IND vs SL: সহ অধিনায়ক হয়েও দল থেকে এই কারণে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া, ক্যাপ্টেন রোহিত করলেন খোলাশা !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ এসে পৌঁছছে একদম অন্তিম পর্বে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৬৭ রানে সহজ জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিলো ভারত। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সেও কঠিন লড়াইয়ের শেষে ভারত ম্যাচ জিতেছিলো ৪ উইকেটে। পকেটে পুরে নিয়েছিলো সিরিজও। তিরুঅনন্তপুরমের তৃতীয় একদিনের ম্যাচ তাই হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার। তা সত্ত্বেও আজকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ‘মেন ইন ব্লু।’ চলতি বছরে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে উপমহাদেশীয় প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করেই প্রস্তুতি শুরু করতে চাইবে ভারত। আজকের ম্যাচের একাদশে আরও একবার পরীক্ষানিরীক্ষার পথে গিয়েছে ভারতীয় দল। টসের সময় সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত (Rohit Sharma) জানিয়েছেন আজ মাঠের বাইরে রয়েছে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দলের সহ-অধিনায়ক’কে আচমকা বাদ দিলো কেনো ভারতীয় থিঙ্কট্যাঙ্ক? চোট-আঘাত না অন্য কিছু? মুহুর্তে শুরু হয়ে যায় জল্পনা।

তৃতীয় একদিনের ম্যাচে একাধিক বদল ভারতীয় একাদশে-

Suryakumar Yadav | image: Twitter
Suryakumar Yadav and Washington Sundar replace Hardik Pandya and Umran Malik in the 3rd ODI against Sri Lanka

বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটি ‘পুল’ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজগুলিতে সেই ২০ জনকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দেখতে চাইছে বোর্ড। সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নেওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় একদিনের দলে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে আজ। দল থেকে বাদ পড়েছেন পেসার উমরান মালিক (Umran Malik) এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রাজকোটের মাঠে কয়েকদিন আগেই আন্তর্জাতিক টি-২০ তে নিজের তৃতীয় শতরানটি করেছিলেন সূর্যকুমার। তারপর থেকেই একদিনের দলে সূর্যকে দেখতে চেয়ে সওয়াল করছিলেন অনেক বিশেষজ্ঞ। আজ অবশেষে সুযোগ এলো তাঁর সামনে।

অফ ফর্ম না শৃঙ্খলাজনিত কারণ? কেনো বাদ হার্দিক?

Hardik Pandya | image: twitter
Hardik Pandya got rested against Sri Lanka in the 3rd ODI

রোহিত শর্মার অনুপস্থতিতে টি-২০ ক্রিকেটে দেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ভারত হার্দিকের অধিনায়কত্বে সিরিজ জিতলেও ব্যাট-বলে নিজের সেরা ছন্দের আশেপাশেও দেখা যায় নি তাঁকে। অফ ফর্মের চিত্রনাট্য বদলায় নি একদিনের সিরিজেও। প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ৩৬ রান করলেও বাইশ গজে বারবার বোঝা যাচ্ছিলো যে অস্বস্তিতে রয়েছেন হার্দিক (Hardik Pandya)। বল হাতে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১ উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও মাঠে বারবার মেজাজ হারাতেও দেখা যাচ্ছিলো তাঁকে। গত ম্যাচে ডাগ আউটে বসা ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। আজকের ম্যাচে তাই হার্দিককে একাদশের বাইরে দেখে অনেকে মনে করেছিলেন অফ ফর্ম বা মাঠে অখেলোয়াড়চিত আচরণের জন্য বাদ পড়েছেন তিনি। কিন্তু জল্পনায় জল ঢালেন অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma)। জানানা বাদ নয়, বরং বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক’কে। বিশ্রাম দেওয়া হয়েছে উমরান মালিককেও (Umran Malik)। সামনে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেখানে যাতে দলের দুই অস্ত্রকে তরতাজা অবস্থায় পাওয়া যায়, সেই কারণেই নিয়মরক্ষার ম্যাচে বাইরে রাখা হয়েছে দু’জনকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *