ind-vs-zim-fans-upset-over-indias-loss

IND vs ZIM: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ট্রফি জয়ের এক সপ্তাহ সম্পূর্ণ হয়েছে আজ। দেশের ক্রিকেটজনতার মন থেকে উৎসবের রেশ কাটে নি এখনও। কিন্তু এর মধ্যেই বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হলো টিম ইন্ডিয়াকে (Team India)। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরে বসলো দল। এর আগে ৮ সাক্ষাতে ছয়টি ম্যাচে জয়ের নজির ছিলো ভারতের। মাত্র ২টি জয় ছিলো শেভ্রনদের। আজ নিজেদের ঘরের মাঠে তৃতীয় জয়টি ছিনিয়ে নিলো তারা। দিনের শুরুটা ভালোই করেছিলো ভারতীয় দল। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন। কিন্তু রান তাড়া করতে নেমেই ঘোর দুর্বিপাকে পড়তে হলো শুভমান ও তাঁর সতীর্থদের। মাত্র ১১৬ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে না পেরে সিরিজে পিছিয়ে পড়তে হলো ১-০ ফলে।

Read More: IND vs ZIM: “দুঃস্বপ্নের অভিষেক…” প্রথম ম্যাচেই ডাহা ফেল তরুণ তুর্কি, পড়লেন সমাজমাধ্যমের নিশানায় !!

বিশ্বজয়ী স্কোয়াডের কেউই নেই ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজে। তবুও অভিজ্ঞতার অভাব ছিলো না টিম ইন্ডিয়ার। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), শুভমান গিলের মত আন্তর্জাতিক আঙিনার সাথে সম্যক পরিচয় থাকা তারকারা ছিলেন। একাদশে রাখা হয়েছিলো রিঙ্কু সিং-কে (Rinku Singh)। কিন্তু কিছুই যথেষ্ট হলো না আজ। ইনিংসের শুরুতেই যখন অভিষেক শর্মা (Abhishek Sharma) ০ করে সাজঘরে ফেরেন, তখনই আশঙ্কার কালো মেঘ দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। এরপর একে একে ঋতুরাজ, রিঙ্কু (Rinku Singh), রিয়ান পরাগ-বাইশ গজ থেকে দ্রুত ডাগ-আউটের দিকে পা বাড়িয়েছিলেন প্রত্যেকেই। একা লড়াই চালিয়ে যান শুভমান গিল। কিন্তু তিনিও ব্যক্তিগত ৩১ রান করে উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি দলের পক্ষে।

আজ একসাথে তিন জন’কে ভারতের টুপি তুলে দেওয়া হয়। রিয়ান পরাগ (Riyan Parag), অভিষেক শর্মা ও ধ্রুব জুড়েল-ব্যর্থ তিনজনই। অভিষেক ০, রিয়ান ২ ও ধ্রুব করেন ৭। ‘আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, সেই ধারণাটা আশা করি এবার হলো’ লিখেছেন একজন। একই সাথে ব্যাটিং ব্যর্থতা আশঙ্কার জন্ম দিয়েছে ভারতীয় সমর্থকদের মধ্যে। ‘বিরাট-রোহিত তো অবসর নিয়ে নিলেন, কিন্তু আমাদের হাতে তাঁদের বিকল্প কি আদৌ মজুত রয়েছেন?’ প্রশ্ন তুলতে দেখা গেলো অনেকেকেই। কঠিন পরিস্থিতিতে বাহবা কুড়িয়েছেন শুভমান। ‘একা কুম্ভ হয়ে লড়ে নিজের ক্লাস বোঝালো ও’ মন্তব্য একজনের। শেষ বেলায় লড়ে গেলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। করলেন ২৭ রান। ম্যাচ জেতাতে না পারলেও তাঁর প্রচেষ্টার তারিফ করেছেন সকলে। ‘ওয়াশিংটনের আরও সুযোগ প্রাপ্য’ লিখেছেন একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM 1st T20i: হারারেতে হুঙ্কার তরুণ ভারতের, বিষ্ণোইয়ের ঘূর্ণিতে মাত্র ১১৫ রানেই থামতে হলো জিম্বাবুয়ে’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *