IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় উদযাপনে চমক ভারতীয় দলের ! ট্রফি হাতে সেলিব্রেশনে মাতলেন এই আগন্তুকও !! 1

IND vs SL: গতকাল তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে রীতিমত দুরমুশ করে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। তার প্রস্তুতিটা দারুণ মেজাজে শুরু করলো ‘টিম ইন্ডিয়া।’ ৩ ম্যাচের সিরিজে উপমহাদেশীয় প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ, উমরান মালিকরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ম্যাচে সহজেই ৬৭ রানে জিতে যায় ভারতীয় দল। শতরান করেন বিরাট কোহলি (Virat Kohli)। রান পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিলরাও (Shubman Gill)। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা চাপে পড়লেও দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন বোলাররা। সিরাজ, কুলদীপের দাপটে ৪ উইকেটে জয় পায় ‘মেন ইন ব্লু।’ প্রথম দুই ম্যাচ জিতে যাওয়ায় তৃতীয়টি কার্যত নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছিলো। কিন্তু শ্রীলঙ্কাকে বিন্দুমাত্র হাল্কাভাবে না নিয়ে আরও আগ্রাসী হয়েই ঝাঁপাতে দেখা গেলো বিরাট-রোহিতদের। কোনো প্রতিরোধ গড়তে না পেরে ৩১৭ রানে হারলো শ্রীলঙ্কা। ট্রফি ঘরে তুলে নিলো ভারত। ট্রফিজয়ের পর উদযাপনে দেখা গেলো অভিনবত্ব। ‘টিম ইন্ডিয়া’র সদস্য না হয়েও দলের সাথে সেলিব্রেশনে মাতলেন এক ব্যক্তি।

ম্যাচের হাল-হকিকত-

Virat Kohli | image: twitter
Virat Kohli scored a brilliant century as India registered biggest ever ODI win at Thiruvananthapuram.

প্রথম দুই ম্যাচে হারের পর হোয়াইটওয়াশ এড়াতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে শ্রীলঙ্কা। মনে করা হয়েছিলো এমনটাই। কিন্তু বাস্তবে দেখা গেলো একদম উলটো ছবি। ভারতের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গেলেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় দল। দারুণ ভাবে শুরু করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। বিশ্বকাপের আগে দলকে স্বস্তিতে রাখবেন এই নয়া ওপেনিং জুটি। প্রথম ম্যাচে ১৪০ এর পর গতকাল ৯৫ রান তুললেন দু’জনে মিলে। রোহিত ব্যক্তিগত ৪২ রানের মাথায় ফিরলেও মাথা ঠান্ডা রেখে নিজের একদিনের কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করলেন শুভমান। ৯৭ বলে ১১৬ রানের পরিপাটি ইনিংসে কাট-পুল-ড্রাইভের মত দৃষ্টিনন্দন শট দেখা গেলো পাঞ্জাবের তরুণের ব্যাট থেকে। গিল আউট হয়ে ফেরার পর থেকে গ্রিনফিল্ডের প্রতিটি ঘাস দেখলো বিরাট কোহলি (Virat Kohli) শো। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন বড় রান পাচ্ছিলেন না তিনি। বাংলাদেশের বিরুদ্ধে বছরের শেষ একদিনের ম্যাচে শতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের মধ্যে ২টি শতরান করলেন নতুন বছরে। ১৩টি চার এবং ৮ ছক্কা মেরে ১১০ বলে ১৬৬ করে অপরাজিত থাকেন কোহলি। একদিনের ক্রিকেটে ৪৬তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম শতরান এলো তাঁর ব্যাট থেকে। শচীনের সাথে দূরত্ব কমলো আরও খানিকটা। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৭৩ রানে। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪টি, কুলদীপ যাদব (Kuldeep Yadav)২টি এবং মহম্মদ শামি ১টি উইকেট পান। ৩১৭ রানের ব্যবধানে বিশাল জয় দিয়ে নয়া বিশ্বরেকর্ড স্থাপন করলো ‘টিম ইন্ডিয়া।’

দলের সেলিব্রেশনের মাঝে কে এই আগন্তুক ?

IND vs SL | image: twitter
Rohit Sharma handed the winners’ trophy over to Mohammed Siraj

সিরিজ জয়ের ট্রফি নিতে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ট্রফি গ্রহণ করার আগে সাক্ষাৎকারে দলের সকলের প্রশংসা করার পাশাপাশি বিশেষ করে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) প্রশংসা শোনা যায় তাঁর মুখে। সিরাজকে ‘দুষ্প্রাপ্য প্রতিভা’ বলেও বর্ণনা করেন তিনি। এরপর ট্রফিটি তুলে দেন সিরাজেরই হাতে। মহেন্দ্র সিং ধোনির আমল থেকেই দলের জুনিয়রদের হাতে ট্রফি তুলে দেওয়ার রীতি রয়েছে ভারতীয় দলে। বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়াও যখন অধিনায়ক থেকেছেন বা থাকেন, এর রীতিই মেনে চলেন। কালও তাই দেখা গেলো তিরুঅনন্তপুরমে। এত অব্দি সব বাঁধা গতেই চলছিলো। হঠাৎ দেখা যায় নীল টি-শার্ট পরা এক ব্যক্তি ঢুকে পড়েন দলের ট্রফি উদযাপনের মাঝে। মহম্মদ সিরাজের সাথে কথাবার্তাও বলছিলেন তিনি। এই ব্যক্তির হাতেই ট্রফি তুলে দিলেন হায়দ্রাবাদের পেসার। ট্রফি হাতে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। ভারতীয় দলের সেলিব্রেশনের মাঝে কে এই অজ্ঞাতপরিচয় ব্যক্তি? মুহূর্তে জল্পনা শুরু হয়ে গিয়েছিলো ক্রিকেট অনুরাগীদের মধ্যে। শেষমেশ অবশ্য কৌতূহল নিরসন হতেও বেশী সময় লাগে নি। জানা যায় BCCI-এর ঘরোয়া সিরিজের টাইটেল স্পন্সর ‘মাস্টারকার্ড’-এর তরফ থেকে মাঠে ছিলেন তিনি। দলের সাথে ট্রফিটি একবার ছুঁয়ে দেখার ইচ্ছা ছিলো তাঁর। ভক্তের প্রত্যাশা মেটাতেই তাই তাঁকে কাছে ডেকে নেয় ‘টিম ইন্ডিয়া।’

দেখে নিন গোটা ঘটনার ভিডিওটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *