IND vs SL: ‘ফেভারিট’ হিসেবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ওডিআই সিরিজ শুরু করেছিলো ভারত। টি-২০তে আশালঙ্কার দল’কে ৩-০ ওড়ানোর পর ৫০ ওভারের ফর্ম্যাটেও স্কোরলাইন একই হতে পারে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞদের অনেকে। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উল্টেপাল্টে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। শুধু ঘুরে দাঁড়ায় নি, বরং তাদের সিংহগর্জনে বর্তমানে রীতিমত চাপে ‘মেন ইন ব্লু।’ ২ অগস্ট কলম্বোর প্রেমাদাসায় জয়ের খুব কাছাকাছি পৌঁছেও সাফল্য স্পর্শ করতে পারে নি রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। ১ রান বাকি থাকা অবস্থায় পরপর দুই উইকেট খোয়ানোয় টাই হয়েছে খেলা। আর গতকাল দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় ২৪১ রানও তাড়া করা সম্ভব হয় নি। টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের ওডিআই-এর দূরবস্থা’র দায় এড়াতে পারেন না নতুন কোচ গৌতম গম্ভীর।
টি-২০ সিরিজে (IND vs SL) সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ (Riyan Parag), রিঙ্কু সিং-দের দিয়ে বল করিয়ে লঙ্কানদের চমকে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। কাজেও এসে গিয়েছিলো সেই ফাটকা। প্রথম ম্যাচে ৭ বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন রিয়ান। তৃতীয় ম্যাচটিতে ভারত যে ২৭ রানের মধ্যে ৭ উইকেট তুলতে সক্ষম হয়েছিলো, তার মধ্যে ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট ছিলো রিঙ্কু ও সূর্যকুমারের। ১৯ ও ২০তম ওভারে দুই পার্ট টাইমারের হাতে বল তুলে দেওয়ার সাহসিকতা কুড়ি-বিশের ফর্ম্যাটে দেখাতে পেরেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। গত শুক্রবার ও রবিবার একদিনের ক্রিকেটের আসরেও সেই চমকে দেওয়ার ট্রেন্ড ব্যবহার করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। ভারতের কোনো রকম উপকার তো হলোই না, উলটে একটি টাই ও একটি পরাজয়ের পর রীতিমত চাপে এখন দল।
Read More: তৃতীয় ওডিআই থেকে বাদ পড়ছেন কেএল রাহুল, ঋষভ পন্থ নিচ্ছেন এন্ট্রি !!
ব্যুমেরাং হয়ে ফিরলো গম্ভীরের চাল-
গত কয়েক বছরে টিম ইন্ডিয়াতে (Team India) অলরাউন্ডারের অভাবের কথা বারবার শোনা যাচ্ছিলো। যার ফলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অতিরিক্ত বিকল্প ব্যবহারের ক্ষমতা থাকছিলো না ভারতের কাছে। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাতে বদল আনার চেষ্টা করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দলে অলরাউন্ড দক্ষতাসম্পন্ন খেলোয়াড় বাড়ানোর দিকে মন দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ওডিআই ম্যাচগুলিতে ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar), অক্ষর প্যাটেল ও শিবম দুবে-তিন অলরাউন্ডারকে খেলিয়েছেন তিনি। প্রথম ম্যাচে শুভমান গিল ও দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা’কেও (Rohit Sharma) দেখা গিয়েছে হাত ঘোরাতে। গম্ভীরের অলরাউন্ডারের সংখ্যা বাড়ানোর এই প্রয়াসকে সাধুবাদ’ই জানাচ্ছেন সকলে। কিন্তু তার জন্য ব্যাটিং অর্ডারে রদবদল করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন তিনি।
ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের দুটি ম্যাচেই ওপেনিং-এ রোহিত-এর (Rohit Sharma) সঙ্গে দেখা গিয়েছে শুভমান গিল’কে। নিজের পছন্দের ব্যাটিং অর্ডার ধরে রেখেছেন বিরাট কোহলিও। খেলেছেন তিনে। কিন্তু এরপর থেকেই পারমুটেশন-কম্বিনেশন দেখা গিয়েছে দুই দিনই। ডান হাতি-বাম হাতি কম্বিনেশন রাখতে গিয়ে কখনও উপরে তুলে আনা হয়েছে ওয়াংশিংটন সুন্দর, কখনও শিবম দুবে (Shivam Dube) আবার কখনও অক্ষর প্যাটেলকে (Axar Patel)। লোয়ার অর্ডারের খেলোয়াড়দের মধ্যে কেবল অক্ষর ছাড়া কেউই মানিয়ে নিতে পারেন নি মিডল অর্ডারে। পক্ষান্তরে মধ্যক্রম থেকে সরিয়ে ছয় বা সাত নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের। দলের ব্যাটিং-এর দুই প্রধান অস্ত্র এতে হয়ে পড়েছেন ধারহীন। যা ডুবিয়েছে টিম ইন্ডিয়াকে।