IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলছে টিম ইন্ডিয়ার (Team India) ওডিআই সিরিজ (IND vs SL)। ‘ফেভারিট’ হিসেবেই শুরু করেছিলো ভারত। কিন্তু আপাতত কঠিন সমস্যার মুখে তারা। প্রথম ম্যাচটিতে জয়ের মুখ থেকে ফিরতে হয়েছিলো তাদের। চরিথ আশালঙ্কার ঘূর্ণি বোলিং-এ ম্যাচ টাই করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে যাবতীয় হিসেবে উল্টেপাল্টে তারা ছিনিয়ে নিয়ে দাপুটে জয়। ৩২ রানের ব্যবধানে হারায় শক্তিশালী ‘মেন ইন ব্লু’কে। কোচ হিসেবে লঙ্কানদের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইনিংস শুরু করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেই বর্তমানে বেশ চাপে পড়ে গিয়েছেন তিনি। খাদের কিনার থেকে দলকে ঘুরে দাঁড় করানোয় আপাতত লক্ষ্য তাঁর। তাই আজ তৃতীয় একদিনের ম্যাচের স্কোয়াডে করেছেন কিছু পরিবর্তন। সুযোগ না পেয়ে মাইলস্টোন থেকে বঞ্চিত হলেন কে এল রাহুল।
Read More: “মানটা বজায় রেখে…” ভারতীয় দলের পারফরমেন্সে আপ্লুত নেটিজেনরা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
২০০তম ম্যাচের দোরগোড়ায় রাহুল-
২০১৪ সালে ভারতের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন কর্ণাটকের কান্নুর লোকেশ রাহুল (KL Rahul)। টেস্টে মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার। ২০১৬তে জিম্বাবুয়ের বিরুদ্ধে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই হয় অভিষেক। প্রতিভার জোরে গত কয়েক বছরে টিম ইন্ডিয়াতে (Team India) নিয়মিত হয়ে উঠেছেন তিনি। এখনও পর্যন্ত খেলেছেন ৫০টি টেস্ট ম্যাচ, ৭৭টি একদিনের ম্যাচ ও ৭২টি টি-২০। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাঠে শতরান রয়েছে তাঁর। করেছেন ৮৬ ইনিংসে ২৮৬৩ রান। শতরানের সংখ্যা ৮, অর্ধশতক ১৪টি। একদিনের ক্রিকেটে ৭২ ইনিংসে রান সংখ্যা ২৮৫১। গড় ৪৯.১৫। শতরান ৭টি, অর্ধশতক ১৮টি। কুড়ি-বিশের ক্রিকেটে ৬৮ ইনিংসে তাঁর সংগ্রহ ২২৬৫ রান। ২টি শতরান ও ২২টি অর্ধশতক করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল খেলেছেন ১৯৯টি ম্যাচ। দাঁড়িয়ে রয়েছেন ‘ডাবল সেঞ্চুরি’র দোরগোড়ায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়লেন রাহুল-
অনুরাগীরা ভেবেছিলেন যে আজ কলম্বোর মাঠেই নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলবেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে তফাৎ রয়েই গেলো। অফ ফর্মের কারণে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আজ রিজার্ভ বেঞ্চেই রেখেছেন রাহুল’কে (KL Rahul)। কর্ণাটকের ক্রিকেটার প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন। পছন্দের ওপেনিং বা পাঁচ নম্বরে নয়, অনভ্যস্ত সাত নম্বরে ঠেলে দেওয়া হয়েছিলো তাঁকে। গত শুক্রবার তাঁর ব্যাট থেকে এসেছিলো ৩১, আর রবিবার দ্বিতীয় ম্যাচটিতে শূন্য রান করেই সাজঘরে ফেরেন তিনি। লোয়ার মিডল অর্ডারে নেমে টিম ইন্ডিয়ার (Team India) ইনিংসকে স্থায়িত্ব দিতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে আজ সরে দাঁড়াতে হলো তাঁকে। রাহুলের সাথে সাথে আজ ফাস্ট বোলার আর্শদীপ সিং-কেও বাদ দিয়েছেন ‘গুরু’ গম্ভীর।
বিকল্প বেছে নিয়েছেন গম্ভীর-
গত দুটি ম্যাচেই ব্যাটিং ভুগিয়েছিলো টিম ইন্ডিয়াকে। সেই রোগ দূর করতে আজ নতুন চাল খেলেছেন কোচ গৌতম গম্ভীর। কে এল রাহুল (KL Rahul) ও আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) বাদ দিয়েছেন তিনি। বদলে মাঠে নামিয়েছেন ঋষভ পন্থ ও রিয়ান পরাগ’কে। রাহুলের বদলে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা গিয়েছে ঋষভ’কে (Rishabh Pant)। অক্ষর প্যাটেলের বলে একটি ক্যাচ ও কুলদীপ যাদবের বলে একটি স্টাম্পিং-ও করেন তিনি। ব্যাটিং-এ রাহুলের অভাব ঢাকতে পারেন কিনা সেদিকে নজর থাকবে। ফাস্ট বোলার আর্শদীপের জায়গায় অলরাউন্ডার রিয়ানকে (Riyan Parag) খেলানোর প্ল্যানও কাজে এসেছে আজ। বল হাতে অভিষেক ম্যাচেই অনবদ্য পারফর্ম করেছেন তরুণ তুর্কি। তুলে নিয়েছেন ৩টি উইকেট। ফিরিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠা আবিষ্কা ফার্নান্দোকে। সাথে নিয়েছেন দুনিথ ওয়েলালাগে ও চরিথ আশালঙ্কার উইকেটও।