IND vs ZIM, 5th T20i, Preview: ‘চাপমুক্ত’ ভারতের লক্ষ্য ব্যবধান বাড়ানো, নিয়মরক্ষার লড়াই জিতে সান্ত্বনার সন্ধানে জিম্বাবুয়ে !! 1

IND vs ZIM: গতকালই জিম্বাবুয়েকে (ZIM) ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Team India)। আপাতত ৩-১ ফলে এগিয়ে তারা। খাতায়কলমে সিরিজের পঞ্চম ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আজ তাই একাদশে বেশ কিছু বদল করতে দেখা যেতে পারে কার্যনির্বাহী প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। ফেরানো হতে পারে রিয়ান পরাগ (Riyan Parag), মুকেশ কুমারকে। বাইরে রাখা হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়, খলিল আহমেদের মত ক্রিকেটারকে। সিরিজ জয় আগেই সম্পূর্ণ হওয়ায় অনেক ফুরফুরে মেজাজে মাঠে নামতে পারবে আজ টিম ইন্ডিয়া। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ হেরে বেশ চাপে জিম্বাবুয়ে। আজ শেষ ম্যাচটি জিতে ফলাফল ৩-২ করতে পারলে খানিক সান্ত্বনা খুঁজে পাবে তারা।

Read More: IND vs ZIM, 5th T20i: বাদ পড়ছেন খলিল, বিশ্রামে ঋতুরাজ, নিয়মরক্ষার টি-২০তে নতুন ছকে আক্রমণ সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!

IND vs ZIM ম্যাচের সময়সূচি-

জিম্বাবুয়ে (ZIM) বনাম ভারত (IND)

ম্যাচ নং- পঞ্চম টি-২০

তারিখ- ১৪/০৭/২০২৪

ভেন্যু- হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে

সময়- বিকেল ৪টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Harare Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Harare Sports Club Ground | IND vs ZIM | Image: Getty Images
Harare Sports Club Ground | Image: Getty Images

সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে (IND vs ZIM)। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে গত ৪টি ম্যাচের মধ্যে একমাত্র প্রথমটি বাদে প্রতিটি খেলাতেই ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়েছে। আজও তেমনটাই দেখা যাওয়ার সম্ভাবনা। পরিসংখ্যান বলছে হারারেতে এখনও অবধি আয়োজিত ৪৫টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে ২৬টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। রান তাড়া করে সাফল্য এসেছে বাকি ১৯টি ম্যাচ। ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের শেষ ম্যাচে টসজয়ী অধিনায়ক রান তাড়া করার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আজ।

এখনও অবধি সিরিজের যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাধা হয়ে দাঁড়ায় নি হারারের আবহাওয়া। রবিবারর খেলার পূর্বাভাসও তেমনই। হাওয়া অফিস জানিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া আকাশ মেঘমুক্ত থাকবে বলে জানা গিয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৫৭ শতাংশ। এছাড়াও জানা গিয়েছে যে ম্যাচ চলাকালীন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে।

IND vs ZIM, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত (IND vs ZIM) টি-২০’র ময়দানে মুখোমুখি হয়েছে ১২ বার। জয়-পরাজয়ের নিরিখে অনেকখানি এগিয়ে ভারতীয় শিবিরই। তারা জিতেছে ৯ বার। এই ৯ জয়ের মধ্যে ৮টিই এসেছে জিম্বাবুয়ের মাঠে। মাত্র ১টি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ভারত। দেশের মাটিতে তারা কখনও জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ খেলে নি। পক্ষান্তরে শেভ্রনরা জিতেছে ৩টি ম্যাচ। তার মধ্যে ৩টিই এসেছে ঘরের মাঠে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

ভারত (ZIM)-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, মুকেশ কুমার।

জিম্বাবুয়ে (ZIM)-

ওয়েসলি মাধেবেরে, ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ডিওন মায়ার্স, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাডান্ডে (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই ছাতারা।

Also Read: পাকিস্তানকে হারিয়ে WCL শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া, মেগা ফাইনালে চললো পাঠান ব্রাদার্সদের তান্ডব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *