IND vs ZIM: ঠিক এক সপ্তাহ আগে টি-২০ ক্রিকেটে বিশ্বসেরার তকমাটা আদায় করে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। তার রেশ কাটার আগেই মাঠে ফিরেছে তারা। কুড়ি-বিশের ম্যাচে আজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে (IND vs ZIM)। বিশ্বজয়ী স্কোয়াডকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। পরিবর্তে ভারতের নীল জার্সিতে আজ তারুণ্যের সমারোহ। একঝাঁক নতুন মুখ’কে জায়গা দিয়েছেন নির্বাচকেরা। আজ হারারেতে একসাথে জাতীয় দলে অভিষেক হয়েছে রিয়ান পরাগ (Riyan Parag), অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ধ্রুব জুড়েলের। অধিনায়ক হিসেবে আজ অভিষেক শুভমান গিলেরও (Shubman Gill)। দেশের দ্বাদশ টি-২০ ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন তিনি। টসভাগ্যও সুপ্রসন্ন হয়েছে তাঁর। প্রথমে বোলিং বেছে নেন শুভমান। তারকারা না থাকলেও ধারে-ভারে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতই যে এগিয়ে, তা বুঝিয়ে দিলেন আবেশ, ওয়াশিংটন’রা।
দ্বিতীয় ওভারেই ইনোসেন্ট কাইয়াকে (Innocent Kaia) ফিরিয়ে প্রথম আঘাত হেনেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। এরপর ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে জিম্বাবুয়ের। ওয়েসলি মাধেবেরে, ব্রায়ান বেনেট’রা চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু সুবিধা করে উঠতে পারেন নি বিশেষ। ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই ব্যাকফুটে থাকতে হয় তাঁদের। নজর ছিলো সিকান্দার রাজা’র (Sikandar Raza) দিকে। এই সিরিজের জন্য পাক বংশোদ্ভূত অলরাউন্ডারকে অধিনায়ক বেছে নিয়েছিলো শেভ্রন’রা। কিন্তু আগ্রাসী টিম ইন্ডিয়ার বিপক্ষে এঁটে উঠতে পারেন নি তিনিও। ডিওন মায়ার্স (Dion Myers) ফেরার পর থেকেই দুর্দশা আরও প্রকট হয় জিম্বাবুয়ের। বিষ্ণোই, ওয়াশিংটনের সামনে নাস্তানাবুদ হয়ে তাদের ইনিংস থামে ৯ উইকেটের বিনিময়ে ১১৫ রানেই।
Read More: IND vs ZIM, 1ST T20i Toss Report in Bengali: টস জিতলো টিম ইন্ডিয়া, ম্যাচ জিততে জিম্বাবুয়ে দলে এন্ট্রি নিলেন এই স্টার তারকা !!
মুখ থুবড়ে পড়লো শেভ্রন ব্যাটিং-
প্রথম ওভার থেকে আসে ৬ রান। খলিল আহমেদকে ভালোই সামলে দিয়েছিলেন ওয়েসলি মাধেবেরে (Wassley Madhevere)। কিন্তু বিপত্তি হয় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। মুকেশ কুমারের বিরুদ্ধে ড্রাইভ মারতে চেয়েছিলেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। তাঁর ব্যাটের ভিতরের দিকে লেগে বল আছড়ে পড়ে লেগস্টাম্পে। প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর আশার আলো দেখিয়েছিলেন ব্রায়ান বেনেট (Brain Bennett)। বছর ২০’র ব্যাটার শুরুটাই করেন চার মেরে। এরপর ওয়েসলি মাধেবেরের সাথে ছোট একটি জুটিও তৈরি করেন তিনি। এগোচ্ছিলেন ভালোই। কিন্তু বাধ সাধলেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। পাওয়ার প্লে’র মধ্যেই তরুণ স্পিনারের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক গিল। নিরাশ করেন নি তিনি। স্পেলের প্রথম বলেই বোল্ড করেন বেনেট’কে। ১৫ বলে ২৩ করে থামেন তিনি।
ইনিংসের অষ্টম ওভারে ওয়েসলি মাধবেরে’র উইকেটও তুলে নেন বিষ্ণোই। স্লগ স্যুইপ করতে গিয়ে বলের সম্পূর্ণ লাইন ‘মিস’ করেছিলেন তিনি। বোল্ড হন ২২ বলে ২১ করে। ভারতের বিরুদ্ধে জিম্বাবুয়ের আশা বেঁচে ছিলো সিকান্দার রাজা’র (Sikandar Raza) ব্যাটে। আজ ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরেই। ক্রিজে সময় নিয়েছিলেন থিতু হওয়ার। আবেশ খান’কে একটি ছক্কা’ও মারেন তিনি। যদিও দ্বৈরথে শেষ হাসি হাসেন আবেশই (Avesh Khan)। ১২তম ওভারের পঞ্চম বলে তিনি ফেরান শেভ্রন অধিনায়ককে। ১৯ বলে ১৭ করেন তিনি। এরপর আয়োজক দেশের উপর চাপ বাড়ে গোল্ডেন ডাক করে জোনাথন ক্যাম্পবেল ফেরায়। চেষ্টা চালাচ্ছিলেন ডিওন মায়ার্স (Dion Myers)। কিন্তু ২২ বলে ২৩ করে তিনিও ওয়াশিংটন সুন্দরের শিকার হওয়ায় সমস্যার পাহাড় ভেঙে পড়ে জিম্বাবুয়ের উপর।
বিষ্ণোই-ওয়াশিংটন জুটি এগিয়ে দিলো ভারতকে-
৮৯ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়েছিলো জিম্বাবুয়ে (ZIM)। যেভাবে এগোচ্ছিলো তাদের ইনিংস, তাতে ১০০ স্কোরবোর্ডে উঠবে কিনা একটা সময় সন্দেহ দেখা গিয়েছিলো তা নিয়েও। ওয়েলিংটন মাসাকাদজা (Wellington Masakadza) ০, লুক জংওয়ে ১, ব্লেসিং মুজারাবানি ০ করে ফেরেন সাজঘরে। হারারে স্পোর্টস ক্লাবের বাইশ গজে কঠিন লড়াইকে দলের স্কোর তিন অঙ্ক অবধি শেষমেশ পৌঁছে দেন ক্লাইভ মাডান্ডে (Clive Madande)। উইকেটরক্ষক-ব্যাটার করেন লড়াকু ২৯ রান। ৯ বল খেলে ০* করে এক প্রান্ত আগলে রেখে মাডান্ডাকে যথাসাধ্য সাহায্য করলেন তেন্ডাই ছাতারাও (Tendai Chatara)। জুটিতে যোগ হলো ২৫টি বহুমূল্য রান।
প্রায় আনকোরা এক বোলিং লাইন আপ নিয়ে মাঠে নেমেছিলো আজ টিম ইন্ডিয়া (Team India)। জিম্বাবুয়ের (IND vs ZIM) বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেলো তাঁদের। বিশেষ করে নজর কাড়লেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ভারতীয় লেগ স্পিনের ভবিষ্যৎ বলা হচ্ছে তাঁকে। আজ হারারেতে দক্ষতার প্রমাণ দিলেন। প্রথম স্পেলে দুটি ও দ্বিতীয় স্পেলে দুটি উইকেট নেন। মোট ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে জমা হলো ৪টি উইকেট। এছাড়া জোড়া উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর’ও (Washington Sundar)। জাদেজার অবসরের পর তাঁর শূন্যস্থান ভরাট করতে তিনি যে প্রস্তুত তা আজ বোঝালেন তামিলনাড়ুর অলরাউন্ডার। ভারতের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন আবেশ খান ও মুকেশ কুমার (Mukesh Kumar)। সাফল্য অধরা থেকেছে অভিষেক শর্মা ও খলিল আহমেদের।
Also Read: “মাথায় নিশ্চয় গন্ডগোল রয়েছে…” সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে ট্রোলের শিকার নাজমুল হাসান পাপন !!