IND vs ZIM

IND vs ZIM: সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিলো গতকালই। জিম্বাবুয়ের (ZIM) বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জিতে নিয়েছিলো ভারতের তরুণ ব্রিগেড। পকেটে পুরে নিয়েছিলো ট্রফি। আজকের ম্যাচ খাতায়-কলমে ছিলো কেবলই নিয়মরক্ষার। কিন্তু সেখানেও যে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয় টিম ইন্ডিয়া (Team India), তার প্রমাণ মিললো হারারে স্পোর্টস ক্লাবের বাইশ গজে। ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং- তিন বিভাগেই প্রতিপক্ষকে পিছনে ফেলে আরও একটি ম্যাচে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই সিরিজ (IND vs ZIM) জিতে নিলো ৪-১ ফলাফলে। প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। সাফল্য এনে দিয়েই মাঠ ছাড়লেন তিনি।

Read More: CT 2025: শুধুমাত্র ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়া নিয়ে দ্বিধা আফগানিস্তানেরও !!

আজ টসের মুদ্রা পড়েছিলো জিম্বাবুয়ের পক্ষে। এই সিরিজে (IND vs ZIM) প্রথমবার। তারা ভারতকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। প্রথম বৈধ ডেলিভারিটি সম্পূর্ণ হওয়ার আগে ১৩ রান তুলে নিয়েছিলো ভারত। নয়া রেকর্ড নিয়ে গুঞ্জন শোনা গেলো নেটদুনিয়ায়। তবে তার পরেও শুরুটা ভালো হয়েছিলো হোম টিমেরই। গত ম্যাচে রান পাওয়া যশস্বী জয়সওয়াল, শুভমান গিল দ্রুত ফিরেছিলেন সাজঘরে। এমজকি দ্বিতীয় ম্যাচে শতরান করা অভিষেক শর্মা’ও রান পান নি। ৪০ রানে ৩ উইকেট হারানোর পরেও হাল ছাড়ে নি ‘মেন ইন ব্লু।’ আজ ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ায় সঞ্জু স্যামসন। কেরলের ক্রিকেটার টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পান নি। আজ করলেন অনবদ্য অর্ধশতক। ‘সঞ্জু নিয়মিত সুযোগ পেলে কামাল করতে পারে, প্রমাণ হলো আজও’ লিখেছেন একজন। শিবম দুবের ঝোড়ো ক্যামিও ভারতকে পৌঁছে দেয় ১৬৭তে।

রান তাড়া করতে নেমে মুকেশ কুমারের ওপেনিং স্পেলের আগুনেই ঝলিসে গিয়েছিলো জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেবেরে, ব্রায়ান বেনেটদের ক্রিজে থিতু হতেই দেন নি বাংলার পেসার। ‘মুকেশ ম্যাকগ্রা’ মিমে ছয়লাপ হয়েছে নেটদুনিয়া। তাঁর বোলিং-এর লাইন-লেন্থের প্রশংসাও করতে শোনা গিয়েছে অনেক নেটিজেনকেই। তাদিনাওয়াসে মুরুমানি ও ডিওন মায়ার্স জুটি বেঁধে লড়াইতে ফিরিয়েছিলেন শেভ্রনদের, কিন্তু জয়ের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট করেন ওয়াশিংটন সুন্দর। ফেরান মুরুমানি’কে। ‘জাদেজার বিকল্প হিসেবে নিয়মিত খেলুন সুন্দর’ মন্তব্য এক নেটনাগরিকের। লোয়ার অর্ডারে ফরাজ আক্রম ১৩ বলে ২৭ করলেও তা চিন্তার ভাঁজ ফেলতে পারে নি ভারতীয় ক্রিকেটারদের কপালে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে আরও ২ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ করেন মুকেশ। ২২ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে এনে দেন দাপুটে জয়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM, 5th T20i: অর্ধশতক সঞ্জু স্যামসনের, পঞ্চম টি-২০তে জিম্বাবুয়ের সামনে ১৬৮ রানের লক্ষ্য রাখলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *