IND vs ZIM, 5th T20i: অর্ধশতক সঞ্জু স্যামসনের, পঞ্চম টি-২০তে জিম্বাবুয়ের সামনে ১৬৮ রানের লক্ষ্য রাখলো ভারত !! 1

IND vs ZIM: গতকালই জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ (IND vs ZIM) জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাই খাতায়-কলমে আজকের ম্যাচ নিয়মরক্ষার। তবুও ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু’র ইয়ং ব্রিগেড। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া শেভ্রনরা ভারতের ‘অনভিজ্ঞ’ স্কোয়াডের বিরুদ্ধেও সিরিজ খুইয়ে বেশ ব্যাকফুটে। সিকান্দার রাজা (Sikandar Raza), ওয়েসলি মাধেবেরেরা আজ মাঠে নেমেছেন ব্যবধান কমানোর সান্ত্বনাটুকু অর্জনের লক্ষ্য নিয়ে। জয়-পরাজয়ে সিরিজের ভাগ্য নির্ধারণ না হলেও একাধিক কারণে তাই আজ জমজমাট লড়াই প্রত্যাশা করছে ক্রিকেটমহল। গত চার ম্যাচে টানা টস জিতেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। আজ উলটো ছবি দেখা গেলো হারারের মাঠে। মুদ্রা পড়লো সিকান্দার রাজার পক্ষে। প্রথম বোলিং বেছে নেন তিনি।

গত ম্যাচে ১৫৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ অবশ্য বেশীদূর এগোতে পারেন নি তাঁরা। অধিনায়ক রাজা’র বলেই ফাটল ধরে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে। অল্প সময়ের মধ্যেই টপ অর্ডারের তিন তরুণ-যশস্বী, শুভমান ও অভিষেক শর্মা (Abhishek Sharma) ফেরেন সাজঘরে। ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারানো ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রিয়ান পরাগ (Riyan Parag)। রাজস্থান রয়্যালসের হয়ে জুটি বেঁধে বেশ কয়েকবার বড় স্কোর করেছেন তাঁরা। আজ জাতীয় দলের জার্সিতেও দেখা গেলো সেই পার্টনারশিপ। রিয়ান আউট হলেও অর্ধশতক সম্পূর্ণ করেন স্যামসন। ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন শিবম দুবে ও রিঙ্কু সিং। শেষমেশ ২০ ওভার শেষে টিম ইন্ডিয়া থামলো ৬ উইকেটের ব্যবধানে ১৬৭ রানে।

Read More: “মান টা বাঁচালো…” জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্মানজনক স্কোর বানিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং সঞ্জু স্যামসন !!

রান পেলো না টপ-অর্ডার-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

চলতি ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজে নানা সময় জ্বলে উঠতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার টপ-অর্ডারকে। গত দুটি ম্যাচে অর্ধশতক ছিলো ওপেনার শুভমান গিলের। গতকালই ধুন্ধুমার ৯৩* রান করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এর আগে শতরান করতে দেখা গিয়েছিলো অভিষেক শর্মা’কেও। তবে আজ তিনজনই হতাশ করলেন। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বড় রানের আশা জাগিয়েছিলেন যশস্বী, কিন্তু এগোতে পারলেন না বেশী দূর। মাত্র ১২ রান করেই শিকার হন সিকান্দার রাজা’র (Sikandar Raza)। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাম হাতি ওপেনার। ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।

এরপর তিনে নেমেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুই পাঞ্জাব তনয়ের জুটিও টিম ইন্ডিয়াকে শক্তপোক্ত ভিতের উপর দাঁড় করাতে পারে নি আজ। ১১ বলে ১৪ করেই ব্লেসিং মুজারাবানির শিকার হন অভিষেক। অধিনায়ক শুভমানের (Shubman Gill) ইনিংস সংক্ষিপ্ত হলো এনগারাভার সৌজন্যে। ক্রিজে শুরু থেকেই সাবলীল ছিলেন না তিনি। শেষমেশ ১৪ বল খেলে মাত্র ১৩ করেই আউট হন। ক্যাচ তুলে দেন সিকান্দার রাজা’র হাতে। ৪০ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে বসেছিলো ভারত। পাওয়ার প্লে’তে আজ দাপট দেখালেন জিম্বাবুয়ের বোলাররাই। ৬ ওভারে ৪৪ রানের বেশী স্কোরবোর্ডে তুলতে পারে নি ভারতীয় তরুণ ব্রিগেড।

ত্রাতা হয়ে উঠলেন সঞ্জু স্যামসন-

Sanju Samson | IND vs ZIM | Image: Getty Images
Sanju Samson | IND vs ZIM | Image: Getty Images

কঠিন পরিস্থিতিতে আজ ব্যাট হাতে টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠতে দেখা গেলো সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ঋতুরাজ গায়কোয়াড় না খেলায় আজ চার নম্বরে তাঁকে পাঠানো হয়েছিলো ব্যাটিং-এর জন্য। প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণের আস্থার দাম দিলেন সঞ্জু। তরুণ রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ভারতীয় ইনিংসকে পুনর্গঠনের কাজে লাগেন তিনি। এক প্রান্তে আগলে ছিলেন রিয়ান (Riyan Parag), অপর প্রান্তে রানের গতি বাড়াতে দেখা গেলো সঞ্জুকে। কেরিয়ারের দ্বিতীয় টি-২০ অর্ধশতক আজ এলো তাঁর ব্যাট থেকে। ব্লেসিং মুজারাবানির বলে উইকেট হারানোর আগে ৪৫ বলে ৫৮ রান করে যান তিনি। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। অভিষেক সিরিজে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেন রিয়ান পরাগ। আগের দুই ম্যাচে রান পান নি। আজ ফিরলেন ২২ করে।

ডেথ ওভারে ভারতের রানের গতি বাড়ালেন শিবম দুবে (Shivam Dube) ও রিঙ্কু সিং (Rinku Singh)। ২টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ভালোই এগোচ্ছিলেন বিশ্বকাপজয়ী দলের তারকা অলরাউন্ডার শিবম, কিন্তু ভুল বোঝাবুঝিতে রান-আউট হতে হলো তাঁকে। ১২ বলে ২৬ করেন তিনি। ইনিংসের শেষ দুই বলে ১০ রান যোগ করে দল’কে ১৬৭তে পৌঁছে দেন রিঙ্কু সিং। ৯ বলে অপরাজিত থাকেন ১১ রান করে। জিম্বাবুয়ের সফলতম বোলার আজ নিঃসন্দেহে ব্লেসিং মুজারাবানি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ২টি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন তিনি। অন্যদিকে ১টি করে উইকেট পেয়েছেন ব্র্যান্ডন মাভুতা, সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভার ঝুলিতে।

Also Read: IND vs ZIM: “এমন ক্যাপ্টেন চাই না…” শুভমানকে নিশানা নেটদুনিয়ার, জয়সওয়ালের সাথে দুর্ব্যবহার করায় জুটলো ‘স্বার্থপর’ তকমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *