-২০ অন্যতম সেরা ক্রিকেটারের কাছে আরও একটা সুযোগ থাকবে দেশকে ট্রফি জেতানোর। ২০২২ ও ২০২৪-এর টুর্নামেন্টে ভালো খেলেছেন তিনি। চাইবেন দুই বছর পরেও ধারাবাহিকতা বজায় রাখতে। অধিনায়ক হার্দিকের (Hardik Pandya) সাথে ফিনিশার হিসেবে থাকতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh)। সদ্যসমাপ্ত টুর্নামেন্টে ট্র্যাভেলিং রিজার্ভ ছিলেন তিনি। আশা করা হচ্ছে ২০২৬-এ মূল স্কোয়াডে থাকার সুযোগ পাবেন উত্তরপ্রদেশের তরুণ। টি-২০ দলে নিজের জায়গা টিকিয়ে রাখতে পারেন অক্ষর প্যাটেল’ও (Axar Patel)। অভিজ্ঞ যুজবেন্দ্র চাহাল বা তরুণ ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনো একজনকে সম্ভবত বেছে নেবেন নির্বাচকেরা। চায়নাম্যান কুলদীপকে দেখা যাবে ঘূর্ণি পিচে মায়াজাল বুনতে। পেস বিভাগ থাকছে অপরিবর্তত। আর্শদীপের সাথে সাথে দেখা যাবে জসপ্রীত জসবীরসিং বুমরাহ’কে।
এক নজরে সম্ভাব্য এগারো-
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর/ যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।
Also Read: T20 World Cup: ট্রফি জিতেও রক্ষা নেই, ভারতীয় খেলোয়াড়দের নামে FIR দায়ের UP পুলিশের !!