IND vs ZIM

IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ সিরিজের (IND vs ZIM) চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। গত তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত এগিয়ে রয়েছে তারা। আজ জিতলে সিরিজ চলে আসবে হাতের মুঠোয়। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলের লক্ষ্য এখন সেটাই। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টসভাগ্য আজও সুপ্রসন্ন হলো ভারতের। টানা চতুর্থ ম্যাচে মুদ্রা পড়লো কার্যনির্বাহী অধিনায়ক শুভমান গিলের পক্ষে। গত তিনটি ম্যাচেই প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে, তা সত্ত্বেও আজ ঝুঁকি নেওয়ার পথে হেঁটেছে ‘মেন ইন ব্লু।’ প্রথম বোলিং বেছে নিয়েছে তারা। থিঙ্কট্যাঙ্ক খলিল, আবেশদের (Avesh Khan) উপর আস্থা দেখালেও এখনও পর্যন্ত উইকেট এনে দিতে পারেন নি তাঁরা।

Read More: IND vs ZIM, 4th T20i 2024 Toss Report in Bengali: টস জিতলো ইন্ডিয়া, প্রথমবার ৫ জন ওপেনার নিয়ে মাঠে নামছে শুভমান গিল !!

সিরিজের (IND vs ZIM) গত তিনটি ম্যাচেই ব্যাট হাতে বিশেষ সুবিধা করে উঠতে পারে নি জিম্বাবুয়ে (ZIM)। যে ম্যাচটিতে তারা জিতেছে তাতেও ব্যাটারদের চেয়ে অবদান অনেক বেশী বোলিং ব্রিগেডের। অস্তিত্বরক্ষার লড়াইতে টিকে থাকতে গেলে আজ ভারতের বিরুদ্ধে যে বড় রান তুলতে হবে তা বুঝেই আজ মাঠে নেমেছে শেভ্রনরা। তাঁদের ব্যাটিং-এর মধ্যেও দেখা গেলো সেই পরিকল্পনারই ছাপ। অহেতুক তাড়াহুড়ো করেন নি দুই ওপেনার ওয়েসলি মাধেবেরে (Wessley Madhevere) ও তাদিওয়ানাশে মারুমানি (Tadiwanase Marumani)। প্রথম ওভারে একটি বাউন্ডারি আসে মাধেবেরের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে অভিষেককারী তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) উপর চড়াও হন তিনি। ছিনিয়ে নেন আরও দুটি বাউন্ডারি। তৃতীয় ওভারে শেভ্রন ওপেনাররা পেলেন ভাগ্যের সহায়তাও।

ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক শুভমান বল তুলে দিয়েছিলেন খলিল আহমেদের (Khaleel Ahmed) হাতে। বাম হাতি পেসারের তৃতীয় ডেলিভারিটি আছড়ে পড়েছিলো মারুমানি’র প্যাডে। আউটের জন্য আপিল করেছিলো ভারত, কিন্তু সম্মতি দেন নি আম্পায়ার। ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে গড়িয়ে গিয়েছিলো বল’টি। নন-স্ট্রাইকার প্রান্তে উইকেট অরক্ষিত দেখে তা হঠাৎ’ই ছুঁড়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু সঠিক লক্ষ্যে আঘাত করা তো দূর বরং স্টাম্পের অনেক দূর দিয়ে যায় বলটি। যশস্বীর থ্রো’র জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বিনা বাধায় তা পৌঁছে যায় বাউন্ডারিতে। যেখানে ১টি মাত্র লেগ-বাই যুক্ত হওয়ার কথা ছিলো জিম্বাবুয়ে স্কোরবোর্ডে, সেখানে যুক্ত হলো পাঁচটি রান। ‘বেহিসেবি’ যশস্বী সুবিধা করে দিলেন প্রতিপক্ষকে।

দেখে নিন ভিডিও-

Also Read: “বাহানা চলবে না…” সাফ কথা গম্ভীরের, কড়া অনুশাসনে টিম ইন্ডিয়াকে বাঁধতে চান নয়া কোচ !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *