IND vs SL

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে লঙ্কাবাহিনী স্কোরবোর্ডে তুলেছে ২৪০ রান। ১৩৬ রানের মাথায় ৬ উইকেট হারানোর পরেও লোয়ার অর্ডারে দুনিথ ওয়েলালাগে (Dunith Wellalage), কামিন্দু মেন্ডিসদের সৌজন্যে আরও ১০৪ রান যোগ করতে সক্ষম হয় তারা। রান তাড়া করতে নেমে ভারত শুরুটা বেশ ভালো করেছিলো। গত শুক্রবারের মত আজও ধুন্ধুমার অর্ধশতক করেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ব্যক্তিগত ৬৪ রানের মাথায় ভারত অধিনায়ক আউট হতেও সম্পূর্ণ ১৮০ ডিগ্রী ঘুরে যায় ম্যাচের পরিস্থিতি। একের পর এক উইকেট  হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। অনবদ্য বোলিং করে একাই ভারতীয় ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরালেন জেফ্রি ভাণ্ডেরসে (Jeffery Vanderasey)।

Read More: BCCI-এর চক্রান্তের শিকার ঈশান-পৃথ্বী, দলকে চ্যাম্পিয়ন করেও জুটছেনা সুযোগ !!

নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera) ছিটকে গিয়েছিলেন ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে। কুড়ি-বিশের সিরিজ খেললেও চোটের কারণে ওডিআই’তে ছিলেন না মাথিশা পথিরানা (Matheesha Pathirana)ও দিলশান মাদুশাঙ্কা’ও। প্রথম সারির বোলাররা থাকলে আজকের ম্যাচে হয়ত মাঠে নামাই হত না জেফ্রি ভাণ্ডেরসের (Jeffery Vanderasey)। খানিক বাধ্য হয়েই তাঁকে প্রথম একাদশে রাখতে হয়েছিলো কোচ সনৎ জয়সূর্য’কে। বল হাতে প্রেমাদাসার বাইশ গজে কামাল করে দিলেন তিনিই। এক বা দুই নয়, ৩৪ বর্ষীয় লেগস্পিনার প্রতিবেদন লেখার সময় অবধি তুলে নিয়েছেন ছ’টি উইকেট। শ্রীলঙ্কান বোলিং-এর মুখ হয়ে উঠেছেন তিনিই। বিরাট (Virat Kohli) থেকে রোহিত, শ্রেয়স থেকে রাহুল-ভাণ্ডেরসের বোলিং বিক্রমে আজ নতজানু সকলেই।

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি (Virat Kohli), শিবম দুবে, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল-ভারতীয় ব্যাটিং লাইন আপের মহাতারকাদের বিপক্ষে আজ যেন একাই একশ জেফ্রি ভাণ্ডেরসে (Jeffery Vanderasey)। তাঁর পারফর্ম্যান্স রীতিমত হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় অচেনা একজন ক্রিকেটার থেকে রাতারাতি যেন তারকা হয়ে গিয়েছেন তিনি। ‘ভারত অনুশীলন করেছিলো পথিরানার বিরুদ্ধে খেলার জন্য, কিন্তু অচেনা প্রশ্ন হিসেবে এসে পড়েছে ভাণ্ডেরসে’ মজা করে লিখেছেন একজন। ‘সিরাজের সেই এশিয়া কাপ ফাইনালের পারফর্ম্যান্স মনে পড়ে গেলো’ লিখেছেন আরেকজন। ‘ম্যাচটা ভারত বনাম শ্রীলঙ্কা হচ্ছে না ভারত বনাম ভাণ্ডেরসে হচ্ছে, একটু বলবেন?’ প্রশ্নের আড়ালে প্রচ্ছন্ন প্রশংসা ছুঁড়ে দিয়েছেন এক নেটনাগরিক। ‘রীতিমত খাবি খাচ্ছে টিম ইন্ডিয়া’ হতাশা ব্যক্ত করেছেন এক অনুরাগী।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs SL 2nd ODI: ভারতের গলার কাঁটা সেই ‘লোয়ার অর্ডার’, প্রথম ব্যাটিং করে ২৪০ তুললো শ্রীলঙ্কা !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *