জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া, প্রথম ম্যাচে ভরাডুবির পর অবশেষে টিম ইন্ডিয়া সিরিজের (IND vs ZIM) দ্বিতীয় ম্যাচেই তাদের সুনিশ্চিত করলো। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শুভমান মাত্র ২ রান বানিয়েই প্যাভিলিয়নে ফিরে যান। তবে কঠিন সময়ে দুরন্ত ফাইটব্যাক দেখালেন অভিষেক শর্মা ও ঋতুরাজ গাইকোয়ার্ড পাওয়ার প্লেতে কেবলমাত্র ৩৬ রান বানানো টিম ইন্ডিয়া, ২০ ওভার শেষে ২৩৪ রানে পৌঁছে যায়।
ভারতীয় দলের হয়ে ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৪৭ বলে ৭টি চার ও ৯টি ছক্কার বিনিময়ে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক। পাশাপশি, ৪৭ বলেই ১১টি চার ও ১টি ছক্কায় ঋতুরাজ গাইকোয়ার্ডের ব্যাট থেকে এসেছে ৭৭ রান। তাছাড়া রিংকু সিং (Rinku Singh) ২২ বলে ২টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৪৮ রান রান বানিয়ে ভারতীয় দলকে ২৩৪ রানে পৌঁছে দেন।
Read More: IND vs ZIM: ২,৪,৬,৪,৬,৪…রণংদেহী মেজাজে অভিষেক শর্মা, জিম্বাবুয়ে বোলারের কালঘাম ছোটালেন এক ওভারেই !!
১০০ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া
এই রান তাড়া করতে এসে, ৩ বলে ৪ রান বানান ইনোসেন্ট কইয়া, ব্রেন বেনেট ও মাধভেড়ার মধ্যে ১৫ বলে ৩৬ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। তবে, এরপর তাসের ঘরের মতন ভেঙে পরে জিম্বাবুয়ে দলের ব্যাটিং। ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন মাধভেড়া। ২৬ বলে ৩৩ রান বানান লুক জংওয়ে। ভারতীয় দলের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar)।
৩৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মুকেশ, পাশাপশি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন আবেশ খান। তাছাড়া আজকের ম্যাচেও পুরানো ছন্দ বজায় রাখলেন রবি বিষ্ণু, ৪ ওভারে তিনি মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। পাশাপশি, ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন ওয়াসিংটন সুন্দর। ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০০ রানে জয় সুনিশ্চিত করলো।