ind-vs-sl-odi-3-gambhir-to-bench-kohli

IND vs SL: ‘ব্যাপটিজম অফ ফায়ার’, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক সিরিজ’কে এই নামেই ব্যাখ্যা করতে পারেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে তিনি আইপিএল (IPL) জেতার পর প্রত্যাশা ছিলো অনেক তাঁর কাছ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) টি-২০তে ৩-০ জেতার পর উচ্ছ্বাসে ভেসেছিলেন সমর্থকেরা। ‘গম্ভীর’ জমানার শুরুটা ভালোই হয়েছিলো ভারতের। কিন্তু দুই পা এগোতে গিয়েই যেন মুখ থুবড়ে পড়েছে দল।

শুক্রবার কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে টাই করেছিলো ভারত (Team India)। জয়ের কাছাকাছি পৌঁছেও বেনজির ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হয় সাফল্য। আর রবিবার দ্বিতীয় ম্যাচে খাতায়-কলমে অনেকখানি পিছিয়ে থাকা লঙ্কানদের বিরুদ্ধে এঁটেই উঠতে পারলো না টিম ইন্ডিয়া। ২৪১ তাড়া করতে নেমে থামতে হলো ২০৮ রানে। ৩২ রানের ব্যবধানে এই হার প্রশ্ন তুলে দিয়েছে ‘গুরু’ গম্ভীরের (Gautam Gambhir) মগজাস্ত্র নিয়ে। সমালোচনার জবাব দিতে তাঁর হাতে রয়েছে কেবল বুধবারের ম্যাচটি।

Read More: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের হলো ঘোষণা, ১৪ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে এই অলরাউন্ডার !!

বিরাট কোহলি বাদ পড়ছেন তৃতীয় ম্যাচে-

Virat Kohli | IND v SL | Image: Getty Images
Virat Kohli | IND vs SL | Image: Getty Images

আইপিএলে (IPL) বেশ ভালো ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৭৪১ রান করেছিলেন তিনি। জিতেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। কিন্তু এরপর থেকেই ব্যাট হাতে বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। টি-২০ বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে দশের গণ্ডীও পেরোতে পারেন নি। ফাইনালে ৭৬ রান করলেও তা এসেছিলো বেশ মন্থর গতিতে। ট্রফি জয়ের পর লম্বা বিরতি পেয়েছিলেন তিনি। বিদেশে গিয়ে সময় কাটান স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানের সাথে। কথা ছিলো এই শ্রীলঙ্কা সিরিজেও বাইরেই থাকবেন তিনি। কিন্তু নয়া কোচ গম্ভীরের (Gautam Gambhir) বিশেষ অনুরোধে দলে ফেরানো হয় তাঁকে। বিদেশ থেকে ফিরে সরাসরি স্কোয়াডের সাথে যোগ দেন তিনি।

বিরতির পর মাঠে ফিরেও ফর্ম সমস্যা কাটিয়ে উঠতে পারে নি। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোহলির ব্যাটিং-এ। প্রথম ম্যাচে ভালোই এগোচ্ছিলেন। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার বল ফ্লিক করে লেগ-সাইডে পাঠাতে গিয়ে ব্যর্থ হন। এল্বিডব্লু হয়ে ফিরতে হয় তাঁকে। দ্বিতীয় ম্যাচেও তাঁকে সাজঘরে ফেরালো সেই ঘূর্ণি বোলিং-ই। বছর ৩৪-এর লেগস্পিনার জেফ্রি ভাণ্ডেরসে’র ডেলিভারি খুঁজে নেন কোহলির (Virat Kohli) প্যাড। অল্প রানেই ফিরতে হয় সাজঘরে। তিনি আউট হওয়ার পর ঘোর বিপদে পড়েছিলো ভারত। এরপর আর ফিরে আসার রাস্তা খুঁজে পায় নি তারা। প্রথম দুই ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ২৩ ও ১৪। অফ-ফর্মে থাকা মহাতারকাকে তৃতীয় ম্যাচে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ গম্ভীর।

মিডল অর্ডারের মুখ হচ্ছেন পন্থ?

KL Rahul and Rishabh Pant | Image: Getty Images
KL Rahul and Rishabh Pant | Image: Getty Images

টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) দু’টি একদিনের ম্যাচেই পড়তে হয়েছে ব্যাটিং সমস্যার সামনে। টপ-অর্ডারে রোহিত শর্মা ও লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল ছাড়া ধারাবাহিকতা দেখা যায় নি কারও মধ্যেই। শেষ ম্যাচটি না জিতলে খোয়াতে হবে সিরিজ। তাই সমস্যার পাহাড় এখন কোচ গৌতম গম্ভীরের সামনে। চাপ কাটিয়ে সাফল্যের শৃঙ্গ আরোহণের উদ্দেশে কিছু কড়া সিদ্ধান্ত হয়ত বুধবারের ম্যাচে নিতে হতে পারে তাঁকে। কোহলি (Virat Kohli) যে বাদ পড়তে পারেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। যদি সত্যিই মহাতারকাকে ছেঁটে ফেলেন তিনি, তাহলে তিন নম্বরে তাঁর শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করতে পারেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। ইতিপূর্বে তিনে খেলে ভালো পারফর্ম করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে ওডিআই শতরান’ও।

চার নম্বরে দেখা যেতে পারে ঋষভ পন্থ’কে। প্রথম দুইটি ম্যাচে ঋষভকে (Rishabh Pant) জায়গা দেয় নি টিম ম্যানেজমেন্ট। দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন কে এল রাহুল। কিন্তু ব্যাটিং অর্ডার ‘ক্লিক’ না করায় বাধ্য হয়েই দিল্লীর ক্রিকেটারকে ফেরাতে হবে তাঁকে। পন্থের না খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছে অজয় জাদেজা’কে (Ajay Jadeja)। তিনি জানান, “ঋষভ পন্থ আমার অত্যন্ত পছন্দের ক্রিকেটার। ওকে না দেখে আমি অবাক। ওর মধ্যে এক্স-ফ্যাক্টর রয়েছে।” তৃতীয় ম্যাচে জাদেজার পরামর্শ মেনেই হয়ত সেই এক্স-ফ্যাক্টরের উপরেই ভরসা করতে হবে ভারতীয় কোচ’কে। এমনিতে ঋষভ ও গম্ভীর (Gautam Gambhir), দুজনেই ক্রিকেট খেলেন বা খেলেছেন দিল্লীর হয়ে। সুসম্পর্ক রয়েছে তাঁদের। নেহাৎ টিম কম্বিনেশনের জন্য বাইরে রাখতে হচ্ছিলো তাঁকে। কিন্তু মঙ্গলবার জায়গা দিতেই হবে তাঁকে।

Also Read: IND vs SL 2nd ODI: “উচিৎ শিক্ষা হয়েছে…” টাই-এর পর জুটলো পরাজয়, টিম ইন্ডিয়ার উপর ক্ষুব্ধ নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *