IND vs SL: বিরাটের মহাকাব্যিক ইনিংস দেখে মোহিত গৌতম গম্ভীরও ! ‘কিং কোহলি’র প্রশংসায় মেতে বড় বয়ান ভারতীয় প্রাক্তণীর !! 1

IND vs SL: আরও একবার বিশ্ব ক্রিকেটের আঙিনা বিরাটময়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পথে অনবদ্য শতরান করে বিশ্বের কুর্ণিশ আদায় করে নিলেন কোহলি। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিলো ভারত। গুয়াহাটিতে প্রথম ম্যাচে কোহলিরই শতরানের সৌজন্যে ৬৭ রানে জিতেছিলো দল। দ্বিতীয় ম্যাচেও জয় এসেছিলো ৪ উইকেটে। সিরিজের ফলাফলের নিরিখে তিরুঅনন্তপুরমের হয়ে দাঁড়িয়েছিলো কেবলই নিয়মরক্ষার। কিন্তু সন্মানরক্ষার খাতিরে এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ছিলো শ্রীলঙ্কা। তবে উপমহাদেশীয় প্রতিপক্ষকে মাথা তুলেই দাঁড়াতে দিলেন না বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মার (Rohit Sharma) দারুণ ব্যাটিং-এর বদান্যতায় শুরুটা ভালো করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ তাঁদের তৈরি করা শক্ত ভিতের ওপর সুবিশাল ইমারত গড়লেন কোহলি (Virat Kohli)। ১১০ বলে ১৬৬* ইনিংস খেলার পথে ভাঙলেন বহু রেকর্ড। শেষ চার ম্যাচের মধ্যে তৃতীয় শতরান করে আদায় করে নিলেন গৌতম গম্ভীরের প্রশংসা।

দুরন্ত ইনিংসে রেকর্ডের পাহাড় চড়লেন বিরাট-

Virat Kohli, IND vs SL | image: twitter
Kohli went past Jayawardene to become the 5th highest run scorer in ODI history

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০.৯১ স্ট্রাইক রেট নিয়ে ১১০ বলে ১৬৬* ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেট কেরিয়ারে এটাই তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে মীরপুরের মাঠে ১৮৩ রান করেছিলেন তিনি। এখনও অব্দি সেটাই একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান। চোখধাঁধানো এই ইনিংস খেলার পথে একাধিক নয়া রেকর্ড গড়লেন ‘কিং কোহলি।’ ২০১৯ এর পর তিন বছর তাঁকে অপেক্ষা করতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করার জন্য। গত বছর আফগানিস্তানের বিপক্ষে আসে ৭১তম আন্তর্জাতিক শতরান। বছর শেষ করেন বাংলাদেশের বিরুদ্ধে শতরান দিয়ে। আর চলতি সিরিজ শেষে এখন তাঁর নামের পাশে রয়েছে ৭৪ টি সেঞ্চুরি। আগেই টপকেছেন রিকি পন্টিং’কে। এক্ষণ শচীন তেন্ডুলকরের (Sachin Tendulakr) ১০০ সেঞ্চুরির লক্ষ্য অগ্রসর হচ্ছেন বিরাট (Virat Kohli)। একদিনের ক্রিকেটে অবশ্য ‘মাস্টার ব্লাস্টার’-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করে দিয়েছেন বিরাট। শচীনের ৪৯ শতরানের ঠিক তিন ধাপ দূরে অবস্থান করছেন বিরাট। একই সাথে গতকালের ম্যাচে মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) টপকে একদিনের ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসলেন তিনি। মাহেলা ৪১৯ ইনিংসে করেছিলেন ১২৬৫০ রান। তাঁকে টপকে মাত্র ২৫৯ ইনিংসে ৫৮ গড় নিয়ে কোহলি এখন রয়েছেন ১২৭০০ রানে।

ছয় মারার মাইলস্টোন বিরাটের ব্যাটে, ঘোর কাটছে না গম্ভীরের-

Kohli | image: twitter
Virat Kohli hit a personal best 8 sixes against Sri Lanka on Sunday

শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আগাগোড়া আগ্রাসন দেখিয়ে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে একের পর এক মাইলস্টোন ছুঁলেন ভারতীয় কিংবদন্তী। সাধারণত তাঁর বড় ইনিংস গুলিতে ছক্কা কমই থাকে। বরং চার এবং শর্ট রানের ওপরই আস্থা রাখতে দেখা যায় ‘কিং কোহলি’কে। তবে গতকালের কোহলি ছিলেন একেবারেই ব্যতিক্রম। শিল্পীর তুলির টান যেমন ছিলো তাঁর ব্যাটিং-এ, তেমনই ছিলো ধুন্ধুমার ‘পাওয়ার হিটিং।’ গ্রিনফিল্ড স্টেডিয়ামে ১৩ টি চারের পাশাপাশি ৮ টি ছক্কা এলো তাঁর ব্যাট থেকে। যা বিরাটের (Virat Kohli) ব্যক্তিগত রেকর্ড। এর আগে এক ইনিংসে এত বেশী ছক্কা কখনও মারেন নি তিনি। কভারের ওপর দিয়ে লফটেড শট বা কব্জীর মোচড়ে দুরন্ত ফ্লিক, সবই দেখা গেলো গতকাল। এমনকি কাসুন রাজিথার (kasun Rajitha) বলে মেরেছেন ‘হেলিকপ্টার শট’ও। বিরাটের স্বভাববিরুদ্ধ এই ছক্কা মারার অবতার দেখে মজেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোহলির সঙ্গে গম্ভীরের যে একটা ঠান্ডা লড়াই রয়েছে তা কারও অজানা নয়। এর আগে মাঠেও দুজনে বচসায় জড়িয়েছেন। নানা সময় আকারে ইঙ্গিতে বিরাটের সমালোচনা করতেও দেখা যায় গম্ভীরকে। তবে গতকালের ইনিংসের পর সমালোচকের উর্দি ত্যাগ করতে বাধ্য হয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। বিরাটের ব্যাটিং-এর তারিখ করে বলেছেন। “আজ কোহলির ছক্কা মারার ক্ষমতা দুর্দান্ত ছিলো।” ধারাভাষ্য দেওয়ার সময় কোহলিকে ‘সর্বকালের অন্যতম সেরা’ বলতেও শোনা যায় গম্ভীরকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *