IND vs SL: ভালো শুরু করলেও এলো না বড় রান ! হতাশা সঙ্গী করেই রোহিত শর্মা ফিরে গেলেন সাজঘরে !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ খেলতে আজ নেমেছে ভারতীয় দল। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৬৭ রানের ব্যবধানে সহজেই জয় তুলে নিয়েছিলো ভারত। দ্বিতীয় ম্যাচে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে কঠিন লড়াইতেও ৪ উইকেটে জিতে ইতিমধ্যে সিরিজও পকেটে পুরে নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। আজ ম্যাচ হিসাবমত শুধুই নিয়মরক্ষার। তবুও তাকে হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় দল। একদিনের বিশ্বকাপের প্রস্তুতিটা উপমহাদেশীয় প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করেই শুরু করতে চায় ‘টিম ইন্ডিয়া।’ আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আরও একবার সাফল্যের সাথেই ব্যাট করলো শুভমান-রোহিতের ওপেনিং জুটি। অধিনায়ক রোহিতকে দেখে মনে হচ্ছিলো, আজ বড় রান আসতে চলেছে তাঁর ব্যাটে। কিন্তু মুহূর্তের ভুলেই থামতে হলো তাঁকে। করুণারত্নের বলে সাজঘরে ফিরতে হলো ‘হিটম্যান’কে।

ভরসা দিলো ওপেনিং, বড় রান মাঠে ফেলে ফিরলেন রোহিত-

IND vs SL rohit | image: twitter
Rohit Sharma falls after giving India a great start against Sri Lanka in the 3rd ODI

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকের আগে মাত্র একটিই একদিনের ম্যাচ খেলেছিলো ভারত। সেই ম্যাচে রান তাড়া করে সহজ তুলে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ আজ অবশ্য রান তাড়া করার পথে যান নি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টসে জিতে ব্যাটিং বেছে নেন। ওপেনিং করেন রোহিত স্বয়ং এবং সাথে শুভমান গিল। চলতি সিরিজেও এই নয়া জুটি প্রথমবার ইনিংসে সূচনা করতে বাইশ গজে নেমেছে। এখনও অব্দি ভরসা যোগাচ্ছেন দুজনেই। গুয়াহাটিতে ১৪০ রানের জুটি গড়েছিলেন, আর আজ করলেন ৯৫। রোহিত (Rohit Sharma) এবং শুভমান (Shubman Gill), দুজনকেই বেশ ছন্দে লাগছিলো আজ। গত বছরের গোটাটাই বেশ খারাপ কেটেছিলো রোহিতের। রান আসছিলো না। ক্রিজে স্বচ্ছন্দ লাগছিলো না তাঁকে। বছর ঘুরতেই অবশ্য ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। প্রথম ম্যাচের ৮০ রানের পর আজও দ্রুত গতিতে বড় রানের দিকে এগোচ্ছিলেন তিনি। ট্রেডমার্ক পুল, লং অফের ওপর দিয়ে উড়িয়ে দেওয়া ছক্কাগুলো ফিরেছিলো তাঁর ব্যাটে। কিন্তু ছন্দপতন হলো মুহূর্তের ভুলে। প্রিয় পুল শট মারতে গিয়েই টাইমিং-এ ভুল করে বসেন ভারত অধিনায়ক। চামিকা করুণারত্নের (Chamika karunaratne) বলে ধরা পড়লেন আভিষ্কা ফার্নান্দোর (Avishka Fernando) হাতে। ২ টি চার এবং ৩ ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪২ করেই আজ সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।

দেখে নিন রোহিত শর্মার উইকেটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *