india-call-up-for-rinku-jadeja-dropped

আজ বড়সড় পরীক্ষার সামনে টিম ইন্ডিয়া (Team India)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে তারা মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (ENG) গায়ানার মাঠে পরাজিত করতে পারলে খেতাবী যুদ্ধে মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকার (SA)। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে চলে গিয়েছে তারা। এখনও অবধি আইসিসি প্রতিযোগিতায় অধিনায়ক হিসেবে একটি ম্যাচেও হারেন নি তাদের অধিনায়ক এইডেন মার্করাম। ২৯ তারিখের ভাবনা তাই শুরু করে দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একইসাথে কুড়ি-বিশের বিশ্বকাপের পরের ভাবনাও এখন থেকেই শুরু করেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আবারও টি-২০ ক্রিকেটে তারুণ্যের জোয়ার আনার কথা ভাবছে তারা। সেই কারণেই বাদ দেওয়া হচ্ছে রবীন্দ্র জাদেজার মত ছন্দে না থাকা সিনিয়র তারকাকে।

Read More: “সবচেয়ে বড় চোকার, নজর না লাগে…” সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই সমাজ মাধ্যমে ট্রোলড টিম ইন্ডিয়া !!

জিম্বাবোয়ে সফরে নেই জাদেজা-

Ravindra Jadeja | Team India | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পরে বেশীদিন বিশ্রাম পাচ্ছে না ভারতীয় দল (Team India)। তারা জুলাই মাসের গোড়াতেই উড়ে যাচ্ছে জিম্বাবোয়ে। ৬ তারিখ থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। হারারের মাঠে আয়োজিত হবে ৫টি ম্যাচ। দিনকয়েক আগেই দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রত্যাশামতই কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’দের বিশ্রাম দেওয়া হয়েছে। একইসাথে দলের বাইরে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), আর্শদীপ সিং-দের মত তারকাদেরও। টি-২০ বিশ্বকাপে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এখনও অবধি তাঁর ঝুলিতে রানসংখ্যা ১৬ ও উইকেটসংখ্যা মাত্র ১। যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের। আন্তর্জাতিক টি-২০তে তাঁর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বিশ্রাম নয়, বরং অফ ফর্মের জন্য জিম্বাবোয়ে সফরের দল থেকে তাঁকে ছঁটেই ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

সুযোগ পেলেন রিঙ্কু সিং-

Rinku Singh | Team India | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মূল স্কোয়াডে জায়গা হয় নি রিঙ্কু সিং-এর (Rinku Singh)। তিনি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রয়েছেন ভারতীয় দলের (Team India) সাথে। সম্ভবত গোটা টুর্নামেন্টই তাঁর কাটবে মাঠের বাইরে বসেই। জুলাইয়ের জিম্বাবোয়ে সফর দিয়ে নীল জার্সিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনিও। রিঙ্কু ছাড়াও দলে ফিরছেন ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই’রা। কুড়ি-বিশের বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মাঠে নামার বিশেষ সুযোগ পান নি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও সঞ্জু স্যামসন। তাঁরা জায়গা পেয়েছেন জিম্বাবোয়ে সফরের দলে। নবাগত নীতিশ কুমার রেড্ডি’কে সুযোগ দিয়েছিলেন নির্বাচকেরা। কিন্তু চোটের কারণে ভারতীয় দলের হয়ে খেলা হচ্ছে না তাঁর। বদলে শিবম দুবে’কে (Shivam Dube) যুক্ত করা হয়েছে স্কোয়াডে। এছাড়াও প্রথম বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলার সুযোগ আসতে পারে রিয়ান পরাগ, ধ্রুব জুড়েলদের মত তরুণদের সামনে।

অধিনায়ক শুভমান গিল-

Shubman Gill | Team India | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

৬ জুলাই থেকে শুরু হতে চলা ভারত বনাম জিম্বাবোয়ে (IND vs ZIM) সিরিজের দল নির্বাচনে চমক দিয়েছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সরে যাওয়ার পর নতুন কোচ যে দায়িত্ব সামলাবেন টিম ইন্ডিয়ার (Team India), তা স্পষ্ট ছিলো আগেই। এবার নতুন অধিনায়কও দেখা যাবে ‘মেন ইন ব্লু’র। দেশের দ্বাদশতম টি-২০ ক্যাপ্টেন হিসেবে মাঠে নামতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। আগে দলের অধিনায়কত্ব করেছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি স্কোয়াডে থাকা সত্ত্বেও শুভমানকেই (Shubman Gill)বেছে নেওয়া হয়েছে নেতা হিসেবে। এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের দায়িত্ব সামলেছেন শুভমান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই তাঁর। শেভ্রনদের বিরুদ্ধে কেমন ভাবে দল পরিচালনা করেন তিনি সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে ক্রিকেটজনতার। পরীক্ষায় উত্তীর্ণ হতে মুখিয়ে থাকবেন পাঞ্জাবের তরুণও।

Also Read: T20 World Cup, IND vs ENG, Dream 11 Prediction in Bengali: ধুন্ধুমার সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, ফ্যান্টাসি ক্রিকেটের সুলুকসন্ধান পান এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *