IND vs ZIM: শতকের মাইলফলক ছুঁয়েই গুরু’র আশীর্বাদ নিলেন অভিষেক শর্মা, ভাইরাল মন ভালো করা ভিডিও !! 1

IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের (IND vs ZIM) প্রথম টি-২০ ম্যাচটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। খানিক অপ্রত্যাশিত ভাবেই হারারের মাঠে হেরে গিয়েছিলো তারা। রোহিত-বিরাটদের ছাড়া টি-২০ দলের আদৌ বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা পাওয়ার দক্ষতা এখনও তৈরি হয়েছে কিনা তা নিয়ে বিস্তর কথা উঠেছিলো সোশ্যাল মিডিয়াতে। গতকাল দ্বিতীয় ম্যাচে সেই সব প্রশ্নের জবাব দিতেই যেন মাঠে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill), ঋতুরাজ গায়কোয়াড়’রা। শেভ্রনদের গুঁড়িয়ে দিয়ে জিতলেন ১০০ রানের ব্যবধানে। ভারতের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই এঁটে উঠতে পারলো না দক্ষিণ আফ্রিকা। এতদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রানের ব্যবধানে জয়ই টিম ইন্ডিয়ার কুড়ি-বিশের খেলায় সবচেয়ে বড় ব্যবধানে সাফল্যের নজির ছিলো। গতকাল হারারেতে তা ছুঁয়ে ফেললেন রিঙ্কু সিং-রা।

গতকালের ম্যাচ স্পেশ্যাল হয়ে রইলো অভিষেক শর্মা’র (Abhishek Sharma) জন্য। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে জাত চেনানোর পর তিনি সুযোগ পেয়েছেন ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজে। প্রথম ম্যাচে রিয়ান পরাগ (Riyan Parag), ধ্রুব জুড়েলের সাথে অভিষেক হয়েছিলো পাঞ্জাবের তরুণের। কিন্তু দাগ কাটতে পারেন নি তিনি। খাতা খোলার আগেই ফিরতে হয় সাজঘরে। সমালোচনার ঝড় উঠেছিলো ক্রিকেটমহলে। আইপিএল (IPL) আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয় সেই পাঠ তাঁকে দিতে উঠেপড়ে লেগেছিলেন অনেকে। কিন্তু নিন্দুকদের বেশীদিন সমালোচনার সুযোগ দিলেন না অভিষেক (Abhishek Sharma)। গতকালের ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন যে মাত্র ২৩ বছর বয়স হতে পারে তাঁর, কিন্তু আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত তিনি।

Read More: প্রকাশ্যে আসলো চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’এর সময় সূচি, এই বিখ্যাত মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান !!

রেকর্ড গড়ে যুবরাজকে ফোন অভিষেকের-

Yuvraj Singh and Abhishek Sharma | IND vs ZIM | Image: Twitter
Yuvraj Singh and Abhishek Sharma | Image: Twitter

ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের দ্বিতীয় ম্যাচেও ওপেনিং জুটি বদলান নি কার্যনির্বাহী প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণ। শুভমান গিলের সাথে নামিয়েছিলেন বাম হাতি অভিষেককেই (Abhishek Sharma)। আস্থার মর্যাদা রাখলেন তিনি। ইনিংসের গোড়াতেই আউট হয়েছিলেন শুভমান। ভারতের ব্যাটিং ব্যর্থতার আশঙ্কা আরও একবার জাঁকিয়ে বসেছিলো সমর্থকদের মনে। কিন্তু বাইশ গজে মহীরুহ হয়ে দাঁড়ালেন অভিষেক। ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) সঙ্গে নিয়ে শেভ্রন বোলিং-এর যাবতীয় ঝড়-ঝাপ্টা সামলালেন অনবদ্য দক্ষতায়। প্রথমে সময় নিয়ে থিতু হন ক্রিজে। তারপর খোলস ছেড়ে বেরোন। একাদশতম ওভারে ডিওন মায়ার্সের বলে তুলে নেন ২৮ রান। এরপর ওয়েলিংটন মাসাকাদজার বলে ছক্কার হ্যাট্রিক করে পৌঁছে যান তিন অঙ্কের রানে। প্রথম ৫০ রান করতে ৩৩ বল নিয়েছিলেন তিনি। পরের ৫০ এলো মাত্র ১৩ বলে।

গতকাল মাত্র ৪৬ বলে শতরান করে রেকর্ড গড়ে ফেললেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তৃতীয় দ্রুততম ভারতীয় হিসেবে পেরোলেন শতকের মাইলস্টোন। সামনে কেবল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ছুঁয়ে ফেললেন কে এল রাহুল’কে। একইসাথে চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় হিসেবে পেরোন ১০০-র ম্যাজিক ফিগার। খেলা শেষের পর বিকেলের পড়ন্ত আলোয় অভিষেককে দেখা যায় ভিডিও কলে কথা বলছেন নিজের ‘গুরু’ যুবরাজ সিং-এর (Yuvraj Singh) সাথে। ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের তত্ত্বাবধানেই বেড়ে উঠেছেন অভিষেক। শিষ্যকে নিয়ে আইপিএল চলাকালীন যুবি জানিয়েছিলেন যে ছয় মাসের মধ্যে জাতীয় দলের জন্য তৈরি হয়ে যাবেন অভিষেক। তাঁর সেই কথা অক্ষরে অক্ষরে মিলেছে অভিষেকের ব্যাটিং-এ। সাফল্যের সোনালী আলোয় উজ্জ্বল তরুণ তুর্কি। স্ক্রিনের ওপারে তৃপ্তির হাসি যুবরজের মুখেও।

দেখে নিন সেই আবেগঘন মুহূর্ত-

Also Read: IND vs ZIM: “চ্যাম্পিয়নদের প্রত্যাবর্তন…” জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরালো ভারত, শুভেচ্ছায় ভরলো নেটমাধ্যম !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *