IND vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ আজ। প্রথম খেলাটি টাই হওয়ায় আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শিবিরের কাছেই। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে গেলে জয় ছাড়া রাস্তা খোলা নেই। টসে জিতে গত শুক্রবারের মতই আজও প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো লঙ্কানরা। প্রথম বলেই উইকেট খোয়ানোর পর ঘুরে দাঁড়ায় তারা। প্রথমে কুশল মেন্ডিস ও আবিষ্কা ফার্নান্দো (Avishkar Fernando) প্রতিরোধ গড়েন। তারপর লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করতে দেখা যায় কামিন্দু মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগেকে। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান করে শ্রীলঙ্কা। শুক্রবারের মত আজও এক জমজমাট ম্যাচ দেখার উদ্দেশ্যে রবিবার টেলিভিশনের সামনে বসেছেন দর্শকেরা। গ্যালারিও প্রায় ভর্তি। গোটা ইনিংসের প্রতিটা বলই উপভোগ করেছেন সকলে। কেবল সিরাজ (Mohammed Siraj) ও আকিলা ধনঞ্জয়ের একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া।
Read More: IND vs SL: “পড়ে এসেছিলো পথিরানা, এসেছে ভাণ্ডেরসে…” লঙ্কান স্পিনারের দুর্দান্ত পারফর্ম্যান্সে মোহিত নেটজনতা !!
মসৃণ গতিতেই এগোচ্ছিলো ম্যাচ। কিন্তু তাল কাটলো ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ মেজাজ হারানোয়। ইনিংসের শেষ দিকে তখন ব্যাটিং করছিলেন আকিলা ধনঞ্জয় (Akila Dhananjaya)। বল ডেলিভার করার পর হঠাৎ‘ই লঙ্কান ব্যাটারের দিকে তেড়ে যান সিরাজ। তাঁকে উদ্দেশ্য করে কিছু বলেন। ঘটনার ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে যে ধনঞ্জয়ের বোনের উদ্দেশ্যে অপশব্দ ব্যবহার করেছেন সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদের পেসারের এহেন আচরণে ক্ষুব্ধ ক্রিকেটজনতা। সিরাজকে দুষেছেন অনেকে। তাঁর মানসিকতাকে অখেলোয়াড়োচিত বলতেও ছাড়েন নি কেউ কেউ। ক্রিকেটমাঠে খেলাটা দুই দলের মধ্যে সীমাবন্ধ থাকা উচিৎ। পরিবার, বিশেষ করে মহিলাদের টেনে আনা মোটেই উচিৎ নয় বলে জানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তবে কাউকে কাউকে পাশেও পাচ্ছেন সিরাজ। ‘এটা ক্রিকেট, এখানে স্লেজিং এমনই হয়’, ‘মাঠে নামলে শুনতে হবেই’ সিরাজকে সমর্থন করে লিখেছেন অনুরাগীরা।
২৪১ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া (Team India)। শুরুটা হয়েছিলো বেশ ভালোই। অনবদ্য ক্রিকেট খেলে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গত ম্যাচের মত আজও তাঁর ব্যাট থেকে এলো ঝোড়ো অর্ধশতক। কিন্তু হিটম্যান আউট হওয়ার পরেই পালটে যায় ম্যাচের ছবি। ভারতের সামনে ত্রাস হয়ে দাঁড়ান জেফ্রি ভাণ্ডেরসে। ৩৪ বর্ষীয় লেগস্পিনারের ঘূর্ণিতে পরপর সাজঘরে ফেরেন রোহিত, শুভমান, কোহলি, শিবম দুবে, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল (KL Rahul)। ৬ উইকেট নিয়ে তিনি একাই ভারতকে ঠেলে দেন খাদের কিনারে। এরপর রুখে দাঁড়িয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু তাঁকে আউট করেন চরিথ আশালঙ্কা। প্রতিবেদন লেখার সময় অবধি টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে ১৯০ রান। এখনও প্রয়োজন ৫১ রান।
https://x.com/devoteofrohit45/status/1820077179683868703