আতসকাঁচের নীচে রোহিত শর্মা’র (Rohit Sharma) অধিনায়কত্ব। তাঁর অধীনে মাসখানেক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হেরেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ১২ বছর পর হাতছাড়া হয়েছে কোনো টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া সফরে গিয়েও পড়তে হয়েছে মুখ থুবড়ে। পার্থ-এ প্রথম ম্যাচটি রোহিতের অনুপস্থিতিতে জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ এরপর তিনি দলের সাথে যোগ দেওয়ার পরেই নীচের দিকে নেমেছিলো পারফর্ম্যান্সের গ্রাফ। অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হেরে বর্ডার-গাওস্কর ট্রফিও খুইয়েছে ভারতীয় দল। নেতৃত্ব থেকে রোহিতকে (Rohit Sharma) সরানোর দাবী উঠতে শুরু করেছিলো আগেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় রদবদলের ঝুঁকি নিতে রাজী ছিলো না বিসিসিআই। তবে আইসিসি টুর্নামেন্ট মিটলে যে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোত থেকে সরানো হবে হিটম্যানকে তা কার্যত দিনের আলোর মত পরিষ্কার। অধিনায়ক পদে রোহিতের উত্তরসূরি ইতিমধ্যেই খুঁজে নিয়েছে বোর্ড।
Read More: টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব পাচ্ছেন যশস্বী জয়সওয়াল, কপাল খুলছে কোচ গম্ভীরের সৌজন্যে !!
বুমরাহ ও হার্দিক পাচ্ছেন দায়িত্ব-

বর্তমানে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক পদে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সম্প্রতি পার্থ ও সিডনিতে রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম ‘মাই খেল’-এ প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে লাল বলের ফর্ম্যাটে শীঘ্রই পূর্ণ সময়ের নেতা হিসেবে দায়িত্ব পেতে চলেছেন তিনি। আগামী জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়ার ব্লেজার গায়ে বুমরাহকেই টস করতে নামতে দেখা যাবে বলে মনে করছে ক্রিকেটমহল। যদিও তাঁর চোটপ্রবণতা নিয়ে চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের। দীর্ঘমেয়াদী নেতা হিসেবে বুমরাহ (Jasprit Bumrah) আদর্শ নয় বলেই মত বিসিসিআই-এর অন্দরে। সূত্রের খবর যশস্বী জয়সওয়ালকে এখন থেকে মেজেঘষে আগামীর অধিনায়ক হিসেবে তৈরি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন কোচ গম্ভীর। আপাতত সহ-অধিনায়ক করা হতে পারে তাঁকে।
টি-২০ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন রোহিত (Rohit Sharma)। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে থেকেও হয়ত সরিয়ে দেওয়া হবে তাঁকে। এই মুহূর্তে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু কোচ ও টিম ম্যানেজমেন্টের মতে এখনই নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট পরিণত নন তিনি। ফলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বেছে নেওয়া হতে পারে অধিনায়ক হিসেবে। ২০২৭-এর বিশ্বকাপকে মাথায় রেখেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। নাম না প্রকাশের শর্তে ‘মাই খেল’কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হার্দিক পান্ডিয়াকে প্রথমে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়। যদি সূর্যকুমার যাদব ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ হতে থাকেন তাহলে টি-২০তেও হার্দিককেই দায়িত্ব দেওয়া হবে।”
ট্রফি জয়ের শেষ সুযোগ রোহিতের জন্য-

এগারো বছরের খরা কাটিয়ে গত জুনে ভারতকে আইসিসি ট্রফি উপহার দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর হাত ধরে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের জার্সিতে ট্রফি জয়ের শেষ সুযোগ থাকছে তাঁর সামনে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ সিরিজ জয় আইসিসি প্রতিযোগিতায় নামার আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে রোহিতকে (Rohit Sharma)। আহমেদাবাদে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে তিনি জানিয়েছেন, “আমরা এই সিরিজে কোনো ভুলচুক করি নি। অবশ্যই উন্নতি করার কিছু জায়গা রয়েছে। কিন্তু সেগুলো এখানে বলতে চাই না। এই ধারাবাহিকতাটা বজায় রাখাটাই আমাদের কাজ। সব চ্যাম্পিয়ন দলই প্রতি ম্যাচে উন্নতি করতে চায়। আমাদের দলে নিজের মত খেলার স্বাধীনতা রয়েছে। গত বিশ্বকাপ তার একটা ভালো উদাহরণ। আগামীতেও তেমনটাই করতে চাই।”