IND vs SL: দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন মহম্মদ সিরাজ ! দুরন্ত থ্রোয়ে ফিরিয়ে দিলেন করুণারত্নেকে !! 1

IND vs SL: তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচ। গুয়াহাটিতে এবং কলকাতায় ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আজকের নিয়মরক্ষার ম্যাচে মনে করা হয়েছিলো মরিয়া হয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। কিন্তু বাস্তবে ভারতের চ্যালেঞ্জের সামনে দিশাহারা অবস্থা শানাকা, হাসারাঙ্গাদের। প্রথমে ব্যাট করে ৩৯০ রান স্কোরবোর্ডে যোগ করেছে ভারত। শতরান করেছেন বিরাট কোহলি এবং শুভমান গিল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই হতদ্যম এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। গত কয়েকমাস ধরেই আগুনে ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আজও বাইশ গজে আগুন ঝরাতে দেখা গেলো তাঁকে। প্রথমে চার উইকেট নিলেন। আর তারপর দুর্দান্ত বুদ্ধিমত্তা দেখিয়ে রান আউট করলেন চামিকা করুণারত্নেকে (Chamika Karunaratne)। সিরাজের দাপটে বিশাল বড় ব্যবধানে হারের মুখে শ্রীলঙ্কা।

দুর্দান্ত থ্রো’তে করুণারত্নেকে ফেরালেন সিরাজ-

Mohammed Siraj | image: twitter
Mohammed Siraj bowled brilliantly against Sri Lanka in 3rd ODI

৩৯১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে সিরাজের আগুনে বোলিং-এর মোকাবিলা করতে গিয়ে শুরুতেই সমস্যায় পড়ে শ্রীলঙ্কা। ৪ বলে ১ রান করেই ফিরে যান আভিষ্কা ফার্নান্দো। এর পর একে একে সিরাজের বলে ফেরেন কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা এবং নুয়ানিদু ফার্নান্দোও। মাত্র ৩৭ রানে ৫ উইকেট হারানোর পর চামিকা করুণারত্নেকে (Chamika Karunaratne) সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দাসুন শানাকা। কিন্তু সেই প্রচেষ্টাতেও জল ঢেলে দিলেন মহম্মদ সিরাজই (Mohammed Siraj)। ইনিংসের ১২তম ওভারে বোলিং করছিলেন হায়দ্রাবাদের পেসার। নির্বিষ বলে সামনে ঝুঁকে ডিফেন্ড করেন করুণারত্নে। বল ফিরে আসে সিরাজেরই কাছে। বোলিং-এর ফলো থ্রু’তে বল তালুবন্দী করার পথে সিরাজ লক্ষ্য করেন করুণারত্নের পা রয়েছে ক্রিজের বাইরে। চটজলদি থ্রো করেন তিনি। বল লাগে উইকেটে। সিরাজ যে সরাসরি উইকেটে বল মারবেন তা আশা করেন নি করুণারত্নে। ক্রিজে ফেরার আগেই উইকেট ভেঙে দেয় সিরাজের (Mohammed Siraj) থ্রো। তৃতীয় আম্পায়ারের চোখে ধরা পড়ে যে পা হাওয়াতেই রয়ে গিয়েছিলো শ্রীলঙ্কা ব্যাটারের। সাজঘরের রাস্তা ধরতে হয় চামিকাকে (Chamika Karunaratne)। ষষ্ঠ উইকেট তুলে নিয়ে জয়ের দিকে আরও একটু এগিয়ে যায় ‘মেন ইন ব্লু।’

দেখে নিন গোটা ঘটনার ভিডিও-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *