IND vs ZIM, 3rd T20i: শুভমান-ঋতুরাজ যুগলবন্দী হারারে’তে, তৃতীয় ম্যাচে ভারতের সংগ্রহ ১৮২ রান !! 1

IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের (IND vs ZIM) প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েও দারুণ ভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারা দ্বিতীয় খেলায় ১০০ রানের ব্যবধানে পরাজিত করেছে প্রতিপক্ষকে। ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গিয়েছিলো তরুণ অভিষেক শর্মা’কে। হারারেতে দ্বিতীয় ম্যাচের ফর্ম আশাবাদী করেছে ভারতীয় শিবিরকে। আজ তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে তাদের লক্ষ্য ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া। আজ শক্তিও বেড়েছে টিম ইন্ডিয়ার। টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) স্কোয়াডের তিন সদস্য-সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালকে ফেরানো হয়েছে একাদশে। ভিভিএস লক্ষ্মণের প্রশিক্ষণাধীন তরুণ দল যে কোনো ভাবেই গা ছাড়া দিতে রাজী নয়, একাদশ নির্বাচন থেকেই প্রমাণিত তা।

চলতি ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজে ভারতের অধিনায়কত্ব করছেন শুভমান গিল (Shubman Gill)। টসভাগ্য টানা তিনবার পক্ষে গেলো তাঁর। আজও প্রথমে ব্যাটিং-ই বেছে নিতে দেখা যায় তাঁকে। গত ম্যাচের নায়ক অভিষেক নয়, বরং আজ যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন শুভমান (Shubman Gill)। বিধ্বংসী মেজাজে শুরুটা করেছিলেন দুজনেই। পাওয়ার প্লে’তে উঠেছিলো ৫৫ রান। এরপর নিয়ন্ত্রিত বোলিং করে খানিক লড়াইতে ফেরে শেভ্রনরা। দ্রুত সাজঘরে ফেরেন যশস্বী ও তিনে নামা অভিষেক (Abhishek Sharma)। কিন্তু শেষমেশ ভারতের রানের স্রোতে বাঁধ দেওয়া আর সম্ভব হয় নি জিম্বাবুয়ের পক্ষে। শুভমানের অর্ধশতক ও ঋতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটের ব্যবধানে ১৮২ রানে পৌঁছে গেলো তারা।

Read More: নিজের ক্যারিয়ার বাঁচাতে এই খেলোয়াড়কে বলির পাঠা বানালেন শুভমান গিল, নাম করার আগেই হলেন ফ্লপ !!

ইনিংসের ভিত গড়লো ওপেনিং জুটি-

Shubman Gill and Yashasvi Jaiswal | IND vs ZIM | Image: Getty Images
Shubman Gill and Yashasvi Jaiswal | IND vs ZIM | Image: Getty Images

আজ হারারেতে তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়ে কাটাছেঁড়া করতে দেখা গেলো টিম ইন্ডিয়াকে। যশস্বী ও অভিষেকের ওপেনিং জুটি দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকে। কিন্তু ইনিংসের সুচনা করতে মাঠে নামেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের বলে ১৫ রান ছিনিয়ে নেন বাম হাতি ওপেনার। দ্বিতীয় ওভারে এগারাভা’র বিপক্ষে শুভমান তুলে নেন আরও ১৪। বড় রানের লক্ষ্য নিয়ে ‘মেন ইন ব্লু’ যে মাঠে নেমেছে তা স্পষ্ট বুঝতে পেরেছিলেন মাঠে উপস্থিত দর্শকেরা। ডান হাতি-বাম হাতি জুটির ঝড় বেশ খানিকক্ষণ চললো আজ বাইশ গজে। জিম্বাবুয়ের হতাশাজনক ফিল্ডিং বেশ সাহায্যই করে দিলো দুই তরুণ তুর্কিকে।

প্রাথম ৫ ওভারে ভারতের স্কোরবোর্ডে যুক্ত হয়েছিলো ৫৪ রান। ষষ্ঠ ওভারে খানিক প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেলো ব্লেসিং মুজারাবানিকে। মাত্র ১ রান খরচ করেন তিনি। এই ওভারের পরেই ওপেনিং জুটির ঝড়ের বেগে এগিয়ে চলায় খানিক রাশ টানতে সক্ষম হয়েছিলো জিম্বাবুয়ে। উইকেট পেতেও অপেক্ষা করতে হয় নি বেশীক্ষণ। নবম ওভারের প্রথম বলেই সিকান্দার রাজা’র বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন যশস্বী। ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন ব্রায়ান বেনেটের হাতে। টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি তিনি। প্রত্যাবর্তন ম্যাচে করলেন ২৭ বলে ৩৬। ২০২৪ সালে টি-২০তে ভারতের ওপেনিং জুটির গড় রান এতদিন ছিলো ১২.৭৭। আজ যশস্বী ও শুভমান যোগ করলেন ৬৩ রান।

কাজে এলো ব্যাটিং অর্ডারের রদবদল-

Ruturaj Gaikwad | IND vs ZIM | Image: Getty Images
Ruturaj Gaikwad | IND vs ZIM | Image: Getty Images

তিন নম্বরে নেমেছিলেন অভিষেক শর্মা। গত ম্যাচের শতরানের পর পাঞ্জাবের তরুণকে নিয়ে আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু প্রত্যাশার সেই মাপকাঠিতে আজ উত্তীর্ণ হতে পারলেন না তিনি। ৯ বলে ১০ রান করে সিকান্দার রাজা’র দ্বিতীয় শিকার হন তিনি। ক্যাচ ধরেন ব্লেসিং মুজারাবানি। ৩৮ বর্ষীয় শেভ্রন অলরাউন্ডার অল্প সময়ের ব্যবধানে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতের সামনে কাজটা খানিক কঠিন করে দিয়েছিলেন। কিন্তু দুরন্ত ভাবে রুখে দাঁড়াতে দেখা গেলো শুভমান গিল’কে। গত দুটি ম্যাচে উল্লেখযোগ্য রান পান নি তিনি। কিন্তু আজ শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন তরুণ অধিনায়ক। প্রথমে যশস্বী ও পরে ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে দেখা গেলো তাঁকে। মুজারাবানির বলে উইকেট হারানোর আগে ৬৬ রান করেন তিনি।

গত ম্যাচে অপরাজিত ৭৭ রান এসেছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। আজও দুর্দান্ত মহারাষ্ট্রের ক্রিকেটার। তিনে নয়, সুযোগ এসেছিলো চার নম্বরে ব্যাটিং করার। অনভ্যস্ত পজিশনেও ভালো খেললেন তিনি। চার-ছক্কার ডালি সাজাতে দেখা গেলো তাঁকে। সাধারণত সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে দেখা যায় তাঁকে। কিন্তু প্রয়োজনে মিডল অর্ডারেও যে কার্যকরী বিকল্প হতে পারেন তিনি, তা প্রমাণ করে দিলো আজকের ২৮ বলে ৪৯ রানের ইনিংস। অর্ধশতক হাতছাড়া হলেও নজর কাড়লেন তিনি। পাঁচে নেমেছিলেন সঞ্জু স্যামসন। অপরাজিত রইলেন ৭ বলে ১২ করে। অপরপ্রান্তে ১ বলে খেলে ১* করেন রিঙ্কু সিং।

Also Read: IND vs ZIM: শতকের মাইলফলক ছুঁয়েই গুরু’র আশীর্বাদ নিলেন অভিষেক শর্মা, ভাইরাল মন ভালো করা ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *