IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের (IND vs ZIM) প্রথম টি-২০ ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয়েছিলো ভারতকে। ফেভারিট হিসেবে শুরু করেও পরাজয়ের স্বাদ পেয়েছিলো শুভমান গিলের দল। প্রতিপক্ষকে মাত্র ১১৫ রানে আটকে রাখতে সক্ষম হলেও ব্যাটিং ব্যর্থতা বিপদের মুখে ফেলেছিলো ‘মেন ইন ব্লু’কে। সেই ম্যাচের ভুলচুক থেকে শিক্ষা নিয়েই আজ মাঠে নেমেছে দল। সমতা ফেরানোই একমাত্র লক্ষ্য। আগের দিন টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন এই সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিল। জয় আসে নি। আজ উলটো পথে হাঁটতে দেখা গেলো তাঁকে। প্রথমে ব্যাটিং বেছে নেন তিনি। কাজে এলো তাঁর এই সিদ্ধান্ত। প্রাথমিক জড়তা কাটিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া।
ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন করে নি ভারত। মাঠে নেমেছিলেন শুভমান গিল ও অভিষেক শর্মা। শুরুতেই চাপ বাড়িয়েছিলো শেভ্রনরা। সাজঘরে ফিরতে হয় শুভমান’কে। এরপর বেশ কিছুটা সময় গুটিয়েই ছিলেন ভারতীয় ব্যাটাররা। উইকেট না এলেও সেই সময় ছড়ি ঘোরাতে দেখা গিয়েছিলো জিম্বাবুয়ে পেসারদের। পরিস্থিতিতে বদল আসে দশম ওভার শেষ হওয়ার পর। খোলস ছেড়ে বেরোন অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়। অভিষেক ম্যাচে আগের দিন শূন্য করে আউট হয়েছিলেন অভিষেক। আজ পুরো বিপরীত দৃশ্য দেখা গেলো তাঁর ব্যাটিং-এ। চার-ছক্কার বৃষ্টির সাক্ষী থাকলেন হারারে স্টেডিয়ামের হাজার খানেক দর্শক। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম শতরান পেলেন তিনি। অনবদ্য অর্ধশতক ঋতুরাজ গায়কোয়াড়েরও। শেষমেশ ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩৪ তুলে থামলো ভারত।
Read More: “একেই বলে কামব্যাক…” জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৩৪ রান জুড়ে দিল টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
হারারেতে হারিকেন অভিষেকের ব্যাটে-
ব্লেসিং মুজারাবানির ডেলিভারিটি যখন শুভমান গিলের ব্যাট ছুঁয়ে জমা পড়ছে ব্রায়ান বেনেটের হাতে, তখন নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিলো না অভিষেক শর্মা’র কাছে। ওপেনিং পার্টনারকে যখন খোয়ান তিনি, ভারতের স্কোরবোর্ডে তখন মাত্র ১০। আরও একবার ব্যাটিং ভোগাবে কিনা সেই চিন্তাই তখন জাঁকিয়ে বসেছিলো ভারতীয় সমর্থকদের মনে। কিন্তু এরপর তাঁদের আশ্বস্ত করলেন পাঞ্জাবের বাম হাতি ওপেনার। ঋতুরাজ গায়কোয়াড়কে সাথে নিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ভাগ্যও আজ সঙ্গ দিলো তাঁর। অভিষেকের ক্যাচ হাতছাড়া করেন ওয়েলিংটন মাসাকাদজা। তার পরেই যেন আরও সাহসী হয়ে উঠলেন তিনি। আইপিএলে যেমন বিশ্বের সেরা বোলারদের অবলীলায় পাঠাতেন মাঠের বাইরে, ঠিক সেই ছন্দই আবারও খুঁজে নেন তিনি।
একাদশতম ওভারকেই বলা যেতে পারে অভিষেক তথা ভারতীয় ইনিংসের টার্নিং পয়েন্ট। ডিওন মায়ার্সের ছয়টি বলের মোকাবিলা করেন তরুণ ওপেনার। তুলে নেন ২৮টি রান। প্রথম ডেলিভারিতে নিয়েছিলেন ২। এরপরের পাঁচটি বলে মারেন যথাক্রমে ৪, ৬, ৪, ৬ ও ৪। আর পিছন ফিরে তাকাতে হয় নি। দিনকয়েক আগে হারিকেনের জন্য বার্বাডোজে আটকা পড়েছিলেন টি-২০ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আজ হারারের বাইশ গজে সেই হারিকেন যেন দেখা গেলো অভিষেক শর্মা’র ব্যাটে। যখন তিনি ৮২তে, তখন সিকান্দার রাজা’র বলে তাঁকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ’র সাহায্য নিয়ে রক্ষা পান। এরপর ওয়েলিংটন মাসাকাদজা’কে পরপর তিন ছক্কা হাঁকিয়ে স্পর্শ করেন শতরানের মাইলস্টোন। মাসাকাদজার শিকার হয়েই সাজঘরে ফিরলেও ৪৭ বলে ১০০ রানের অভাবনীয় ইনিংস খেললেন অভিষেক।
দাপুটে ব্যাটিং ঋতুরাজেরও, সঙ্গী রিঙ্কু-
এক প্রান্তে অভিষেক শর্মা যখন ঝড় তুলেছেন, তখন খানিক শান্ত ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু তিনি আউট হওয়ার পরেই গিয়ার বদলান অভিজ্ঞ ব্যাটার। হয়ে ওঠেন আক্রমণাত্মক। ১৮তম ওভারে তেণ্ডাই ছাতারাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। ওভারের প্রথম বলে এক রান নিয়ে প্রান্ত বদলান রিঙ্কু সিং। দ্বিতীয় বলে চার মারেন ঋতুরাজ। পরের বলটি উড়ে যায় মাঠের বাইরে। ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারিটিকেও বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। ৩ ওভারে মাত্র ১৮ রান খরচ করেছিলেন ছাতারা। ঋতুরাজের সৌজন্যে দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪ ওভারে ৩৮ রান। সেখানেই থামেন নি মহারাষ্ট্রের ব্যাটার, লুক জংওয়েকেও মারেন আরও একটি বাউন্ডারি। শেষমেশ ৪৭ বল খেলে অপরাজিত রইলেন ৭৭ রান করে।
টি-২০ বিশ্বকাপে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং। একটি ম্যাচেও মাঠে নামতে পারেন নি। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও সাফল্য পান নি তিনি। শূন্য করে ফিরেছিলেন সাজঘরে। আজ সেই কঠিন সময়কে পিছনে ফেলে আসার ইঙ্গিত দিলেন তিনি। একটা সময় অবধি শান্ত ছিলেন তিনিও। ঋতুরাজকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার সুযোগ দিচ্ছিলেন। জ্বলে ওঠেন শেষ দুই ওভারে। ব্লেসিং মুজারাবানি’র বিরুদ্ধে হাঁকান জোড়া ছক্কা। আর ২০তম ওভারে লুক জংওয়ে’কে একটি চারের পাশাপাশি দুই বার আছড়ে ফেলেন মাঠের বাইরে। মাত্র ২২ খেলে আজ ২টি চার ও ৫টি বিশাল ছক্কার সাহায্যে ৪৮ রানে নট-আউট রইলেন রিঙ্কু। অর্ধশতক অল্পের জন্য হাতছাড়া হলেও তাঁর ইনিংস রানের পাহাড়ে পৌঁছে দিলো টিম ইন্ডিয়াকে।
Also Read: IND vs ZIM: ২,৪,৬,৪,৬,৪…রণংদেহী মেজাজে অভিষেক শর্মা, জিম্বাবুয়ে বোলারের কালঘাম ছোটালেন এক ওভারেই !!