IND vs ZIM

IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও পরপর দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। সিরিজ জয়ের হাতছানি ছিলো ভারতের সামনে। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে চতুর্থ ম্যাচ জিততে পারলে সহজেই প্রতিপক্ষের ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ (IND vs ZIM) জয়ের কৃতিত্ব অর্জন করতে পারত দল। সুযোগ হাতছাড়া করলো না তরুণ ‘মেন ইন ব্লু।’ জিম্বাবুয়েকে ১০ উইকেটের ব্যবধানে চূর্ণ করে ট্রফিতে নিজেদের নাম খোদাই করে নিলো তারা। প্রথম ম্যাচে হারের পর বিস্তর সমালোচনা হয়েছিলো নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে। কোহলি-রোহিতদের (Rohit Sharma) বিদায় জানাতে আদৌ ভারত তৈরি কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই সব প্রশ্নের জবাব আজ দিয়ে দিলেন শুভমান, অভিষেক, যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)।

Read More: “এদের দ্বারা হবে না…” জিম্বাবুয়ের বিরুদ্ধে ফিল্ডিং ব্যর্থতার পর সমাজ মাধ্যমে ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !!

আগের তিন ম্যাচেই প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছিলো। তা সত্ত্বেও আজ টসে জিতে ঝুঁকি নেওয়ার কথা ভেবেছিলেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম বোলিং নেন তিনি। উইকেট তুলতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। জিম্বাবুয়ের দুই ওপেনার চমকপ্রদ খেলছিলেন শুরুতে। তবুও হাল ছাড়ে নি দল। ‘শুভমানের নেতৃত্বে দলটার মরিয়া মনোভাব নজর কেড়েছে’ অধিনায়ক ও তাঁর সতীর্থদের প্রশংসা করে বলতে শোনা গিয়েছে এক অনুরাগীকে। শেষমেশ নবম ওভারে আসে সাফল্য। ওয়েসলি মাধেবেরে (Wessley Madhevere) ও তাদিনাওয়াসে মুরুমানি ছাড়াও ভালো ব্যাটিং করেন সিকান্দার রাজা। ২৮ বলে ৪৬ করেন তিনি। ‘আজও ও বুঝিয়ে দিলো যে জিম্বাবুয়ে ক্রিকেটের ও’ই সিকান্দার, ও’ই রাজা’ অধিনায়কের প্রশংসা শোনা গিয়েছে সমর্থকের মুখে।

১৫৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো ভারত। মারমুখী মেজাজে শুরুটা করতে দেখা যায় শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। প্রথম ওভারেই আসে ১৫। শেভ্রনদের চ্যালেঞ্জ যে দানা বাঁধবে না তা পাওয়ার প্লে’তে বুঝিয়ে দিয়েছিলেন দুজনে। যশস্বীর ঝোড়ো ব্যাটিং-এ মোহিত নেটজনতা। ‘বিশ্বকাপে মাঠে নামার সুযোগ না পাওয়ার জ্বালাটা আজ মেটালো ও’ লিখেছেন এক নেটিজেন। ‘ভারতের ভবিষ্যৎ যশস্বীর হাতেই উজ্জ্বল’ লিখেছেন আরও একজন। ‘আগ্রাসন আর ক্লাসের এমন মিশেল বড় একটা দেখা যায় না’ মন্তব্য আরও একজনের। আজ ৫৩ বলে ৯৩ করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে সাবলীল শুভমান’ও। টানা দ্বিতীয় অর্ধশতক তাঁর। ‘শিল্পী ব্যাটার যদি এই মুহূর্তে কেউ থাকেন তো সেটা শুভমান’ বড় প্রশংসা জুটেছে তাঁর। ৩-১ ফলে সিরিজ (IND vs ZIM) পকেটে ভরার পর নেটদুনিয়া সোচ্চারে বলছে, ‘বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী প্রজন্মও তৈরি।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ZIM, 4th T20i: ব্যাট হাতে লড়াই রাজা-মারুমানি’র, সিরিজ জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১৫৩ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *