IND vs ZIM: গতকাল হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টিম ইন্ডিয়াকে (Team India) এক প্রকার চমকেই দিয়েছে জিম্বাবুয়ে শিবির। খাতায়-কলমে পিছিয়ে থাকা শেভ্রনদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল পাঠানো কি বড়সড় ভুল সিদ্ধান্ত প্রমাণিত হবে, এই প্রশ্ন উঠে গিয়েছে সিরিজের প্রথম টি-২০’র পরেই। কম রানের পুঁজি হাতে নিয়েও দুর্দান্ত বোলিং করে সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) দেশকে রুখে দিয়েছেন তেন্ডাই ছাতারা, ব্রায়ান বেনেটরা (Brian Bennett)। অপ্রত্যাশিত হারের পর নিজেদের গুছিয়ে নেওয়ার বিশেষ সময় পাচ্ছে না ভারতীয় শিবির। আজই দ্বিতীয় টি-২০ খেলতে নামতে হচ্ছে তাদের। লড়াইতে টিকে থাকতে হলে আজ জয় একান্ত প্রয়োজন ‘মেন ইন ব্লু’র। সেই কথা মাথায় রেখেই কার্যনির্বাহী প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণ একাদশে আনতে পারেন একঝাঁক বদল।
ইনিংসের শুরুতে আজ ভারতের হয়ে দেখা যাবে শুভমান গিল’কে (Shubman Gill)। তবে বদলে যেতে পারেন তাঁর ওপেনিং পার্টনার। অভিষেক শর্মা (Abhishek Sharma) নয় বরং মাঠে নামতে পারেন সাই সুদর্শন (Sai Sudharshan)। উইকেটে টিকে থেকে বড় রান করতে সাই সিদ্ধহস্ত। তাঁর সেই দক্ষতা কাজে লাগাতে চাইবে দল। তিনে থাকছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। চারে রিয়ান পরাগের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে অভিজ্ঞ জিতেশ শর্মাকে। পাঁচ নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। গতকালের ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে তাকাতে চাইবেন তিনি। ছয়ে থাকছেন ধ্রুব জুড়েল। সাতে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের উপর থাকবে বড় দায়িত্ব। স্পিন বিভাগ সামলাবেন রবি বিষ্ণোই। খলিল আহমেদকে বাইরে রেখে সুযোগ দেওয়া হতে পারে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। এছাড়াও একাদশে থাকতে পারেন মুকেশ কুমার ও আবেশ খান।
Read More: অসহায় আত্মসমর্পণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের, পাক প্রাক্তনীদের বিপক্ষে হার ৬৮ রানের ব্যবধানে !!
IND vs ZIM ম্যাচের সময়সূচি-
জিম্বাবুয়ে (ZIM) বনাম ভারত (IND)
ম্যাচ নং- দ্বিতীয় টি-২০
তারিখ- ০৭/০৭/২০২৪
ভেন্যু- হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে
সময়- বিকেল ৪টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Harare Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
হারারে ক্রিকেট ক্লাবের মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-২০তে সম্মুখসমরে ভারত ও জিম্বাবুয়ে (IND vs ZIM)। সাধারণত এখানে ব্যাট ও বলের দ্বৈরথে ভারসাম্য দেখা যায়। ইনিংসের শুরুতে সাহায্য পান পেসাররা। পরে স্পিনারদের কার্যকরী হতে দেখা যায়। ক্রিজে থিতু হয়ে যাওয়ার পর সাফল্য পান ব্যাটাররাও। কিন্তু গতকাল সিরিজের প্রথম টি-২০তে এখানে ব্যাটিং নয় বরং রাজত্ব করতে দেখা গিয়েছে বোলারদের। আজ বাইশ গজের কোন চরিত্র সামনে আসে তা নিয়ে রয়েছে জল্পনা। পরিসংখ্যান বলছে এই মাঠে আয়োজিত হওয়া ৪২টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় মিলেছে ২৪টিতে। আর রান তাড়া করে আসা জয়ের সংখ্যা ১৮। টসজয়ী অধিনায়ক গতকালের ম্যাচের কথা মাথায় রেখে প্রথম ব্যাটিং করতে পারেন।
গতকাল এক রোদ ঝলমলে আবহাওয়ায় ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) প্রথম টি-২০ ম্যাচটি আয়োজিত হয়েছিলো। আজও হারারেতে আবহাওয়া তেমনই থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আজ। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আশ্বস্ত হতে পারেন ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা আজ নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২৮ শতাংশ থাকার পূর্বাভাস রয়েছে। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
IND vs ZIM, হেড টু হেড পরিসংখ্যান-
টি-২০ ক্রিকেটের আসরে ভারত ও জিম্বাবুয়ের (IND vs ZIM) সাক্ষাৎ হয়েছে ৯টি ম্যাচে। এর মধ্যে ভারতের জয়ের সংখ্যা ৬। ভারতের মাটিতে কখনও টি-২০ খেলে নি দুই দল। টিম ইন্ডিয়ার ৬টি জয়ের মধ্যে ৫টি এসেছে জিম্বাবুয়ের মাটিতে। ১টি ম্যাচে সাফল্য এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে ‘মেন ইন ব্লু’র বিপক্ষে শেভ্রনদের জয়ের সংখ্যা ৩। নিরপেক্ষ ভেন্যুতে তারা কখনও ভারতকে হারাতে পারে নি। তাদের প্রতিটি জয়ই এসেছে নিজেদের ঘরের মাঠে।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- শুভমান গিল, সাই সুদর্শন
মিডল অর্ডার- ঋতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মা
ফিনিশার- রিঙ্কু সিং, ধ্রুব জুড়েল
বোলার- ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার
উইকেটরক্ষক- ধ্রুব জুড়েল
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ঋতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার।