IND vs ZIM: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে টিম ইন্ডিয়া (Team India)। ২৭ তারিখ রাতে ইংল্যান্ডকে হারাতে পারলেই তৃতীয়বারের জন্য কুড়ি-বিশের বিশ্বকাপের খেতাবী ম্যাচে জায়গা করে নিতে পারবে ‘মেন ইন ব্লু।’ আপাতত সকলের ফোকাস রয়েছে সেই দিকেই। তবে বিশ্বকাপ মিটলেও ক্রিকেট থেকে দূরে থাকছে না দল। আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ের (IND vs ZIM) বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে পাঠানো হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মত সিনিয়রদের। বদলে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং-দেরও দেখা যাবে মাঠে। তারুণ্যেই আস্থা রেখেছেন নির্বাচকেরা। জায়গা দিয়েছেন অনেক নবীন প্রতিভাকে। তবে তাঁদের মধ্যে হর্ষিত রাণা’র নাম না থাকায় অবাক ক্রিকেটমহল।
Read More: T20 World Cup: ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান, বাংলাদেশ হারায় বিদায় অস্ট্রেলিয়ার !!
জাতীয় দলে জায়গা হলো না হর্ষিতের-
২০২৪-এর আইপিএলে (IPL) বল হাতে যে ক’জন তরুণ তুর্কি নজর কেড়েছেন তাঁদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন হর্ষিত রাণা (Harshit Rana)। চাপের মুখেও তাঁর বরফশীতল মস্তিষ্কের প্রমাণ বারবার দিয়েছেন দিল্লীর তরুণ। মরসুমের প্রথম ম্যাচেই ইডেনের বাইশ গজে ক্রমেই ধ্বংসাত্মক হয়ে ওঠা হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen) রুখে দিয়ে নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপরও যত মরসুম এগিয়েছেন ততই ঘাতক হয়ে উঠেছেন তিনি। গতির সাথে আগ্রাসন মিশিয়ে চাপে ফেলেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। এবারের আইপিএলে সেরা বোলিং লাইন-আপ নিঃসন্দেহে কলকাতা’র। তাদের ৫ বোলার ১৫ বা তার বেশী উইকেট পেয়েছেন। তাঁদের মধ্যে হর্ষিত’ও (Harshit Rana) একজন। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলদের ছাপিয়ে দলের সফলতম পেসার তিনিই। পেয়েছেন ১৩ ম্যাচে ১৯ উইকেট।
নাইট রাইডার্স (KKR) জার্সিতে তাঁর আইপিএল জয়ের পর অনেকেই ভেবেছিলেন যে জিম্বাবোয়ে (IND vs ZIM) সফরেই সিনিয়র জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যায় নি। গতকাল শেভ্রনদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের জন্য যে দল ঘোষণা করেছেন অজিত আগরকাররা, সেখানে নেই হর্ষিত রাণা। পারফর্ম্যান্স নয় এই বাদ পড়ার পিছনে রয়েছে অন্য কারণ, মত অনুরাগীদের। আইপিএলে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে রাণা’র আগ্রাসী উদ্যাপন বিতর্ক বাড়িয়েছিলো। প্রতিপক্ষ ব্যাটারের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছোঁড়ার অপরাধে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক ম্যাচ নির্বাসিত হতে হয় তাঁকে। বোর্ড যে এহেন আচরণ পছন্দ করে নি, তা স্পষ্ট শাস্তির বহর থেকেই। অনেকে মনে করছেন আইপিএল মিটে গেলেও নরম হয় নি বিসিসিআই। ইডেনের সেই আগ্রাসী উদ্যাপনই টিম ইন্ডিয়া থেকে দূরে রেখেছে হর্ষিতকে।
সুযোগ পেলেন তুষার দেশপাণ্ডে-
কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রাণা (Harshit Rana) জিম্বাবোয়ে সফরের দলে জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। সিএসকে এবার আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে না পারলেও নজর কেড়েছেন তুষার। পেসারের অভাবে দীর্ঘ সময় ভুগতে হয়েছিলো মহেন্দ্র সিং ধোনিদের। শার্দুল ঠাকুর ছন্দে ছিলেন না। চোট-আঘাতে জর্জরিত ছিলেন দীপক চাহার (Deepak Chahar)। বাংলাদেশের মুস্তাফিজুর প্রথম দিকে ভালো পারফর্ম করলেও পরে জাতীয় দলের ডাকে দেশে ফিরে যান। এই কঠিন পরিস্থিতিতে প্রায় একার কাঁধে তুষারকে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের দলের পেস বিভাগকে টেনে নিয়ে যেতে। তিনি ১৩ ম্যাচে পেয়েছেন ১৭ উইকেট। নতুন বল হাতে তাঁর উইকেট তোলার দক্ষতার কথা মাথায় রেখেই তুষারকে জায়গা দিয়েছেন নির্বাচকেরা।
IND vs ZIM সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড-
Squad: Ꮪhubman Gill (Captain), Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Abhishek Sharma, Rinku Singh, Sanju Samson (WK), Dhruv Jurel (WK), Nitish Reddy, Riyan Parag, Washington Sundar, Ravi Bishnoi, Avesh Khan, Khaleel Ahmed, Mukesh Kumar, Tushar Deshpande.#TeamIndia | #ZIMvIND
— BCCI (@BCCI) June 24, 2024