ind-vs-zim-3rd-t20i-match-preview

IND vs ZIM: জমে উঠেছে ভারত বনাম জিম্বাবুয়ে  (IND vs ZIM) সিরিজ। গত শনিবার খানিক অপ্রত্যাশিত ভাবেই প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে (Team India) হারিয়ে দিয়েছিলো শেভ্রনরা। কোহলি-রোহিত বিহীন ভারত ১১৬ তাড়া করতে ব্যর্থ হওয়ার পর নতুন প্রজন্মকে নিয়ে উঠেছিলো বিস্তর প্রশ্ন। আদৌ ভবিষ্যতের জন্য কতটা তৈরি দল, আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু সেই আশঙ্কা যে অমূলক, তা প্রমাণিত হতে বেশী সময় লাগে নি। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় টি-২০তে জ্বলে ওঠে ‘মেন ইন ব্লু।’ অভিষেক শর্মা (Abhishek Sharma), ঋতুরাজ গায়কোয়াড়দের ব্যাটিং দাপটে জেতে ১০০ রানের ব্যবধানে। ১-০ এগিয়ে গিয়েছিলো জিম্বাবুয়ে। কিন্তু রবিবার সমতা ফেরায় ভারত। বুধবার যারা জিতবে তারা ফের এগিয়ে যাবে লড়াইতে। ‘অ্যাডভান্টেজ’ আদায় করে নিতে বদ্ধপরিকর যুযুধান দুই শিবিরই। জমজমাট ম্যাচের অপেক্ষায় সকলে।

Read More: কনফার্ম হার্দিক পান্ডিয়ার ডিভোর্স, এই বলিউড অভিনেত্রীকে দ্বিতীয়বারের জন্য করবেন বিয়ে !!

IND vs ZIM ম্যাচের সময়সূচি-

জিম্বাবুয়ে (ZIM) বনাম ভারত (IND)

ম্যাচ নং- দ্বিতীয় টি-২০

তারিখ- ০৭/০৭/২০২৪

ভেন্যু- হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে

সময়- বিকেল ৪টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Harare Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Harare Cricket Club Ground | Image: Getty Images
Harare Cricket Club Ground | Image: Getty Images

হারারে স্পোর্টস ক্লাবের বাইশ গজে তৃতীয় টি-২০তে মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে (IND vs ZIM)। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে দুই ভিন্ন চরিত্রের পিচ দেখা গিয়েছে। প্রথমটিতে সাহায্য পেয়েছেন বোলাররা। দ্বিতীয়টিতে ব্যাটাররা। তৃতীয় ম্যাচে কি চমক লুকিয়ে রয়েছে সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। সাধারণত হারারেতে ব্যাট ও বলের মধ্যে তুল্যমূল্য দ্বৈরথ দেখা যায়। শুরুতে পেসাররা সাহায্য পান পিচ থেকে। পরে সুবিধা পান স্পিনাররা। উইকেটে থিতু হয়ে গেলে সুবিধা পান ব্যাটাররাও। এখানে আজ অবধি ৪৩টি আন্তর্জাতিক টি-২০ খেলা হয়েছে। তার মধ্যে ২৫টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। ১৮টি ক্ষেত্রে রান তাড়া করে মিলেছে সাফল্য। বুধবারও টসজয়ী অধিনায়ক ব্যাটিং বেছে নিতে পারেন।

হারারতে ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের প্রথম দুটি টি-২০ ম্যাচে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করে নি আবহাওয়া। দুই দিনই আকাশ ছিলো রোদ ঝলমলে। হাওয়া অফিস জানাচ্ছে যে তৃতীয় ম্যাচের দিনও আকাশ থাকতে পারে মেঘমুক্ত। বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা বুধবার থাকছে না বলেই পূর্বাভাস বিশেষজ্ঞদের। আরও জানা গিয়েছে যে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ১৭ শতাংশ থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হতে পারে হাওয়া।

IND vs ZIM, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

ভারত টি-২০ ক্রিকেটের আসরে ১০বার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। এই প্রতিদ্বন্দ্বীতায় দাপট রয়েছে টিম ইন্ডিয়ারই। তারা জিতেছে ৭টি ম্যাচ। এই ৭ জয়ের মধ্যে ৬টি এসেছে প্রতিপক্ষের ডেরায়, ১টি ম্যাচ ভারত জিতেছে নিরপেক্ষ মাঠে। ঘরের মাঠে কখনও জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলে নি ‘মেন ইন ব্লু।’ অন্যদিকে শেভ্রনরা ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ৩টি ম্যাচ। সবক’টি জয়ই তাদের নিজেদের ঘরের মাঠে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ZIM | Image: Getty Images
IND vs ZIM | Image: Getty Images

ভারত (IND)-

শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিঙ্কু সিং, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার, খলিল আহমেদ।

জিম্বাবুয়ে (ZIM)-

ওয়েসলি মাধেবেরে, ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ডিওন মায়ার্স, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাডান্ডে (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই ছাতারা।

Also Read: ৬,৬,৬,৬,৬,৬…বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ক্রিস গেইল, ‘ইউনিভার্স বস’-এর তাণ্ডবে তছনছ দক্ষিণ আফ্রিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *