Abhishek sharma, ind vs zim
Abhishek Sharma | Image: Twitter

IND vs ZIM: হারারের মাঠে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। রান তাড়া করতে গিয়ে ডুবতে হয়েছিলো আগের খেলায়। তাই আজ টসে জিতে ব্যাটিং বেছে নিতে কোনো রকম দেরী করেন নি এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। যদিও শুরুটা আশানুরূপ হয় নি। দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির বলে উইকেট খুইয়ে বসেন অধিনায়ক স্বয়ং। আজ তাঁর সংগ্রহে মাত্র ২ রান। ১০ রানের মাথায় প্রথম ধাক্কা খাওয়ার পর সামলে নিতে বেশ খানিক্ষণ সময় নেয় ভারত। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও অভিষেক শর্মা’র (Abhishek Sharma) জুটি ভরসা যোগান টিম ইন্ডিয়ার ইনিংসকে। বিস্ফোরক ব্যাটার হিসেবে পরিচিত অভিষেক খোলস ছেড়ে বেরোন দশ ওভার সম্পূর্ণ হওয়ার পর।

Read More: IND vs ZIM: “ঘরের মাঠের শের…” উইকেট ছুঁড়ে এলেন শুভমান গিল, অধিনায়ককে তুলোধোনা নেটদুনিয়ার !!

একাদশতম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza) বল তুলে দিয়েছিলেন ডিওন মায়ার্সের (Dion Myers) হাতে। প্রথম বলটির মুখোমুখি হন ঋতুরাজ গায়কোয়াড়। ওয়াইড বলে একটি রান নিয়ে প্রান্ত বদল করেন তিনি। স্ট্রাইক পান অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাঞ্জাবের বাম হাতি এরপর বুঝিয়ে দিলেন কেন ক্রিকেটদুনিয়ার তাবড় ব্যাটারকে ছাপিয়ে আইপিএলের সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড ছিলো তাঁর দখলে। প্রথম বল’টি ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ঠেলে ছিনিয়ে নেন দুই রান। দ্বিতীয় বল থেকে শুরু হলো তাণ্ডব। শর্ট লেন্থে পড়া ডেলিভারি স্কোয়্যার লেগের উপর দিয়ে পুল করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন নি অভিষেক। বাউন্ডারির ঠিকানা লেখা ছিলো শটে। চার রান যুক্ত হয় স্কোরবোর্ডে। পরের বলটিও শর্ট করেছিলেন মায়ার্স  (Dion Myers)। ফাইন লেগের উপর দিয়ে উড়িয়ে দেন অভিষেক।

দ্বিতীয় বলের ছক্কার সাথে সাথে তিনি সম্পূর্ণ করেন তাঁর কেরিয়ারের প্রথম টি-২০ অর্ধশতক। চতুর্থ ডেলিভারির ক্ষেত্রেও শর্ট বলের নীতি থেকে সরেন নি মায়ার্স। অভিষেকের (Abhishek Sharma) দুরন্ত শট আছড়ে পড়ে শর্ট ফাইন লেগ বাউন্ডারিতে । আরও চার রান যুক্ত হয় তাঁর নামের পাশে। পঞ্চম ডেলিভারিটি পিচের খানিক উপরের দিকে করেছিলেন ডিওন। হাত খোলার সুযোগ পেয়ে যান তরুণ ব্যাটার। এগিয়ে এস উড়িয়ে দেন ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে। আরও একটা ছক্কা যোগ হয় তাঁর নামের পাশে। ষষ্ঠ বলটিতেও একই রকমের শট মারতে গিয়েছিলেন অভিষেক। সঠিক সংযোগ হয় নি। তবে শর্ট থার্ডম্যানের ফিল্ডারকে পরাস্ত করে বল ঠিকই পৌঁছে যায় বাউন্ডারিতে। ২৮ রান তুলে নিয়ে ভারতকে শক্তপোক্ত জায়গায় পৌঁছে দেন তরুণ তুর্কি। দুঃস্বপ্ন উপহার দিলেন প্রতিপক্ষ বোলারকে।

Also Read: জন্মদিনে MS ধোনির পাশে সলমন খান, মধ্যরাতের সেলিব্রেশনে হাজির বলিউডের ‘ভাইজান’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *