IND vs SL: ইনিংস শেষ করে আসা হলো না শ্রেয়স আইয়ার-এর ! কুমারার পেসে মাত হয়ে উইকেট খোয়ালেন ভারতীয় ব্যাটার !! 1

IND vs SL: গুয়াহাটি এবং কলকাতার জোড়া জয়ের সুবাদে ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আজকের তৃতীয় ম্যাচটি হিসেবমত হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার। তবে বিশ্বকাপের বছরে কোনো ম্যাচকেই হাল্কাভাবে নিচ্ছেন না ভারতের ক্রিকেটাররা। আজও পূর্ণ শক্তির দল নিয়েই তাই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছিলেন ব্যাটাররা। আর দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে এনেছিলো বোলারদের লড়াই। আজকের তৃতীয় ম্যাচে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও একবার ব্যাটারদের বিক্রম দেখলেন দর্শকেরা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে শতরান করেন শুভমান গিল। শতরান এলো বিরাটের ব্যাটেও। কোহলির সাথে যোগ্য সঙ্গত করে ভারতকে বড় ইনিংসের দিকে নিয়ে যাচ্ছিলেন শ্রেয়স আইয়ার। তবে ইনিংস শেষ করে আসা হলো না তাঁর। শেষবেলায় উইকেট হারালেন তিনি।

শেষবেলায় শ্রেয়সকে ফিরিয়ে স্বান্তনা পুরষ্কার শ্রীলঙ্কার-

IND vs SL: ইনিংস শেষ করে আসা হলো না শ্রেয়স আইয়ার-এর ! কুমারার পেসে মাত হয়ে উইকেট খোয়ালেন ভারতীয় ব্যাটার !! 2

আরও একবার ভারত থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে শ্রীলঙ্কাকে। প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে। আজকের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়ে হয়ে মাঠে নামবেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। মনে হয়েছিলো এমনটাই। কিন্তু ভারতের ব্যাটারদের সৌজন্যে তাঁদের রীতিমত হতদ্যম দেখালো ক্রিকেট মাঠে। শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি করেছলেন শুভমান গিল এবং রোহিত শর্মা। ৯৫ রানের ওপেনিং জুটি গড়েন দুইজনে। রোহিত ফিরলেও শতরান করলেন শুভমান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৬তম শতরানটাও সেরে ফেললেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে নিজের আগুনে ফর্ম ধরে রাখলেন তিনি। শুভমান আউট হওয়ার পর বাইশ গজে এসেছিলেন শ্রেয়স আইয়ার। সংহার যজ্ঞে নামা বিরাট কোহলির বিপরীতে ধীরস্থির গতিতে রানগতি বাড়াচ্ছিলেন তিনি। সুযোগ করে দিচ্ছিলেন বিরাটকে বড় শট খেলার। কিন্তু ইনিংসের শেষ অব্দি ক্রিজে থাকা হলো না শ্রেয়সের। ৩২ বলে ৩৮ রান করে ফিরতে হলো তাঁকে। লাহিরু কুমারার শর্ট বলে নিয়ন্ত্রণ হারান তিনি। ধনঞ্জয় ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে বসেন শ্রেয়স। নিজের চমৎকার ক্যামিও ইনিংসটিতে মেরেছেন ১ টি ছক্কা এবং ২টি চার। শ্রেয়স আউট হলেও বিশাল স্কোরের দিকে পা বাড়িয়েছে ভারতীয় দল।

দেখে নিন শ্রেয়স আইয়ারের উইকেটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *