IND vs ZIM: বিরাট রদবদল ভারতীয় দলে, ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি গৌতম গম্ভীরের পছন্দের তারকার !! 1

IND vs ZIM: গত শনিবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ভারতীয় দল। বার্বাডোজের কেনসিংটন ওভালে তৈরি হয়েছে নতুন ইতিহাস। বিশ্বজয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরছে তারা। আগামী শনিবার অর্থাৎ ৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ (IND vs ZIM)। ৬, ৭, ১০, ১৩ ও ১৪ তারিখ পাঁচটি ম্যাচ রয়েছে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে। কুড়ি-বিশের বিশ্বকাপজয়ী অধিকাংশ সদস্যকেই অবশ্য এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। কেবল সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং-এর মত যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পান নি, তাঁদেরই জায়গা দেওয়া হয়েছে জিম্বাবুয়ে সফরের দলে। আর নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় যুক্ত করা হয়েছে শিবম দুবেকে।

জিম্বাবুয়ে (IND vs ZIM) সফরের বড় চমক হতে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) নয়া অধিনায়ক। দেশের দ্বাদশ টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। এর আগে আইপিএলে গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিয়েছেন তিনি, কিন্তু আন্তর্জাতিক আঙিনায় এই প্রথম দায়ভার চাপতে চলেছে তাঁর কাঁধে। কৌতূহল ছিলো নতুন কোচ কে হবেন তা নিয়েও। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পরেই সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। মনে করা হয়েছিলো জিম্বাবুয়ে সফরেই নতুন কোচের সাথে পরিচয় হয়ে যাবে ক্রিকেটজনতার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে বিসিসিআই। গতকাল যে দল দেশ ছেড়েছে, সেখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। দুজনের নাম ‘শর্ট লিস্ট’ হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি বলেই জানিয়েছেন  সচিব জয় শাহ।

Read More: TOP 3: টিম ইন্ডিয়ার ৩ ক্রিকেটার, যাঁদের উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মা’র !!

ভারতীয় দলে তিন নতুন মুখ-

Harshit Rana | IND vs ZIM | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

গতকাল ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। উড়ে গেছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। রিঙ্কু (Rinku Singh), যশস্বী (Yashasvi Jaiswal), শিবম (Shivam Dube), সঞ্জু স্যামসনদের (Sanju Samson) ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু সেখানেই দেখা গিয়েছে বিপত্তি। হারিকেন বেরিলের কারণে আপাতত বন্ধ বার্বাডোজ বিমানবন্দর। চলছে না কোনো বিমান। ক্রিকেটাররা ট্রফি জয়ের পর দেশেও ফিরতে পারেন নি এখনও। রয়ে যেতে হয়েছে দ্বীপরাষ্ট্রের হিলটন রিসর্টেই। যশস্বী জয়সওয়ালের পোস্ট করা ইন্সটাগ্রাম স্টোরিতে চোখে পড়েছে হারিকেনের ভয়াবহতা। কবে তারা বার্বাডোজ ছাড়ার সবুজ সংকেত পাবেন এখনও তা জানানো যাচ্ছে না। ফলে শেষ মুহূর্তে ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের স্কোয়াডে কিছু রদবদল করতে হয়েছে বিসিসিআই’কে।

আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে যে প্রথম দুটি টি-২০’র জন্য দলে যোগ করা হচ্ছে হর্ষিত রাণা (Harshit Rana), জিতেশ শর্মা (Jitesh Sharma) ও সাই সুদর্শন’কে (Sai Sudharshan)। তাঁরাই থাকছেন বার্বাডোজে আটকে পড়া তারকাদের বদলি হিসেবে। জিতেশ ও সাই সুদর্শন এর আগে সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলেছেন। তবে হর্ষিতের (Harshit Rana) সুযোগ পাওয়াকে ইঙ্গিতবাহী বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে এবারের আইপিএলে (IPL) ১৯ উইকেট পেয়েছিলেন দিল্লীর তরুণ পেসার। কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অন্যতম পছন্দের ক্রিকেটার তিনি। শোনা যাচ্ছে নাইট দলের দায়িত্ব ছেড়ে তিনিই টিম ইন্ডিয়ার কোচের পদে বসতে চলেছেন। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পাওয়ার আগেই পছন্দের তরুণকে আন্তর্জাতিক মঞ্চে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন ‘গুরু গম্ভীর।’

দেখে নিন বিসিসিআই-এর বিজ্ঞপ্তিটি-

প্রথম দুটি টি-২০তে ভারতীয় দল-

শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সাই সুদর্শন, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।

Also Read: IND vs ZIM: ভারতের বিরুদ্ধে দুর্দান্ত চাল দিচ্ছে জিম্বাবুয়ে, এই পাকিস্তানি খেলোয়াড়কে দিলো অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *