IND vs SL

IND vs SL: গত শুক্রবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। ধুন্ধুমার যুদ্ধের পরেও জিতে মাঠ ছাড়তে পারে নি কোনো পক্ষই। টাই হয়েছিলো ম্যাচটি। প্রথম খেলাটি নিষ্ফলা হওয়ায় গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে আজকের দ্বিতীয় একদিনের ম্যাচটির। সিরিজ জিততে গেলে আজকের ম্যাচে জয় ছাড়া রাস্তা খোলা নেই কোনো পক্ষের কাছেই। মরিয়া হয়েই মাঠে নেমেছে দু’ই দল। প্রথম ম্যাচের মতই আজও টসে জিতেছে শ্রীলঙ্কা। ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে দেরী করেন নি অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। শুক্রবারের মতই আজও পিচ খানিক মন্থর। ভারতীয় স্পিনাররা ঘূর্ণির জাল বুনলেও ৫০ ওভার শেষে ২৪০ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে শ্রীলঙ্কা।

Read More: “আজকের ম্যাচটা জিত…” দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

ইনিংসের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এরপর আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস (Kusal Mendis) খেলায় ফেরান শ্রীলঙ্কাকে। ৭৪ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে। ওয়াশিংটন সুন্দরের জোড়া শিকার হয়ে তাঁরা যখন মাঠ ছাড়েন, তখন ফের একবার চালকের আসনে বসেছিলো টিম ইন্ডিয়া (Team India)। এরপর সাদিরা সমরাবিক্রমা ১৪ ও চরিথ আশালঙ্কা ২৫ রান করেন। জানিথ লিয়ানাগে করেন ১২। ১৩৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কার জন্য ২০০ অবধি পৌঁছানোও সেই সময় কঠিন মনে হচ্ছিলো। কিন্তু ঢাল হয়ে দাঁড়ান ওয়েলালাগে (Dunith Wellalage)। ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলে শক্ত ভিতের উপর দাঁড় করান ইনিংসকে। সঙ্গী ছিলেন কামিন্দু মেন্ডিস। ৪০ করেন তিনি। ৫০তম ওভারের পঞ্চম বলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুর্দান্ত থ্রো’তে রান-আউট হন তিনি।

শ্রীলঙ্কান ইনিংসের অন্যতম সেরা মুহূর্ত তৈরি হলো একদম শেষ ওভারে। পঞ্চম ডেলিভারিটিতে পুল শট মারতে গিয়েছিলেন কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। ব্যাট ও বলের সঠিক সংযোগ না হওয়ায় তা বাউন্ডারির বাইরে যায় নি। বরং যার ডিপ মিড উইকেট অবধি। দুই রানের আশায় দৌড়েছিলেন মেন্ডিস ও আকিলা ধনঞ্জয়। বিদ্যুতের গতিতে বল মুঠোবন্দী করে স্ট্রাইকার প্রান্তের দিকে ছুঁড়ে দেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অভ্রান্ত নিশানায় তা ছিটকে দেয় স্টাম্প। হতদ্যম কামিন্দু মেন্ডিস তখনও ক্যামেরার ফ্রেমেই এমন দুর্দান্ত রান-আউট করে সতীর্থদের কুর্নিশ আদায় করেছেন শ্রেয়স। একই সাথে চমকে দিয়েছেন শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্য’কে (Sanath Jayasurya)। রীতিমত বিস্ময়ভরা চোখে মাঠের দিকে তাকিয়ে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: IND vs SL 2nd ODI: ভারতের গলার কাঁটা সেই ‘লোয়ার অর্ডার’, প্রথম ব্যাটিং করে ২৪০ তুললো শ্রীলঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *