ind-vs-sl-rohit-angry-at-arshdeep

শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) টি-২০ সিরিজে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ৩-০ হোয়াইটওয়াশ করেছিলো লঙ্কাবাহিনীকে। কিন্তু একদিনের সিরিজে লড়াইটা যে ততটাও সহজ হবে না তা আশালঙ্কা, সমরাবিক্রমারা বুঝিয়ে দিয়ে গেলেন গতকাল কলম্বোর মাঠে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা। শুরুতে উইকেট হারালেও পাথুম নিশাঙ্কা ও দুনিথ ওয়েলালাগের জোড়া অর্ধশতক তাদের পৌঁছে দেয় ২৩০ রানে। তাড়া করতে নেমে ভারত এগোচ্ছিলো দ্রুত গতিতে। কিন্তু ৭৫ ও ৮০ রানের মাথায় শুভমান গিল ও রোহিত শর্মা (Rohit Sharma) আউট হতেই খুলে যায় উইকেটের লক-গেট। মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে টিম ইন্ডিয়া। এরপরও ম্যাচে ফিরেছিলো দল। কিন্তু আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) ভুল সিদ্ধান্তে জয় হলো হাতছাড়া। টাইতেই হলো ম্যাচের পরিসমাপ্তি।

Read More: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে আউট হয়েও দ্বিতীয়বার ব্যাটিং করতে নামলেন বিরাট, সঙ্গ দিলেন MS ধোনি !!

আর্শদীপের ভুল শটে জয় হাতছাড়া ভারতের-

Arsdheep Singh | IND vs SL | Image: Getty Images
Arsdheep Singh | IND vs SL | Image: Getty Images

৪৮তম ওভারের দ্বিতীয় বলটিকে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। ভারতকে পৌঁছে দিয়েছিলেন ২৩০ রানে। দুই পক্ষের স্কোর সমান হওয়ার পরেও ২ উইকেট হাতে ছিলো টিম ইন্ডিয়ার (Team India)। কঠিন ম্যাচ হলেও ভারতই জিতে মাঠ ছাড়বে, আশাবাদী ছিলেন সমর্থকেরা। কিন্তু এরপর যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না প্রায় কেউই। চরিথ আশালঙ্কার (Charith Asalanka) বলে এলবিডব্লু হন শিবম দুবে (Shivam Dube)। জয়ের জন্য প্রয়োজন ১ রান, হাতে ১৫ বল, এমতাবস্থায় মাঠে নামেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। টি-২০ বিশ্বকাপে বেশ কয়েকবার ব্যাট হাতে নেমেছেন তিনি। আহামরি রান না করলেও নড়বড়ে মনে হয় নি বাম হাতি পেসারকে। তাই তখনও আশা ছাড়েন নি ভারতীয় দলের অনুরাগীরা।

সহজ সমীকরণ ছিলো জয়ের। সাবধানতার সাথে এক রান নিতে পারলেই ম্যাচ পকেটে পুরে ফেলতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু সোজা রাস্তায় না হেঁটে নায়কোচিত ‘ফিনিশ’-এর পথ বেছে নেন আর্শদীপ (Arshdeep Singh)। মহেন্দ্র সিং ধোনি যেমন শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতাতেন ভারতকে, তেমনই মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে কলম্বোতে টিম ইন্ডিয়াকে  (Team India) সাফল্য এনে দিতে চেয়েছিলেন আর্শদীপ সিং-ও। কিন্তু হিসেবে ভুলচুক হয়ে গিয়েছিলো পাঞ্জাবের ক্রিকেটারের। চরিথ আশালঙ্কার বলটি তাঁর ব্যাট স্পর্শ করার বদলে আছড়ে পড়ে থাইপ্যাডে। আঙুল তুলতে ভুল করেন নি আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন আর্শদীপ। কিন্তু লাভ হয় নি। ২৩০ রানেই ইনিংস সমাপ্ত হওয়ায় শেষমেশ টাই হয় সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি।

দেখুন আর্শদীপের শট’টি-

অধিনায়কের রোষানলে আর্শদীপ-

Arshdeep Singh and Rohit Sharma | Image: Getty Images
Arshdeep Singh and Rohit Sharma | Image: Getty Images

যেভাবে জেতা ম্যাচ হাতছাড়া করে এলেন আর্শদীপ সিং (Arshdeep Singh), তা ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক যে ভালোভাবে নেয় নি তা দিনের আলোর মত পরিষ্কার। নতুন কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সাজঘরে দেখা যায় থমথমে মুখে তাকিয়ে রয়েছেন মাঠের দিকে। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের সাথে হাত মেলাতে মাঠে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সৌজন্যের খাতিরে তরুণ পেসারের সাথে ‘হ্যান্ডশেক’ করলেও মেজাজ যে তাঁর আদৌ ভালো নেই তা ধরা পড়ে ক্যামেরায়। রীতিমত কঠিন মুখভঙ্গী ছিলো হিটম্যানের। আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে এমনসব ভুল যে বড়সড় বিপদ ডেকে আনতে পারে তা জানেন রোহিত (Rohit Sharma)। সেই জন্যই অসন্তুষ্ট তিনি। অনেকেই মনে করছেন যে ভুলের শাস্তি হিসেবে একদিনের দল থেকে বাদ দেওয়া হবে আর্শদীপকে।

Also Read: IND vs SL: শেষ দুই ম্যাচের জন্য নতুন দল ঘোষণা করলো BCCI, এই ১৫ জন পেলেন সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *