ind-vs-sl-lower-order-kept-sl-afloat
IND vs SL | Image: Getty Images

IND vs SL: কলম্বোর মাঠে টাই হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের প্রথম একদিনের ম্যাচটি। গত শুক্রবার প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে (Team India) ২৩১ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। একটা সময় জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। কিন্তু দুই বলে পরপর জোড়া উইকেট তুলে নিয়ে ২৩০-এই ভারতকে রুখে দেন লঙ্কান অধিনায়ক চরিথ আশালঙ্কা। রুদ্ধশ্বাস সেই থ্রিলারের পর আজ সেই কলম্বোর বাইশ গজেই ফের মুখোমুখি দুই দল। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL) উভয় পক্ষকেই। তাই সাফল্য’কেই পাখির চোখ করে মাঠে নেমেছে তারা। গত ম্যাচের মতই আজও টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ৫০ ওভারের শেষে আজ তাদের সংগ্রহ ৯ উইকেটের বিনিময়ে ২৪০ রান।

Read More: ঈশান কিষানের জন্য কাল হলো এই খেলোয়াড়, প্রমান দিলো বন্ধু নামে কলঙ্ক !!

ওয়াশিংটন আতঙ্ক সামলালেন কুশল-আবিষ্কা-

Washington Sundar and Virat Kohli | IND vs SL | Image: Getty Images
Washington Sundar and Virat Kohli | IND vs SL | Image: Getty Images

ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজে ভালো ফর্মে রয়েছেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। টি-২০’তে রান পেয়েছেন। শুক্রবার প্রথম একদিনের ম্যাচেও অর্ধশতক করেছিলেন তিনি। কিন্তু আজ ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হলেন। ম্যাচের প্রথম বলেই নিশাঙ্কার ব্যাট ছুঁয়ে বল জমা পড়লো ভারতীয় উইকেটরক্ষক কে এল রাহুলের দস্তানায়। প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপ বা বিশ্বকাপের স্মৃতি কি ফিরবে? সম্ভাবনা তৈরি হলেও তেমন কিছু অবশ্য বাস্তবে হয় নি। বরং আরেক ওপেনার আবিষ্কা ফার্নান্দোর (Avishka Fernando) সাথে জুটি বেঁধে ইনিংসকে ভালোই এগিয়ে নিয়ে গেলেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। ৭৪ রান স্কোরবোর্ডে যোগ করেন দু’জনে। ভারত’কে দ্বিতীয় উইকেট এনে দেন ওয়াশিংটন সুন্দর। ৬২ বলে ৪০ করে আউট হন আবিষ্কা।

দ্বিতীয় উইকেট হারানোর কিছুক্ষণের মধ্যেই ফের বড় ধাক্কা খায় শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ। ৪২ বলে ৩০ করে লেগ বিফোর উইকেট হন কুশল মেন্ডিস। ঘাতক আরও একবার সেই ওয়াশিংটন সুন্দরই। চারে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি সাদিরা সমরাবিক্রমা (Sadeera Samarawickrama)। গত বছর এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপে যে ফর্মে তাঁকে দেখা গিয়েছিলো, তার ধারে-কাছে এখন নেই তিনি। আজ আউট হন ১৪ রান করে। অক্ষর প্যাটেলের বলে ধরা পড়েন বিরাট কোহলির হাতে। জানিথ লিয়ানাগেকে আউট করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চায়নাম্যান স্পিনারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বসেন লিয়ানাগে। করেন ১২ রান। গত ম্যাচে বল হাতে নায়ক হয়েছিলেন আশালঙ্কা। আজ পাঁচে ব্যাট করতে নেমে খেলেন ২৫ রানের কার্যকরী ইনিংস। তাঁকে ফেরান সেই ওয়াশিংটনই।

ওয়েলালাগের লড়াইতে ভালো জায়গায় শ্রীলঙ্কা-

Dunith Wellalage and Kamindu Mendis | IND vs SL | Image: Getty Images
Dunith Wellalage and Kamindu Mendis | IND vs SL | Image: Getty Images

আর.প্রেমাদাসা স্টেডিয়ামে গত ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো শ্রীলঙ্কার লোয়ার অর্ডার। আজও দেখা গেলো একই দৃশ্য। শুক্রবার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ওয়েলালাগে (Dunith Wellalage)। খেলেছিলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। সঙ্গ দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। আজ হাসারাঙ্গা নেই লঙ্কান একাদশে। কিন্তু কামিন্দু মেন্ডিসকে (Kamindu Mendis) সঙ্গী করে আরও একবার ভারতীয় বোলিং-এর মহড়া নিতে দেখা গেলো ওয়েলালাগে’কে। রীতিমত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা গেলো তরুণ অলরাউন্ডারকে। অর্ধশতকের গণ্ডী হয়ত পেরোন নি। কিন্তু ১টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর ৩৫ বলে ৩৯ রানের ইনিংসটি লড়াই করার জায়গায় পৌঁছে দিয়ে গেলো শ্রীলঙ্কাকে। শেষমেশ কুলদীপ যাদব ফেরান তাঁকে।

ওয়েলালাগে আউট হওয়ার পরেও লোয়ার অর্ডার কাঁটায় বিদ্ধ হতে হলো ভারতকে। কামিন্দু মেন্ডিসের সাথে ৩১ রানের জুটি গড়তে দেখা যায় আকিলা ধনঞ্জয়’কে (Akila Dhananjaya)। ৪টি বাউন্ডারির সাহায্যে মেন্ডিস ৩৯ ও ১৩ বলে ১৫ করেন ধনঞ্জয়। শ্রীলঙ্কাকে তাঁরাই পৌঁছে দেন ২৪০ রানে। ভারতের হয়ে ৩০ রানের ব্যবধানে ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তিনিই বোলারদের মধ্যে সফলতম। ২টি সাফল্য জমা পড়েছে কুলদীপ যাদবের ঝুলিতে। তিনি খরচ করেছেন ৩৩ রান। অক্ষর প্যাটেল ৯ ওভারে খরচ করেছেন ৩৮ রান। পেয়েছেন ১টি উইকেট। সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে ৪৩ রানের বিনিময়ে ১টি সাফল্য। উইকেটশূন্য থাকতে হয়েছে আর্শদীপকে। দুই ওভার হাত ঘোরান রোহিতও। ১১ রান দিলেও পান নি উইকেট।

Also Read: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে আউট হয়েও দ্বিতীয়বার ব্যাটিং করতে নামলেন বিরাট, সঙ্গ দিলেন MS ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *