ind-vs-zim-bcci-announces-young-squad

IND vs ZIM: এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ব্যস্ত ভারতীয় দল। ইতিমধ্যেই সেমিফাইনালে পা রেখেছে তারা। ২৭ তারিখ গায়ানার মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে শেষ চারের লড়াই। যদি জস বাটলারদের বাধা অতিক্রম করতে সক্ষম হয় ‘মেন ইন ব্লু’ তাহলে ২৯ তারিখ বার্বাডোজে খেতাবী লড়াইতে দেখা যাবে তাদের। ক্যালেন্ডারের হিসেবে ফাইনালের ঠিক এক সপ্তাহ পর মাঠে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ৬ জুলাই থেকে জিম্বাবুয়ের মাঠে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। এরপর ৭, ১০, ১৩ ও ১৪ তারিখ আরও চারটি ম্যাচ রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কোহলি, রোহিত, হার্দিকদের মত মহাতারকাকে আপাতত বিশ্রামে পাঠাচ্ছে বিসিসিআই। আজ বিকেলে যে স্কোয়াড ঘোষণা করেছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নিরবাচক কমিটি, তাতে নতুন মুখের ছড়াছড়ি।

Read More: বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলেও লক্ষ্মীলাভ ভারত-অস্ট্রেলিয়ার, সেমিফাইনালের রেস থেকে ছিটকে যাবে আফগানিস্তান !!

একঝাঁক তরুণ মুখ রয়েছেন দলে-

Rinku Singh | IND vs ZIM | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং (Rinku Singh), শুভমান গিল, খলিল আহমেদ ও আবেশ খান (Avesh Khan)। চারজনকেই জিম্বাবুয়ে (IND vs ZIM) সফরের দলে জায়গা দেওয়া হয়েছে। প্রথম একাদশে তাঁরা যে থাকবেন তাও একপ্রকার নিশ্চিত। কুড়ি-বিশের বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকা কেবল দু’জন-যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও সঞ্জু স্যামসন, সুযোগ পেয়েছেন শেভ্রনদের বিরুদ্ধে। দলে ফিরছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষণ নয়, বরং জায়গা পেয়েছেন ধ্রুব জুড়েল। অনেকে ভাবেছিলেন এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব ডাক পাবেন এই সিরিজে। কিন্তু পেস বিভাগে খলিল, আবেশদের সাথে থাকছেন মুকেশ কুমার। প্রথমবার সুযোগ পেয়েছেন তুষার দেশপাণ্ডে।

নবাগতদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম নিঃসন্দেহে রিয়ান পরাগ (Riyan Parag)। অসমের তরুণ গত কয়েক মরসুমে ভালো পারফর্ম করতে না পারায় পড়েছিলেন ক্রিকেটজনতার ব্যঙ্গের মুখে। সেই ব্যর্থতাকেই সাফল্যের সিঁড়ি হিসেবে এই মরসুমে ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে (IPL) অসাধারণ ব্যাট করেছেন। হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পারফর্ম্যান্সের পুরষ্কার পেলেন তিনি। আইপিএলের ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ও বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচেও এখনও খেলেন নি যুজবেন্দ্র চাহাল। তা সত্ত্বেও তাঁকে রাখা হয় নি জিম্বাবুয়ে সফরের (IND vs ZIM) স্কোয়াডে। বদলে স্পিনার হিসেবে রয়েছেন রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দর।

এক নজরে IND vs ZIM সিরিজের সম্পূর্ণ সূচি-

ম্যাচ তারিখ সময়
প্রথম টি-২০ ম্যাচ ০৬/০৭/২০২৪ বিকেল ৪:৩০
দ্বিতীয় টি-২০ ম্যাচ ০৭/০৭/২০২৪ বিকেল ৪:৩০
তৃতীয় টি-২০ ম্যাচ ১০/০৭/২০২৪ বিকেল ৪:৩০
চতুর্থ টি-২০ ম্যাচ ১৩/০৭/২০২৪ বিকেল ৪:৩০
পঞ্চম টি-২০ ম্যাচ ১৪/০৭/২০২৪ বিকেল ৪:৩০

অধিনায়কত্ব পেলেন শুভমান গিল-

Shubman Gill | IND vs ZIM | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিল’কে। অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি একসময়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই মরসুমেই প্রথমবার পালন করেছেন নেতার দায়িত্ব। তাঁর দল গুজরাত টাইটান্স প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারলেও বেশ কিছু ম্যাচে চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে তাঁকে। সেগুলি যে নির্বাচকদের নজর এড়ায় নি তার প্রমাণ মিললো আজ। টি-২০ বিশ্বকাপের পর রোহিত যে জিম্বাবুয়ে সফরে যাবেন না তা নিশ্চিতই ছিলো। সাধারণত তাঁর অবর্তমানে যাঁরা অধিনায়কত্ব করেন, সেই হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকেও বিশ্রাম দিয়েছে বিসিসিআই। দেশের ১২তম টি-২০ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান’কে।

এক নজরে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।

Also Read: দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর, চাপ বাড়তে চলেছে কোহলি-রোহিতদের উপর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *