জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে টুর্নামেন্ট সম্পূর্ণ রূপে পাড়ি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। চলছে সুপার এইট পর্বের লড়াই। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য মরিয়া লড়াইতে আপাতত ব্যপৃত প্রতিযোগিতার সেরা আট দল। ইতিমধ্যে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। আফগানিস্তানের পর তারা হারিয়েছে বাংলাদেশকেও। প্রথম গ্রুপ থেকে ভারতের সাথে দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া (AUS) সেমিফাইনালে পা রাখবে, এমনটাই মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশকে (BAN) হারিয়ে সুপার এইট পর্বের অভিযান শুরু করে তেমনটা আভাস দিয়েছিলো মিচেল মার্শের দলও। কিন্তু আজ আচমকাই সেন্ট ভিনসেন্টের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের পরাজয় বদলে দিয়েছে ছবিটা। চমকে দেওয়া ফলাফল যেমন ভাসিয়ে রেখেছে আফগানদের (AFG), তেমন অনিশ্চিত করেছে ভারতের ভবিষ্যৎ।
গত বছরের নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলাকালীন অস্ট্রেলিয়াকে হারানোর মোক্ষম সুযোগ পেয়েছিলো আফগানিস্তান। ২৯১ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিলো তারা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেন নি রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিরা। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১* রানের ইনিংসে স্বপ্ন ভেঙেছিলো তাদের। আজ আর সেই ভুলচুক করেন নি নবীন উল হক, গুলবদিন নাইব’রা (Gulbadin Naib)। ১৪৮-এর লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে তাঁরা বেঁধে ফেলেন ১২৭ রানের মধ্যেই। ২১ রানের ব্যবধানে এই জয় এক অসামান্য অভিজ্ঞতা উপহার দিলো আফগান জনতাকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাতের বেলা খেলা হলেও আফগানিস্তানে তখন ভর সকাল। দলে দলে মানুষজন রাস্তায় বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জয়ের পর। অজিদের হারিয়েই থামতে রাজী নয় আফগানিস্তান। তাদের এখন লক্ষ্য সেমিফাইনাল।
Read More: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা ভারতের, রিঙ্কু সিং অধিনায়ক অভিষেক-রিয়ান পরাগ পেলেন এন্ট্রি !!
এখনও সেমিফাইনালে নিশ্চিত নয় কেউই-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের এখন যা পরিস্থিতি তাতে প্রথম গ্রুপ থেকে সেমিফাইনালে প্রায় নিশ্চিত বলা যাচ্ছে ভারতকে (Team India)। তাদের নামের পাশে ইংরেজির Q’ অক্ষরটি অবশ্য এখনও বসিয়ে দেওয়া যাচ্ছে না। তার নেপথ্যে জটিল গাণিতিক সমীকরণ। আজ আফগানিস্তান প্রবলতর প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর যা আরও জটিল হয়েছে। জোড়া হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ, এমনটা বলে দেওয়াই যায়, কিন্তু সেমিফাইনালের দৌড়ে এখনও রয়েছে বাকি তিন দল-ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে ফেভারিট ভারত। তবে এখনও খানিক অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে।
আগামী সোমবার সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। জিতলে কোনো সমস্যা নেই। সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে ‘মেন ইন ব্লু।’ কিন্তু অস্তিত্বসঙ্কটে ভুগতে থাকা অজিরা যদি ভারতকে হারিয়ে দেয় ৪১ রান বা তার বেশী ব্যবধানে, তখন কপালে চিন্তার ভাঁজ পড়বে টিম ম্যানেজমেন্টের। চেয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। মঙ্গলবার ভারতীয় সময় কাকভোরে আয়োজিত হতে চলা এই ম্যাচে যদি টাইগার্সদের আফগান আটালান ৮১ রানের বিশাল ব্যবধানে হারাতে সক্ষম হয়, তাহলে দরজা বন্ধ হলেও হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। সেক্ষেত্রে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া যাবে সেমিফাইনালে। তবে যদি অস্ট্রেলিয়া হারে এবং জয় পায় আফগানিস্তান, তাহলে ছিটকে যাবে ২০২১-এর চ্যাম্পিয়নরা। বাংলাদেশ জিতে গেলে আবার দেখা যাবে নেট রান রেটের সাপ লুডো খেলা।