ind-vs-zim-4th-t20i-india-probable-xi

IND vs ZIM: আজ ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ। গুরুত্বপূর্ণ মোড়ে এই মুহূর্তে রয়েছে লড়াই। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে তরুণ টিম ইন্ডিয়া (Team India)। টানা দুই ম্যাচ জিতে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দল এখন এগিয়ে ২-১ ফলে। আজ হারারের মাঠে জিতলেই সিরিজ পকেটস্থ করে ফেলতে পারবে তারা। শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে না তাদের। আপাতত দলের সামনে লক্ষ্য সেটাই। বাধার সম্মুখীন যে হতে হবেই তা ভালো করেই জানেন ক্রিকেটাররা। ঘরের মাঠে ‘অনভিজ্ঞ’ ‘মেন ইন ব্লু’কে রুখে দিতে নিজেদের সর্বস্ব ঢেলে দিতে পারেন জিম্বাবুয়ে ক্রিকেটাররা। সেই কারণেই কোনো মূল্যে ফোকাস হারাতে রাজী নন অভিষেক শর্মা, রিঙ্কু সিং-রা (Rinku Singh)।

কার্যনির্বাহী প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) আজকের একাদশে সম্ভবত বিশেষ রদবদল করবেন না। ওপেনিং-এ দেখা যাবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও অধিনায়ক শুভমান গিল’কে। তিনে থাকছেন অভিষেক শর্মা। তরুণ ব্যাটারের থেকে ধুন্ধুমার ইনিংসের অপেক্ষায় সকলে। ছন্দে থাকা ঋতুরাজ (Ruturaj Gaikwad) নামতে পারেন চারে। উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) জন্য থাকছে ব্যাটিং অর্ডারের পঞ্চম স্থান। ছয়ে ফিনিশার হিসেবে খেলবেন রিঙ্কু সিং। অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) থাকছেন এর পর। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রবি বিষ্ণোই’কে সামলাতে দেখা যাবে স্পিন বিভাগ। পেস আক্রমণে ডান হাতি-বাম হাতি জুটি গড়বেন আবেশ খান ও খলিল আহমেদ। তৃতীয় বিকল্প হতে পারেন শিবম দুবে।

Read More: “কোনো কাজের না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WCL’এর সেমিফাইনালে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার আম্বতি রায়ডু !!

IND vs ZIM ম্যাচের সময়সূচি-

জিম্বাবুয়ে (ZIM) বনাম ভারত (IND)

ম্যাচ নং- চতুর্থ টি-২০

তারিখ- ১৩/০৭/২০২৪

ভেন্যু- হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে

সময়- বিকেল ৪টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Harare Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Harare Cricket Club Ground | IND vs ZIM | Image: Getty Images
Harare Cricket Club Ground | Image: Getty Images

হারারে স্পোর্টং ক্লাবের মাঠে আজ সিরিজের চতুর্থ টি-২০তে মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে (IND vs ZIM)। সাধারণত ব্যাটিং ও বোলিং-এর মধ্যে তুল্যমূল্য লড়াই দেখা যায় এই মাঠে। চলতি সিরিজে প্রথম ম্যাচটিতে বাইশ গজ ছিলো বোলিং সহায়ক। বাকি দুটিতে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররা। আজও জমজমাট ম্যাচের অপেক্ষায় সকলে। এই মাঠে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে ৪৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ২৬টি খেলায়। অপরপক্ষে রান তাড়া করে জয়ের সংখ্যা ১৮টি। চলতি সিরিজের তিন ম্যাচেও প্রথম ব্যাটিং করা দল জিতেছে। পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী শিবির প্রথম ব্যাটিং করতে পারে।

ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের প্রথম তিন ম্যাচে মাথাব্যথার কারণ হয় নি বৃষ্টি। চতুর্থ খেলাতেও মনোরম আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। পক্ষান্তরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ শতাংশ থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বায়ু প্রবাহের গতি হতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা। আকাশ মেঘমুক্ত থাকবে বলে জানা গিয়েছে। বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই আজ।

IND vs ZIM, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

ভারত ও জিম্বাবুয়ের (IND vs ZIM) টি-২০’র ময়দানে দেখা হয়েছে মোট ১১ বার। এর মধ্যে ৮টি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে একটি ম্যাচেও শেভ্রনদের মুখোমুখি হয় নি তারা। ‘মেন ইন ব্লু’-এর ৮ জয়ের মধ্যে ৭টিই এসেছে জিম্বাবুয়ের মাঠে। অন্যদিকে ১টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। জিম্বাবুয়ে ভারতকে হারিয়েছে ৩ বার। প্রতিটি সাফল্যই তারা অর্জন করেছে নিজেদের ঘরের মাঠে।

ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ওপেনার- শুভমান গিল, যশস্বী জয়সওয়াল

মিডল অর্ডার- অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন

ফিনিশার- রিঙ্কু সিং, শিবম দুবে

বোলার- ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, আবেশ খান

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, আবেশ খান।

Also Read: 6,6,6,1,1,4,6…অস্ট্রেলিয়ার সেরা বোলারকে পিটিয়ে ছাতু করলেন ইরফান পাঠান, ব্যাট হাতে চালালেন ধ্বংসযজ্ঞ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *