IND vs Zim: প্রথম ম্যাচে লজ্জাজনক পরিণতির পর টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচ থেকে কামব্যাক করেছে। দ্বিতীয় ম্যাচ থেকে ভারতীয় দল তাদের আসল রূপ দেখাতে শুরু করে দেয়। অভিষেক, ঋতুরাজ, শুভমান’দের ব্যাট থেকে যেমন বড় বড় স্কোর লক্ষ করা গিয়েছে ঠিক তেমনই খলিল, বিষ্ণু ও সুন্দরদের থেকে অসাধারণ বোলিং প্রদর্ষন লক্ষ করা গিয়েছে। ভারতীয় দল পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে একটি জয় নিয়েই অভিযান শেষ করতে চাইবে।
আজকের ম্যাচের (IND vs Zim) কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রথম বলেই দুটি ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা দেন। সিকান্দার প্রথম বলটি হাই ফুলটজ করেন যেটি নো বল হয় এবং ফ্রি-হিটের বলেও ছক্কা হাঁকিয়ে নতুন নজির গড়লেন জয়সওয়াল। যদিও প্রথম ওভারেই উইকেট হারান তিনি। রাজার বলে বোল্ড হয়ে যান যশস্বী।
সঞ্জুর ব্যাটিংয়ে ১৬৭’রানে পৌঁছালো টিম ইন্ডিয়া
অন্যদিকে পাওয়ার প্লের ভিতরেই শুভমান গিল (Shubman Gill) ও অভিষেক শর্মার (Abhishek Sharma) একটি পার্টনারশিপ গড়ে ওঠে। তবে ১৪ বলে ১৩ রান বানিয়ে গিল এবং ১১ বলে ১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় অভিষেককে। পাওয়ার প্লের ভিতর ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। তবে ভারতীয় দলের মিডিল অর্ডারের দায়িত্ব বেশ ভালোভাবেই সামাল দেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রিয়ান পরাগ।
দুজনের মধ্যে ৫৬ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আজকের ম্যাচে সঞ্জু ৪৫ বলে একটি চার ও চারটি ছক্কার বিনিময়ে ৫৮ রান বানিয়েছেন পাশাপাশি ২৪ বলে ২২ রান বানান রিয়ান পরাগ ও ১২ বলে ২৬ রান বানিয়েছেন শিবম দুবে। শেষের দিকে ৯ বলে ১১ রান বানিয়ে ভারতকে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানে পৌঁছে দেয় রিংকু। ভারতীয় দলের এই ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।
দেখেনিন টুইট
300 sixes in T20 for Sanju Samson! 💪 pic.twitter.com/BU2o4O8zCj
— Rajasthan Royals (@rajasthanroyals) July 14, 2024
MR DEPENDABLE 😭 SANJU SAMSON 🌟🔥
— Sahil (@cover_pointt) July 14, 2024
RR admin should Post Sanju Records as Batter Only…He can Play as Batter also. Pant & Sanju Both Play at a time Hope this reply reach
— Bhavik Patel (@hathoda_sir) July 14, 2024
If Admin Reply Then Next 2025 IPL Winner Is #RR pic.twitter.com/EI1LoWC5WM
— 𝐍𝐢𝐡𝐚𝐫𝐢𝐤𝐚 (@Niharika_1820) July 14, 2024