টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত (Team India) মাঠে নামছে ৫ জুন। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ এ-র বাকি ম্যাচগুলিতে যথাক্রমে ৯, ১২ ও ১৫ তারিখ টিম ইন্ডিয়া (Team India) মুখোমুখি হবে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার। গ্রুপে প্রথম তিনটি ম্যাচ ভারত খেলবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে তারা উড়ে যাবে ফ্লোরিডা। এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি ভারতীয় দল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দীর্ঘ হয়েছে খরা। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) দ্বিতীয়বার হাতের মুঠোয় ধরার সুযোগ আসে নি গত সতেরো বছরে। অপেক্ষায় ইতি টানতে এবার সর্বস্ব দিতে প্রস্তুত দল।
টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) ফোকাসে রেখে গত দেড় বছর বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। একঝাঁক তরুণ তুর্কিকে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেককেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা যাবে ভারতের নীল জার্সি গায়ে। গত ৩০ এপ্রিল ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত, তাতে অভিজ্ঞতার সাথে গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকেও। আইপিএল মেটার পর একে একে প্রস্তুতি শিবিরে পা রেখেছেন ভারতের মহাতারকারা। মার্কিন মুলুকে আপাতত শিবির চলছে টিম ইন্ডিয়ার (Team India)। ক্রিকেটারদের শরীরী ভাষায় আত্তমবিশ্বাস ফুটে উঠলেও সিঁদুরে মেঘ চোখ এড়াচ্ছে না সমর্থকদের। পূর্বের পরিসংখ্যান চিন্তায় রেখেছে তাঁদের।
Read More: “এইবার পথে এসো…” টি-২০ বিশ্বকাপের আগে কোহলির প্রশংসা করে নেটদুনিয়ার রোষের মুখে অম্বাতি রায়ুডু !!
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভাগ্য সুপ্রসন্ন নয় ভারতের-
গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচই ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ-এ’র যা বিন্যাস তাতে পরবর্তী পর্ব অর্থাৎ সুপার-এইটে পা রাখতে টিম ইন্ডিয়াকে (Team India) বিশেষ কসরত করতে হবে না বলেই মনে করছে ক্রিকেটমহল। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে পারলেই সুপার-এইটের টিকিট কনফার্ম হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু আসল বিপদ লুকিয়ে রয়েছে এরপরেই। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুপার-এইট, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল খেলতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখতে হবে কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইতিপূর্বে বারবার কাঁটার বিছানা দিয়ে স্বাগত জানিয়েছে টিম ইন্ডিয়াকে। এবার ‘মেন ইন ব্লু’র ভাগ্যে কি আছে তা বলতে পারছেন না কেউই।
২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শচীন (Sachin Tendulkar), সৌরভ (Sourav Ganguly), ধোনিদের (MS Dhoni) ‘ড্রিম টিম’-এর দৌড় থেমেছিলো গ্রুপ পর্বেই। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিলো তাদের। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ ভালোভাবেই জানেন তিনি। ২০০৯ সালে ফের একবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরেছিলো ভারত। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে পড়তে হয়েছিলো মুখ থুবড়ে আরও একবার গ্রুপ পর্বেই থেমেছিলো ভারতের রথ। এবার তাই বাইশ গজের লড়াইতে কঠিন প্রতিপক্ষকে সামলানোর পাশাপাশি ইতিহাসের বোঝা চূর্ণ করার চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে রোহিত শর্মার দলের জন্য।
কেমন হতে পারে ভারতের সুপার-এইট সূচি?
এবার নতুন ফর্ম্যাটে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজন করতে চলেছে আইসিসি। গ্রুপ পর্বে টেনিসের ঢঙে প্রতিটি দলকে একটি করে ‘সিড’ বা বাছাই সংখ্যা দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই গ্রুপ পর্ব ও সুপার-এইটের সূচিও বানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের ‘সিডিং’ A1। যদি গ্রুপ শীর্ষে না থেকে দ্বিতীয় হয়েও সুপার-এইটে যায় টিম ইন্ডিয়া, তাতেও এই সংখ্যায় কোনো বদল হবে না। A1 হিসেবেই পরের পর্বে যাবেন রোহিত, কোহলিরা। যদি গ্রুপ পর্বে কোনো বড় অঘটন না ঘটে তাহলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা বা বাংলাদেশের মুখোমুখি সুপার-এইটে হতে পারে ‘মেন ইন ব্লু।’
সুপার-এইট পর্বে তাদের প্রথম ম্যাচ থাকতে পারে সি গ্রুপের দ্বিতীয় বাছাই, অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় সন্ধ্যে ৮টা থেকে বার্বেডোজের মাঠে আয়োজিত হবে খেলাটি। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হতে পারে ডি গ্রুপের দ্বিতীয় বাছাই। অ্যান্টিগাতে ভারতের প্রতিপক্ষ এই ম্যাচে শ্রীলঙ্কা বা বাংলাদেশ হওয়ার সম্ভাবনা। আর তৃতীয় ম্যাচে তাদের বিরুদ্ধে নামতে পারে ২০২১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা বি গ্রুপের দ্বিতীয় বাছাই। সেন্ট লুসিয়াতে ভারতীয় সময় রাত ৮টায় আয়োজিত হবে এই ম্যাচটিও। যদি সুপার-এইটের বাধা টপকাতে পারেন রোহিতরা, তাহলে গায়ানার দ্বিতীয় সেমিফাইনালটিতে সম্ভবত খেলবেন তারা। শেষ চারের যুদ্ধ জিতলে ২৯ জুন বার্বাজোডে রয়েছে ফাইনাল।
এক নজরে সম্ভাব্য সুপার-এইট সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (IST) |
২০/০৬/২০২৪ | ভারত বনাম নিউউজিল্যান্ড* | বার্বাডোজ | রাত ৮টা |
২২/০৬/২০২৪ | ভারত বনাম শ্রীলঙ্কা/বাংলাদেশ* | অ্যান্টিগা | রাত ৮টা |
২৪/০৬/২০২৪ | ভারত বনাম অস্ট্রেলিয়া* | সেন্ট লুসিয়া | রাত ৮টা |
*সম্ভাব্য