IND vs SL: আগুনে ফর্মে রয়েছেন শুভমান গিল ! শ্রীলঙ্কার বিরুদ্ধে চোখধাঁধানো শতরানে জাত চেনালেন তরুণ ওপেনার !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে মাঠে নেমেছে ভারত। চলতি বছরে দেশের মাটিতেই বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে প্রতিটি ODI ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ‘টিম ইন্ডিয়া।’ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রতি ম্যাচেই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছে ভারতীয় দল। প্রথম ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৬৭ রানে প্রতিপক্ষকে হারিয়েছিলো ভারত। শতরান করেছিলেন বিরাট কোহলি। রান পেয়েছিলেন শুভমান গিল এবং রোহিত শর্মাও (Rohit Sharma)। দ্বিতীয় ম্যাচে ‘মেন ইন ব্লু’কে জয় এনে দিয়েছিলো বোলারদের দাপট। আর আজ তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে আরও একবার রানের পাহাড় গড়ার পথে ভারতীয় অল। রোহিত শর্মা চমৎকারভাবে ইনিংসের সূচনা করলেও তাঁকে আউট করেন করুণারত্নে (Chamika Karunaratne)। অধিনায়ক ফিরলেও বড় রান করলেন তাঁর ওপেনিং পার্টনার শুভমান গিল (Shubman Gill)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় শতরান তুলে নিলেন তিরুঅনন্তপুরমের মাঠে।

দ্বিতীয় শতরান শুভমানের, স্বস্তিতে ভারতীয় দল-

Shubman Gill | image: twitter
Youngster Shubman Gill scored his second ODI hundred against Sri Lanka

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন পাঞ্জাবের তরুণ ওপেনার শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বছরই টি-২০ অভিষেক হয়েছে তাঁর। প্রথম দুই ম্যাচে রান না এলেও তৃতীয় ম্যাচে ৪৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। বোঝান যে ছন্দেই রয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও শতরান এসেছিলো শুভমানের (Shubman Gill) ব্যাটে। অধিনায়ক রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে যাওয়ায় ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ওপেনারের জায়গাটি নিজের করে নিয়েছিলেন শুভমান। একদিনের ক্রিকেটেও দুর্দান্ত ফর্মে রয়েছে তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯০ এর কোঠায় থামতে হয়েছিলো আবহাওয়ার কারণে। প্রথম শতরান পেতে অবশ্য বিশেষ অপেক্ষা করতে হয় নি তাঁকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিলেন ৯৭ বলে ১৩০ রান। আর আজ করে ফেললেন নিজের দ্বিতীয় ODI শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভয়ডরহীণ ক্রিকেট খেলে ৯৭ বলে ১১৬ করলেন তিনি। মারলেন ১৪ টি চার এবং ২টি ছক্কা। শেষ দশ ODI ইনিংসে ২ টি অর্ধশতক এবং ২ টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। দীর্ঘদিন ওপেনার সমস্যায় ভুগতে থাকা ভারতীয় দলকে বিশ্বকাপের বছরে ভরসা যোগাবে শুভমানের (Shubman Gill) ফর্ম।

দেখে নিন আজকের ম্যাচে শুভমানের শতরানের মুহূর্তটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *