ind-vs-zim-abhishek-fails-on-debut

IND vs ZIM: হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আজ ভারত মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের (IND vs ZIM)। শেভ্রনদের বিপক্ষে তারুণ্যে আস্থা রেখেছে টিম ইন্ডিয়া। নতুন অধিনায়ক হিসেবে আজ দায়িত্ব সামলাচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। একসাথে তিন জন তরুণের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় দলের টুপি। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ অপেক্ষাকৃত আনকোরা বোলিং লাইন আপ নিয়েও জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করেছে দল। নজর কেড়েছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। ২ উইকেট ওয়াশিংটন সুন্দরেরও (Washington Sundar)। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানেই প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছে ভারত। ইনিংসের বিরতিতে তাদেরই ‘ফেভারিট’ তকমা দিচ্ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু আদৌ যে তা সঠিক নয়, তার প্রমাণ মিললো টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরু হতেই।

Read More: “ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল…” জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

আইপিএলে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাঞ্জাবের তরুণ তারকা এবার বিরাট কোহলি, হেনরিখ ক্লাসেনদের পিছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক ছক্কার মালিক হয়েছিলেন। সেই সুবাদেই জায়গা দেওয়া হয়েছিলো ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজে। ওপেনার হিসেবে কার্যনির্বাহী কোচ ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) ভাবনায় যে রয়েছেন অভিষেক তাও গতকালই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক শুভমান। সেই মত আজ তিনিই নেমেছিলেন নতুন বলের মুখোমুখি হতে। আন্তর্জাতিক আঙিনায় শুরুটা আইপিএলের (IPL) ধাঁচে করতে পারলেন না তিনি। প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারান তিনি। ব্রায়ান বেনেটের বল অভিষেকের ব্যাট ছুঁয়ে জমা পড়ে ওয়েলিংটন মাসাকাদজার হাতে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।

অভিষেককে (Abhishek Sharma) নিয়ে অনেক আশা ছিলো অনুরাগীদের। রোহিতের অবর্তমানে তিনিই টি-২০ দলের স্থায়ী ওপেনার হতে পারেন বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু আজ ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিরুদ্ধে শূন্য রানে তিনি ফেরায় আশাহত সমর্থকেরা। নেটমাধ্যমে তাঁকে নিয়ে চলছে চর্চা। ‘অভিষেক নিঃসন্দেহে এমন অভিষেক কল্পনা করেন নি’ লিখেছেন এক নেটিজেন। ‘এই দিনটা বারবার ওর দুঃস্বপ্নে আসবে’ মন্তব্য আরও একজনের। ‘আমরা কি এখনই রোহিত-বিরাটকে বিদায় জানাতে প্রস্তুত?’ তরুণদের পারফর্ম্যান্সে হতাশ হয়ে লিখেছেন একজন। ‘আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, তার একটা দারুণ উদাহরণ এটা’ খানিক কটাক্ষই ছুঁড়ে দিতে দেখা গিয়েছে এক টিম ইন্ডিয়া সমর্থককে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM 1st T20i: হারারেতে হুঙ্কার তরুণ ভারতের, বিষ্ণোইয়ের ঘূর্ণিতে মাত্র ১১৫ রানেই থামতে হলো জিম্বাবুয়ে’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *