ind-vs-sl-sri-lanka-made-a-come-back

IND vs SL: সদ্য টি-২০তে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত বছরের নভেম্বরে খেলেছে ওডিআই বিশ্বকাপের ফাইনাল। ধারে-ভারে লঙ্কানদের বিরুদ্ধে (IND vs SL) বিশেষজ্ঞদের বিচারে অনেকখানি এগিয়েই ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু বাইশ গজের যুদ্ধকে যে কেবল শুকনো পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না তা আবারও বোঝা গেলো ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ থেকেই। প্রথম ম্যাচ টাই হয়। দ্বিতীয় ম্যাচে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই জেতে লঙ্কান লায়ন্স’রা। পিছিয়ে থাকা ভারতের সামনে ছিলো ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু ‘নির্মম’ শ্রীলঙ্কা সেই সুযোগটুকুই দিলো না হেভিওয়েট প্রতিপক্ষকে। প্রেমাদাসার পিচে টসে জিতে প্রথম ব্যাট করে ২৪৮ তোলে তারা। ৯৬ করেন আবিষ্কা ফার্নান্দো (Avishka Fernando)। রান তাড়া করতে নামা টিম ইন্ডিয়া’কে ১৩৮ রানেই রুখে দেয় শ্রীলঙ্কা। ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জেতে ভারতের বিরুদ্ধে।

Read More: IND vs SL 3rd ODI: “অতি দর্পে হতা লঙ্কা…” লজ্জার সিরিজ হার ভারতের, ক্ষোভে উত্তাল সমাজমাধ্যম !!

স্পিন অস্ত্রে ভারত বধ লঙ্কানদের-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারতের তারকাখচিত ব্যাটিং-কে সমীহ করে না, ক্রিকেটবিশ্বে এমন কোনো দল পাওয়া কঠিন। কিন্তু কোহলি, শ্রেয়স, রাহুলদের এক প্রকার অকেজো করে রেখেই ওডিআই সিরিজে (IND vs SL) বাজিমাত করে গেলো শ্রীলঙ্কা। একসময় স্পিনের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা যেত ভারতের ব্যাটারদের। শচীন, সৌরভ, শেহওয়াগ, যুবরাজদের স্পিনে নাস্তানাবুদ করা বেশ কঠিন ছিলো। কিন্তু বর্তমানে ঘূর্ণি বোলিং-ই যে টিম ইন্ডিয়ার ক্রিপটোনাইট তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো এই সিরিজ। প্রেমাদাসার মন্থর উইকেটে বাজিমাত করে গেলেন লঙ্কান স্পিনাররাই। প্রথম ম্যাচে ২৩১-এর লক্ষ্য তাড়া করতে নামা ভারতের সামনে ত্রাস হয়ে দাঁড়ান ওয়েলালাগে (Dunith Wellalage), আশালঙ্কা। দ্বিতীয় ম্যাচে ভাণ্ডেরসের ৬ উইকেটের ধাক্কায় ২৪১ অধরা থাকে ‘মেন ইন ব্লু’র। আজ একসাথে আঘাত হানলেন ওয়েলালাগে, তীক্ষণা ও ভাণ্ডেরসে। ত্রয়ীর ধাক্কাতেই ১৩৮ রানে শেষ ভারতের ইনিংস।

দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা-

Sri Lanka Cricket Team | Image: Getty Images
Sri Lanka Cricket Team | Image: Getty Images

১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ২০০৭ ও ২০১১-র রানার্স শ্রীলঙ্কা। জিতেছে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ’ও। জয়সূর্য, ডি সিলভা, সাঙ্গাকারা, জয়বর্ধনে, মুরলীথরণের দেশ গত কয়েক বছরে বাইশ গজের যুদ্ধে ক্রমেই পিছিয়ে পড়ছিলো। এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালে ভারতের বিরুদ্ধে মাত্র ৫০ রানে গুটিয়ে গিয়ে গড়েছিলো লজ্জার নজির। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপেও ভারতের বিরুদ্দে তারা হেরেছিলো ৩০২ রানের বিশাল ব্যবধানে। লীগ তালিকায় নবম স্থানে শেষ করায় আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যোগ্যতাও অর্জন করতে পারে নি তারা। এমনকি সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) গ্রুপ পর্বেই থামতে হয়েছে তাদের। জায়গা হয় নি সুপার এইটে। একের পর এক হতাশাজনক ফলাফল অন্ধকারে ঠেলে দিয়েছিলো লঙ্কানদের। আজকের ওডিআই সিরিজ জয় ক্রিকেটজনতাকে দিলো মুক্তির আনন্দ।

জয়ের পর যা জানালেন অধিনায়ক-

Charith Asalanka | Image: Getty Images
Charith Asalanka | Image: Getty Images

শ্রীলঙ্কার এই ঐতিহাসিক সিরিজ (IND vs SL) জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছেন তাদের অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka) স্বয়ং। প্রথম ওডিআই ম্যাচে পরপর দুই বলে শিবম দুবে (Shivam Dube) ও আর্শদীপ সিং-কে আউট করে ম্যাচ টাই করিয়েছিলেন তিনিই। আজ ২-০ সিরিজ জয়ের পর তৃপ্ত তিনি। ক্যাপ্টেন্সি কেরিয়ারের শুরুটা হয়েছিলো ভারতের কাছেই টি-২০তে হোয়াইটওয়াশ হয়ে। পঞ্চাশ ওভারর ফর্ম্যাটে পালটা দিতে পেরে খুশি তিনি। বলেন, “আমি এখন একজন সুখী অধিনায়ক। গোটা সিরিজ জুড়ে গোটা দলই সঠিক কাজগুলো করেছে। আমরা জানতাম যে ওদের (ভারত) শক্তিশালী ব্যাটিং লাইন-আপ রয়েছে এবং নিজেদের শক্তির উপর আস্থা রাখতে চেয়েছিলাম। স্পিন আমাদের শক্তি, আমরা তাতেই ভরসা রেখেছি। সবাই ফুরফুরে মেজাজে রয়েছে। আমাদের কোচ (সনৎ জয়সূর্য) খুবই তৎপর। ছেলেরা দলের পরিবেশ উপভোগ করেছে।”

Also Read: “আর খেলার প্রয়োজন নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের করুন পরিণতির পর সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *